Better Life With Steem || The Diary game || 28 September 2023
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ডাইরি গেম নিয়ে হাজির হয়েছি আশা করি 28 তারিখ এর দিনের কার্যকলাপ আপনাদের মাঝে তুলে ধরে আমিও খুশি হব এবং আপনাদেরও ভালো লাগবে মনোযোগ সহকারে করার অনুরোধ রাখলাম।
বেশ অনেকদিন পর মাদ্রাসা খুলল এইচএসসি পরীক্ষার জন্য প্রায় দুই মাসের কাছাকাছি মাদ্রাসা বন্ধ ছিল প্রতিবারের মতোই আমাদের মাদ্রাসায় এইচএসসি বোর্ড এবং এসএসসি বোর্ড সবগুলোই নিয়ে থাকে এবং যার ফলে অনেক দিন গ্যাপ থাকার পর মাদ্রাসা খোলা পড়ে। আজ অনেকদিন পর মাদ্রাসা খুলেছে সবার বাসায় কল করে জানানো হয়েছে মাদ্রাসায় আসার জন্য বেশ অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম কবে মাদ্রাসা খুলবে বন্ধু-বান্ধবের সাথে দেখা করব। সকাল দশটা থেকে আমাদের ক্লাস শুরু হয় দুপুর ১ঃ৩০ টা পর্যন্ত বা নামাজের আগ পর্যন্ত ক্লাস হয়ে ছুটি দিয়ে নামাজ পড়ে মাদ্রাসা থেকে বের হতে হয়।
প্রায় অনেকদিন ধরেই অনেক ইচ্ছা ছিল মাদ্রাসা খুললে ফ্রেন্ডরা মিলে মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটি জায়গা আছে ওখানে অনেক সুন্দর সুন্দর কাজ ফুল ফুটেছে এবং কাশফুল ফুটে জায়গাটা কাশবনের মত হয়ে গিয়েছে আমাদের অনেকেরই ইচ্ছা ছিল একসাথে সবাই যেয়ে ঘুরে আসবো নামাজ পড়ে মাদ্রাসা থেকে বের হয়ে দুপুর ২:৩৫ এর আরবি আরবি প্রাইভেট গুলো ধরতে হয়। প্রাইভেট পড়ে বের হতে হতে আমাদের ৪ঃ২০ বেজে যায় সকাল থেকে না খেয়ে মাদ্রাসায় গিয়েছি শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল তারপরও ভাবলাম ফ্রেন্ডরা সবাই মিলে জায়গা থেকে ঘুরে আসি অনেক ক্লান্ত শরীর নিয়ে রোদের ভেতর হাঁটতে হাঁটতে আমরা কাশবনের মাঠে পৌঁছে যাই সবাই বেশি দেরি না করে কয়েকটা ছবি তুলেই বাসায় আসার জন্য রওনা দিয়ে দেই।
তারপরে আজকে বিকেল বেলা যেহেতু বৃহস্পতিবার দিন ছিল মসজিদ কমিউনিটি থেকে একটি মাহফিলের আয়োজন করেছিল বক্তা হিসেবে বগুড়ার খ্যাতিমান বক্তা আশরাফ আলী সিদ্দিকী এসেছিলেন। হুজুরকে অনেকদিন ধরেই চিনি হুজুরের বক্তব্য এবং লেকচার গুলো অনেক সুন্দর হয়ে থাকে আসরের নামাজ শেষ করে আমি আমার এক বড় ভাই হুজুর আসার জন্য মসজিদে অপেক্ষা করি। আমি আর বড় ভাই মসজিদে বসে গল্প করতে করতে মাগরিবের আজানের আগে হুজুর সাহেব চলে আসেন মাগরিবের নামাজ শেষ করে উনার বক্তব্য মসজিদে রাখেন।
বেশ অনেকক্ষণ উনার বক্তব্য শোনার পর ভাবলাম ভাই আর আমি মিলে বাইরে থেকে একটু ঘুরে আসি আপনারা সবাই জানেন বা সবার জেলাতে একই রকম হয়ে থাকে ওয়াজ মাহফিল হলেই আশেপাশে অনেক দোকান পাট বসে যায় আমি আর ভাই মিলে মেলার ভেতর ঘুরাঘুরি করছিলাম বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটি শরবতের দোকান চোখে পড়ল আঙ্কেলটি অনেক সুন্দর ভাবে এবং খুবই পরিষ্কার-পরিচ্ছন্নতা ভাবে জুস বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিলাম। আমি আর ভাই বিশ টাকার বিশ টাকার 2 গ্লাস নিয়ে খাই এভাবেই আজকের সারাদিনের কার্যকলাপ শেষ হয়ে যায় ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে আমি আমার বাসায় চলে আসি ভাই ভাইয়ের বাসায় চলে যায়।
আজকের মত এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা নিয়ে সবার কাছে আমার লেখনি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম।
𝐂ςメ@farhan456
Device | name |
---|---|
Android: | Realme C53 |
Android version: | 13 |
Camera: | 50MP |
Location: | Bangladesh-bogura |
Short by : | @farhan456 |
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার আরও একটি দিনের সকল কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করেছেন।।।
শুনে ভালো লাগলো আপনার মাদ্রাসা খুলেছে এখন থেকে মাদ্রাসার নিয়মিত ক্লাস করবেন।।। এবং আপনার জন্য দোয়া করি আপনার লক্ষ্যে আপনি পৌঁছান।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মতামত দেয়ার জন্য।
অনেকদিন পর যেহেতু মাদ্রাসা খোলা হয়েছে সবার সাথে বেশ আনন্দ করেছেন। এবং আপনি উল্লেখ করেছেন আপনাদের মাদ্রাসা থেকে একটু দূরে একটা কাশ ফুল বন আছে। যেখানে কাশফুল ফুটেছে সেখানে আপনারা ঘুরতে গিয়েছেন।
বিকেল বেলা মাহফিল ছিল। যেখানে হুজুর বক্তব্য রেখেছেন। যে হুজুরকে আপনি অনেক আগে থেকেই চিনেন। এবং আপনারা মাহফিলের মধ্যে একটু ঘোরাঘুরি করেছেন। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। আপনি খুব সুন্দর একটা দিন পার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যাবলী এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনার মূল্যবান সুন্দর মতামত দেয়ার জন্য।
প্রথমে জানাবো অসাধারণ হয়েছে আপনার আজকের সারা দিনের কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। আজ অনেক দিন পরে মাদ্রাসা খুলেছে আপনার,
আবার মাদ্রাসায় গিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া কাশফুলে বাগানে তারপরে মাদ্রাসার মাহফিলে যোগদান করা, সব মিলিয়ে অসাধারণ, আপনার জন্য প্রার্থনা করি আপনি আপনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন আপনার জন্য রইল শুভকামনা
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য ভালো থাকবেন।
Welcome
How does your diary look like you had a great Friday? And read your diary. I came to know that you have gone for Jumma Namaz. It is a very good deed that you prayed. One reason is that every one of us as a Muslim should pray five times on time even in the busyness of hundreds of jobs. Anyway, thank you very much for sharing your beautiful moments with us. Have a nice day.