ক্ষমাপ্রার্থী

in Incredible India2 years ago (edited)

আসসালামু আলাইকুম প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমি খুব দুঃখিত আপনাদের সবার কাছে। বিগত কয়েকদিন যাবত পরীক্ষা চলছে আমার। পরীক্ষা চলাকালীন আমি সেরকম ভাবে আপনাদের কাছে আমার সুন্দর উপস্থিতি তুলে ধরতে পারছি না।

আপনারা হয়তো সবাই কালকে আমার পোস্টটি দেখেছিলেন সেই পোস্টে আমি জল বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি অনেক অনেক অনুতপ্ত এবং দুঃখিত যে আমার লেখাগুলো কপিরাইট হিসেবে হয়ে গিয়েছে। কারণ পানির গুরুত্ব পানি বিষয়ে কথাগুলো আমি গুগল থেকে জেনে নিয়ে লিখেছিলাম যার কারণে আমার পোস্টটি কপিরাইট হিসেবে গণ্য করা হয়েছে।
IMG20221211152856.jpg

সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেয় দেখবেন আমি আপনাদের মাঝে নতুন এসেছি আমার ভুল ভ্রান্তি গুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ এরপর থেকে আমার দ্বারা কোন ভুল হবে না। আমরা সবাই মানুষ। মানুষ মাত্রই ভুল আমরা ভুল করতে করতে একবার শিখে যাই।

আমাদের প্রিয় এডমিন মহোদয় @sduttaskitchen যাকে আমি বড় দিদি বলে ডাকি আমাকে ক্ষমার চোখে দেখবেন আমি জানি আমার কৃতকর্মের জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। এবং আমি আমার ভুলের জন্য সবার কাছে অনুতপ্ত এবং দুঃখিত। আমার দ্বারা পরবর্তীতে এরকম ভুল হবে না ইনশাআল্লাহ। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ আমি কোথাও কাজ করার সুযোগ পাচ্ছিলাম না আপনি আমাকে নিজ হাতে ধরে শিখিয়েছেন সম্পূর্ণ কাজ। আমি আপনার মনে কষ্ট দিতে চেয়েছিলাম না। আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমাকে এবারের মত মাফ করে দিবেন।

IMG20221210111135.jpg

IMG20221210111250.jpg

IMG20221210111211.jpg

IMG20221210111135-01.jpeg

Screenshot_2022-12-11-15-11-19-89_fa84a683d7c8aff5b9ebbb63e2b9991b.jpg

আমার এই পিকচারগুলো কপিরাইট হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার এই পিকচারগুলো নিজ ফোনে তোলা এবং আমি নিজে এডিট করেছি এবং আপনারা সবাই দেখতে পারছেন যে ছবিতে ওয়াটার মার্ক দেওয়া রয়েছে। সে ওয়াটার মার্কগুলো আমার নিজ ফোনের ওয়াটার মার্ক।
IMG_20221211_151021.jpg

সব শেষে বলতে চাই সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমার কৃতকর্মের জন্য। আমি পরবর্তীতে আর কোন ভুল করবোনা ইনশাআল্লাহ। @sduttaskitchen দিদি আমাকে ক্ষমা করে দিবেন। এবং সবাই আমাকে ক্ষমা করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।

আসসালামু আলাইকুম

Sort:  
 2 years ago 

নিজের ভুল বুঝতে পারা এবং সেটা মেনে নিতে অনেক বড়ো মন ও সাহসিকতার প্রয়োজন। ভালো লাগলো কথা শুনে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন দেখে। আশাকরি ভবিষ্যতে নির্দেশিত পথ অবলম্বন করেই এখানে কাজ করবেন। অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবেন। ভালো থাকুন।

 2 years ago 

জি দিদি ধন্যবাদ আপনাকে ক্ষমা করে দেয়ার জন্য,, আমি আমার কাজের জন্য অনুতপ্ত,

দিদি সত্যি আপনার মত কোমল হৃদয়ের মানুষ আগে কোন দিন দেখিনি, এখন কার সময় আপনার মত সৎ মানুষ খুব কমই দেখা যায়, দিদি।

আমি অনেক খুশি হলাম যে আপনি আমাকে ক্ষমা করেছেন❤️❤️

আমি আমার ভুল শিকার করে ভবিষ্যতে সঠিভাবে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

 2 years ago 

মানুষ মাত্রই ভুল হয়, তবে আপনার মেনে নেওয়াটা আমাকে বেশ উৎসাহিত করলো। আশাকরি আগামী দিনে ভালো লেখার সাথে সঠিক নিয়ম পালন করবেন এবং যথাযোগ্য সমর্থন পাবেন।

 2 years ago 

জি ভাইয়া। আমি আমার কাজের জন্য অনুতপ্ত 😓

 2 years ago 

আপনি যে কাজটি করেছেন এটা সকলের পক্ষে করা সম্ভব নয়। আমরা সকলেই জীবনে কমবেশি ভুল করে থাকি, তবে তা স্বীকার করতে চাই না অনেকেই।
আগামীতে আপনি অবশ্যই সকল নিয়ম সঠিক ভাবে পালন করবেন।

 2 years ago 

জি দিদি

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 78475.32
ETH 1917.87
USDT 1.00
SBD 0.81