বর্ষণমুখর একটি দিন।

in Incredible Indialast year

আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আসলে ভালো না বললেও চলে কদিন ধরে যে অবস্থা চলছে আকাশের তা বলে বুঝে প্রকাশ করতে পারবো না।

আমাদের এই বগুড়া শহরে একটানা ৪-৫ দিন বৃষ্টির হচ্ছে বাসা থেকে কোথাও বের হতে পারছে না কিছু করতেও পারছিনা মনে হচ্ছে একদম একঘেয়েমি হয়ে গিয়েছে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি সোফার রুমে বসে বেড়াচ্ছি আমি আর নানু মিলে গল্প গুজব করেই সময় কাটানোর চেষ্টা করছি।

dark-1850684_1280.jpgsource

এরকম একটানা ৪-৫ দিন ধরে বৃষ্টি হচ্ছে বা এর চেয়েও বেশি বৃষ্টি হচ্ছে এরকমটা শুধু বগুড়াতেই না বগুড়ার আশেপাশে জেলা জয়পুরহাট সিরাজগঞ্জ এবং রংপুর গাইবান্ধা আরো ইত্যাদি ইত্যাদি জেলায় একসঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যতরকম সংবাদ দেখলাম তাতে বুঝতে পারলাম এক প্রকার সারা দেশেই বৃষ্টি হচ্ছে।

সকাল থেকে প্রচুর বৃষ্টি থাকার ফলে বৃষ্টির মধ্যেই মামা গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছিল বগুড়ায় আসায় মামাতো ভাই বগুড়াতেই আছে এসএসসি রেজাল্ট এর পর বগুড়াতে কলেজ চান্স পেয়েছে আমরা দুই ভাই একসাথেই বাসায় আছি।

এত বৃষ্টি থাকার ফলে বাসা থেকে বের হওয়া এক প্রকার দুঃসাহসের ব্যাপার আমি নানু ও মামাতো ভাই মিলেই বাসায় গল্প গুজব করে সময় কাটাচ্ছি এই বৃষ্টির মধ্যে মামা সকালবেলা রওনা দিয়েছে বগুড়ায় আসার জন্য আজকে আসার মূল কারণ ছিল মামাতো ভাইকে কলেজে ভর্তি করানো।

PXL_20230617_095758572.jpg

🌧️বৃষ্টি আসার পূর্বাভাস🌧️

মামা গাড়িতে করে বগুড়ায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায় বাসায় এসে খাওয়াদাওয়া না করেই আমি মামা, মামাতো ভাই বেরিয়ে পরি কলেজ এর উদ্দেশে বৃষ্টির ভেতর হালকা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এবং ধীরগতিতে অটো রিক্সা চলছে এইভাবে আমরা কলেজে পৌঁছায় কলেজে যে অধ্যাপক স্যার না থাকায় আমাদের এক ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং স্যার বাসা থেকে এসে ভাইয়ার ভর্তি বিষয়ে কথাবার্তা হয়ে ভর্তি করিয়ে দিয়ে চলে আসি।

বর্তমানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে বাসা থেকে বের হওয়া একদমই মুশকিল হয়ে যাচ্ছে এবং বৃষ্টি হওয়ার ফলে তরকারি সবজি উৎপাদন কমে যাচ্ছে এবং এই কারণে বাজারে সবজি এবং বিভিন্ন তয় তরকারির দাম আরো বেড়ে যাচ্ছে সবশেষে এই ভাবেই আজকের বর্ষণমুখর একটি দিন বিভিন্ন কাজের মাধ্যমে শেষ করি।


আজকের মত এখানেই সমাপ্তি করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :Pixabay

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuospHPn4c9hZsr4wUdFhjo8vMdqywRnrf3mAmE6S8fLv8ANpJYDifkcWrwxP2qczSztYEpBCucurmnHZfu...DzWzdwxV2KqR1HFE1BpkBVQmdKQTMtnmhpK3UzqwU1E1k28WCPyyY3RXo6tF8UdbEah2ErLNLZYTsE6D8KhdGrkUcqgdcWr124SJCQFiA3WEV5VuQcPgfL62yU.png

Sort:  
 last year 

আমাদের এখানেও একটা না পাঁচ সাতদিন বৃষ্টি হওয়ার পর আজ দুদিন হয় রোদ উঠছে।। যে কয় দিন বৃষ্টি কি যে একটা অবস্থায় ছিলাম সেটা আমি একটা পোস্টের মাধ্যমে বলেছি।। জীবনটা অতিষ্ঠ করে দিয়েছিল বৃষ্টি।।

খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে খুব সুন্দর ভাবে আজকের পোস্টটি উপস্থাপন করেছেন।।

Loading...
 last year 

হ্যা, একদমই ঠিক বলেছেন,বৃস্টি অনেক টা
ছন্দছাড়া হয়ে গেছে।যখন তখন চলে আসে।
কোন সময়গময় নেই।তবে এই বর্ষনমূখর দিনের একটি আলাদা সৌন্দর্য রয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেয়ার জন্য

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

 last year 

আমাদের এখানে একটানা চার দিন বৃষ্টি হয়েছে চার দিন বৃষ্টি হওয়ার পর। বর্তমান সময়ের অবস্থা খুবই খারাপ। কেননা প্রচুর পরিমাণে গরম পড়তেছে। এই গরম পড়ার কারণে মানুষ বিভিন্ন অসুস্থ হয়ে যাচ্ছে। আমি নিজেও এই গরমের কারণে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। আমি মনে করি বৃষ্টির দিনে অনেক ভালো।

এটা সত্য যে বৃষ্টি হলে বাহিরে বের হওয়াটা খুব দুঃসাধ্যকর ব্যাপার হয়ে যায়। আপনার মামা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওনার আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে। আসলে বৃষ্টির দিনে গাড়ি আস্তে চালানো হয়,, এরপরে গাড়ি থেকে যখন নামা হয় তখন অন্য গাড়ি পাওয়াটা ও,,, দুঃসাধ্য করার ব্যাপার হয়ে যায়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, একটা বর্ষণমুখর দিনের গল্প এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91793.75
ETH 3121.53
USDT 1.00
SBD 3.17