Better life with steem || The Diary Game || 13th March 2024 || Wednesday

in Incredible India7 months ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব



Picsart_24-03-14_10-15-38-207.jpg
Edited by Picsart

  • ১৩ই মার্চ ২০২৪
  • রোজ বুধবার

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার সারাদিনের কার্যাবলী সমূহ আলোচনা করতে যাচ্ছি। এটি আমার প্রথম ডাইরি গেম। যে কোন প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


যেহেতু রমজান মাস চলছে তাই আমার দৈনিক রুটিন এর কিছুটা পরিবর্তন এসেছে। আজ ২য় রমজান। মোবাইল ফোনের এলার্মে ঘুম ভাঙলো ভোর ৪ টায়। ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে পরিবারের বাকি সদস্য দের সাথে বসে পড়লাম সেহরী খেতে। সেহরী খাওয়া শেষ করে ৫.১০ মিনিটে মসজিদে যাই জামাতের সহিত ফজরের নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজ শেষ করে বাসায় এসে আর একটু ঘুমাই।

ঘুম থেকে ৮.৩০মি. উঠে হাতমুখ ধুয়ে কোর্ট এ যাওয়ার জন্য রেডি হই। সকাল ৯ঃ০০ টার মধ্যে কোর্টে উপস্থিত হই। রমজান মাসের কারণে কোর্টের সময় পরিবর্তন হয়ে সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত করা হয়েছে। আমার ডাইরিতে আজ মামলা ছিল তিনটা। তিনটা মামলার পদক্ষেপ প্রস্তুত করি।

IMG_20240313_093413.jpg

তারপর পদক্ষেপগুলো কোর্টে জমা দিয়ে কোর্ট বসার জন্য অপেক্ষা করি। সকাল ১১ টায় কোর্ট বসে। এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা কোর্ট করি।

IMG_20240313_111531.jpg

তারপর আমার টেবিলে বসে কিছুক্ষণ ভাই ব্রাদারের সাথে গল্প করি। এরই মধ্যে যোহরের আযান শুনতে পাই। আযান শুনে কোর্টের মসজিদে চলে যাই নামাজ পড়তে।

নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হই। পথে একটা দোকানে দাঁড়িয়ে কিছু শুকনা বুন্দিয়া কিনে নেই, কারণ প্রতিদিন বুন্দিয়া কিনে পোষানো যাবে না। বর্তমানে জিনিসপত্রের যে দাম।

তারপর বাসায় এসে বুন্দিয়া ভেজানোর জন্য মিষ্টির শিরা তৈরি করি এবং সেই সিরাতে বুন্দিয়াগুলো ঢেলে দেই যাতে ভালো করে ভেজে।

IMG_20240313_142257.jpg

IMG_20240313_143654.jpg

ততক্ষণে বিকাল তিনটা বেজে গেছে। তিনটা থেকে ৫ টা পর্যন্ত কিছুক্ষণ ঘুমিয়ে নিই। পাঁচটার সময় ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে কিছুক্ষণ হাঁটাচলা করি। তারপর বাসায় এসে ইফতারের প্রস্তুতি গ্রহণ করি।

IMG_20240313_181626.jpg

আজকের ইফতারিতে খেয়েছি শরবত, খেজুর, বুট, মুড়ি, বুন্দিয়া, জিলাপি। ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়তে যাই মসজিদে যাই। নামাজ শেষ করে আবার বাসায় অল্প করে ভাত খেয়ে তারাবির নামাজ পড়তে মসজিদে চলে যাই।

তারাবি শেষ হয় ৯.১৫ মিনিটে। তারপর হাঁটতে হাঁটতে বাজার এ যাই। বাজারে এক কাপ চাঁ খেয়ে আবার বাসায় চলে আসি।

IMG_20240313_211001.jpg

তারপর রাতের খাবার খেয়ে ঠিক ১০.০০ টায় ডিস্কোর্ড এ Incredible India কমিউনিটির টিউটোরিয়াল ক্লাসে অংশগ্রহণ করি। প্রায় ১১.০০ টায় টিউটোরিয়াল ক্লাস শেষ হয়। টিউটোরিয়াল ক্লাস শেষ করে ঘুমানোর জন্য বিছানায় চলে যাই।

সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

সকালে ঘুম থেকে উঠে কোর্টে গিয়েছিলেন। আর তাছাড়া কোর্টের সময়সূচিতেও পরিবর্তন এনেছে তারপর মামলার পদক্ষেপ প্রস্তুত করেছিলেন। বিকালে নামাজ শেষ করে ইফতারির জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আজকের ইফতারিতে বেশ অনেক কিছু খেয়েছিলেন।
ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।।

Posted using SteemPro Mobile

Loading...
 7 months ago 

আপনি সকালে উঠে ফ্রেশ হয়ে চলে যান কোর্টে সেখানে আপনি কাজ করেন আর সেখানের কাজকর্ম গুলো করতে থাকেন ৷ তারপর একবারে ইফতারের সময় হলে ইফতার খেতে চলে যান ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

রমজানের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত তাদের নিয়ম মত যে টাইম সেটা পরিবর্তন করে দিয়েছে এতে রোজাদার ব্যক্তিদের জন্য অনেক ভালো হবে।
তাই আপনার কোর্টের নিয়ম পরিবর্তন করে দিয়েছে ওখানে কাজ শেষ করে বাসায় আসলাম ফেরার পথে বুন্দিয়া কিনে নিয়ে আসলেন।
এরপর এটাকে শিরায় ভিজিয়েছেন, এরপরে সন্ধ্যায় ইফতারির শেষে আবার চাও খেলেন সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে আপনার।।।

 7 months ago 

আজকে প্রথম আপনার পোস্ট আমার চোখে পড়লো, এবং আপনার ডায়েরি পড়ার মাধ্যমে এটা জানতে পারলাম যে আপনি কোটে কাজ করেন। ভালোই হলো এখন থেকে আইনি সহযোগিতা আপনার কাছে থেকে পাওয়া যাবে। আপনি সুন্দর ভাবেই আপনার দিনটি অতিবাহিত করেছেন। এভাবেই আমাদের সাথে থাকুন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

রমজান মাস প্রত্যেকটা জায়গায় কাজের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে, আপনাদের কোর্টে ও ঠিক তাই হয়েছিল। সমস্ত কাজ সম্পূর্ণ করে বাসায় আসার সময় শুকনো বুন্দিয়া কিনে নিয়ে এসেছেন।আসলে বর্তমান সময়ের প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বাড়তে শুরু করেছে। কোন কিছু কিনে খাওয়াটা ও মুশকিল হয়ে গেছে। ধন্যবাদ ব্যস্তময় দিনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56