RE: সৃষ্টিকর্তার ভ্যালেন্টাইন দিবস!Creator's Valentine's Day!
কিছু কিছু সময় এমন কিছু কথা আমাদের নিজের অজান্তে মনে চলে আসে যে কথার ভিত্তিতে আমরা খুঁজে পাই না কোন উত্তর খুঁজে পায় না কোন ভরসা চোখ দিয়ে চলে আসে শুধু অঝোরে পানি।
নিজের আপন জন মানুষ গুলো হারিয়ে যাওয়ার দুঃখ-বেদনা গুলো হয়তো বা আমি অনুভব করতে পারি এক সাথে অনেক মানুষ বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত থাকে এবং অন্যদিকে মানুষ কাঁদতে থাকে যার বাস্তবতার প্রমাণ আমি নিজেই।
তবুও সবকিছু মেনে নিয়ে চলতে হয় আমাদের এই পৃথিবীতে এবং সৃষ্টিকর্তা হয়তো বা যাদের কে অধিক ভাবে ভালোবাসে তাদেরকে আগে ডেকে নেন নিজের কাছে এই কথাটি আমারও মনে হয়।
নিজের আপন জন মানুষ গুলো হারিয়ে যাওয়ার কষ্ট গুলো অনুভব করতে পারছি কিন্তু আপনাকে ভরসা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই শুধু এতো টুকুই বলবো চিন্তা করবেন না।
যার চলে যাওয়ার সময় আসবে সে তো চলেই যাবে সে কখনো মাস বা দিন দেখে যায় না কারণ এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যু কখন হবে এটা মানুষের হাতে থাকে না এটা সৃষ্টিকর্তা ঠিক করে পাঠিয়েছে আমাদের এই পৃথিবীতে।
সেটা ভেবেই লেখার শীর্ষক বেঁচে নিয়েছি, কারণ আমার জীবন থেকে কাছের সমস্ত মানুষ সময়ের আগেই চলে গেছে না ফেরার দেশে।
জীবন থেকে সঞ্চিত বাস্তব অভিজ্ঞতা গুলোর মধ্যে তিক্ত অভিজ্ঞতার ওজন বৃদ্ধি পেলে সেই সময় বিস্বাদে ভরে ওঠে কণ্ঠ!
আমাদের সকলের জীবনের কিছু অধ্যায় থাকে যেগুলো যাদের সাথে ঘটে তারাই একমাত্র বুঝতে পারে সেগুলোর যন্ত্রণা কতখানি।
Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।