RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"
তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি হাজার প্রতিকূলতা সত্ত্বেও যখন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি, বাড়ির মানুষদের সঙ্গে হাজার মত বিরোধ হওয়া সত্ত্বেও যখন আমরা সেই বাড়িতেই থাকি, যখন পরিবারের সকলের সাথে আমাদের কমবেশি বিবাদ হলেও পরিবারকে ছেড়ে কোথাও চলে যাই না, তাহলে সেই একই জিনিস কেন এই কমিউনিটির ক্ষেত্রেও প্রযোজ্য হয় না?
অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন। আপনি একদম ঠিক কথা বলেছেন হাজার সমস্যার পরেও আমরা আমাদের পরিবারে থেকে যাই। তাহলে কেনো আমাদের এই পরিবারে আমরা এংগেজমেন্ট বৃদ্ধি করতে পারবো না। আসলে হয়তোবা নিজের জায়গা থেকে বলতে হলে বাহিরে থাকি। সব সময় সময় হয়ে ওঠে না। তবুও চেষ্টা করে যায় নিজের এংগেজমেন্ট কিছুটা বৃদ্ধি করার জন্য। এবং যখনই সময় ফ্রি থাকি তখন নিজের এংগেজমেন্ট বৃদ্ধি করার জন্য লেগে যায়। যাহোক আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে নিজের মধ্য। এবং চেষ্টা করব আগামীতে আরো ভালো করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রিপোর্ট শেয়ার করার জন্য।