You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of November #1| Definition of a great leader!

in Incredible India11 hours ago

সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য প্রাণ ভরা শুভকামনা ও অভিনন্দন রইল। আপনি এই প্রতিযোগিতার সব প্রশ্নের উত্তর অনেক সুন্দর ভাবে দিয়েছেন। এটা একদমই ঠিক কথা একজন সঠিক নেতা সকলের পরামর্শ অনুযায়ী চলে। তার পাশাপাশি একবার হেরে গেলে সে অবশ্যই দ্বিতীয়বার চেষ্টা করবে এবং ধৈর্য থাকা অবশ্যই অনেক প্রয়োজন আছে কারণ ধৈর্য না থাকলে মানুষের মন কখনো জয় করতে পারে না।

Sort:  
 9 hours ago 

নেতার মধ্যে কিছু গুণাবলি অবশ্যই থাকা জরুরি । সেগুলোর মধ্যে ধৈর্য্য অন্যতম। ধৈর্য্য ধরে নেতা তার দলকে পরিচাল করলে অবশ্যই সফলতা পাবে তবে অধিকাংশ সাধারণ মানুষ সেটা পারে না। আর এখানে একজন প্রকৃত নেতা ও সাধারণ মানুষের পার্থক্য। আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন, ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90661.84
ETH 3146.93
USDT 1.00
SBD 2.98