You are viewing a single comment's thread from:

RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT " (16 th june to 22 june)

in Incredible India8 months ago

আসলে এই সপ্তাহে যেহেতু ঈদের সময় ছিলো তাই অনেক মানুষের অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে তার জন্য হয়তোবা এনগেজমেন্ট অনেক কম ছিলো। কিন্তু নিজের ব্যক্তিগত ভাবে বলতে চাই আমি কোন ঈদের সমস্যা ছিলাম না নিজের ব্যক্তিগত ভাবে অসুস্থ থাকার কারণে আমার এই সপ্তাহের এংগেজমেন্ট অনেকটা খারাপ ছিলো ইনশাল্লাহ পরবর্তীতে এংগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করব।

এবং অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি এংগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য বরাবরের মতো। আপনার জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।

Sort:  
 7 months ago 

হ্যাঁ আমারও তেমনটাই ধারনা। তবে এই সপ্তাহে আশাকরি সকলে গত সপ্তাহের থেকে নিজেদের কার্যক্রম অনেকটাই উন্নত করবেন। কারন ঈদের অনুষ্ঠান ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, সকলেই নিজেদের কর্মজীবনে ফিরেছেন, তাই এই প্ল্যাটফর্মেও সকলে নিশ্চয়ই সঠিক পরিশ্রম দেবেন। বিদেশে থাকাকালীন কোনো উৎসবের আনন্দই ততখানি অনুভূত হয়না যতটা দেশে থাকলে হয়। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96056.01
ETH 2617.59
USDT 1.00
SBD 2.60