You are viewing a single comment's thread from:

RE: শহরে গরমের আবহাওয়া

in Incredible India8 months ago

আজকে আপনার পোস্ট পড়ে নিজের মনটা ছুয়ে গেলো আসলে আপনি আপনার পোষ্টের মাধ্যমে যে কথাগুলো উল্লেখ করেছেন আপনার সাথে আমি সহমত আমরা আজ আমাদের পরিবেশ নিজের হাতে নিজেরাই নষ্ট করছি শহরে গাছ পালা খুবই কম দেখা যায় শুধু ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের কলকারখানা দেখতে পাই কিন্তু আমাদের গ্রামে গাছপালা আমরা দেখতে পাই যার জন্য আমাদের আবহাওয়া এবং পরিবেশ অনেক ভালো থাকে। সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

Sort:  

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য,, এই গরমের দিনে সবাইকে সচেতন থাকতে হবে। এবং বেশি করে পানি পান করতে হবে তা না হলে শরীর অসুস্থ হয়ে পড়বে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 97835.70
ETH 3622.57
USDT 1.00
SBD 3.25