Incredible India monthly contest of February#3 by @tanay123 | Photography Lover.
বিসমিল্লাহির রহমানির রহিম,,, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,,, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন,,, আমি আজ আপনাদের মাঝে আমাদের Incredible India কমিউনিটিতে,,, মডারেটর @tanay123 ভাইয়ের আইডি দ্বারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি,,, তিনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে এই সুন্দর প্রতিযোগিতার আয়োজন রেখেছেন।
এই প্রতিযোগিতা চলছে ফটোগ্রাফি নিয়ে,,, এবং আমি আশা করি আমার ধারণা করা ফটোগ্রাফি গুলো শেয়ার করে,,, এই সুন্দর প্রতিযোগিতায় সুন্দর ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি,,, তাহলে দেরি না করে চলুন মূল কথায় চলে যাওয়া যায়।
✅Do you like photography? Do you think photography requires patience and creativity?
আমি আসলে ফটোগ্রাফি ধারণ করতে অনেক পছন্দ করি,,, কিন্তু হয়তো বা একজন দক্ষতা ফটোগ্রাফার এর মতো ফটোগ্রাফি করতে পারি না,,, তবে আমি আমার জায়গা থেকে আমার ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি।
এবং আমি বেশি প্রাকৃতিক দৃশ্য নিজের মোবাইলে বন্দী করতে পছন্দ করি,,, তার পাশাপাশি নিজের ছোট ছোট মুহূর্ত গুলো মোবাইলে স্মৃতি হিসেবে রাখতে পছন্দ করি,,, একজন ভালো দক্ষতা ফটোগ্রাফার তার নিজের যোগ্যতা দেখাই তার ছবির মাধ্যমে,,, কারণ ফটোগ্রাফির যে দক্ষতা এটি সবার মধ্যে থাকে না।
ফটোগ্রাফি ধারণ করতে হলে তার ব্যাকগ্রাউন্ড এবং তার সঠিক আলোর ব্যবধান গুলো,,, একজন দক্ষতা ফটোগ্রাফার বুঝতে পারে,,, তবে আমি প্রাকৃতিক দৃশ্য গুলো নিজের কাছে মোবাইলে বন্দী করতে অনেক পছন্দ করি,,, এটাই আমার কাছে ভালো লাগা এবং আমি ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্য বা কোনো সুন্দর মুহূর্ত ধারণ করে রাখতে চাই।
একজন ফটোগ্রাফার এর মধ্য ধৈর্য এবং সৃজনশীলতার প্রয়োজন আছে।
কারণ ফটোগ্রাফি শুধু মাত্র মোবাইল বা ক্যামেরা টিপে দেওয়ার কাজ না বরং এটি সঠিক সময় ব্যবহারের একটি শিল্প,,, প্রকৃতির বিভিন্ন ধরনের মুহূর্ত ধরে রাখার জন্য কখনো কখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়,,, এবং আমার যখন স্টুডিও ফটোগ্রাফি করতে যায়,,, তখন তাদেরও ধৈর্য ধরে বিষয় বস্তুর সঠিক অবস্থান ও পরিবেশ তৈরি করতে হয়।
এবং সৃজনশীলতা একজন দক্ষতা ফটোগ্রাফার এর মধ্যে আছে বলে,,, সে বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ভাবে আমাদের মাঝে তুলে ধরে,,, কারণ আমাদের চোখের সামনে অনেক ধরনের ছবি চলে আসে,,, কোন কোন ছবি একই ধরনের হয়ে থাকে কিন্তু আমরা দেখতে পাই ভিন্নতা,,, যেগুলো একজন ফটোগ্রাফার এর মধ্য সৃজনশীলতা আছে বলে করতে পারে,,, কারন সে সঠিক আলো সঠিক সময় নির্ধারণ করতে পারে।
✅Share three of your favorite photography that you have taken yourself and do you have any feelings attached to these photography?
আমার প্রিয় তিনটি ছবি আমি এখানে শেয়ার করছি,,, এবং এই ছবির সাথে আমার কিছু অনুভূতি জড়িয়ে আছে,,, অনুভূতি বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের জায়গা থেকে আসে,,, কারোর অনুভূতি হতে পারে কারো সাথে ভালো ভাবে সময় কাটাতে পেরে,,, কারণ অনুভূতি হয়ে থাকে কোন একটি বিশেষ জায়গায় ঘুরতে গিয়ে,,, যেহেতু এখানে নিজের ধারণ করা কিছু ছবি লাগবে,,, এবং আমি সেই ভাবে কোথাও এখনে ঘুরতে যেতে পারি নাই,,, তবে আমার কিছু অনুভূতি আছে,,, যে গুলো প্রথম করার জন্য মনের মধ্যে ভয় ও অনুভূতি তৈরি হয়েছিল।
নিচের এই ছবি গুলো আগে এই কমিউনিটিতে ব্যবহার করা হয়েছে। এটি আমার সঠিক মনে নাই।
আমার প্রথম ছবি এই ছবিটি ধারণ করা হয়েছে প্রায় এক বছর আগে,,, জায়গাটি ছিলো মালয়েশিয়া শাহ আলম নামের একটি জায়গা,,, আমার লাইফে আমি প্রথম যখন ফিঙ্গার দিতে গিয়েছিলাম,,, তার কিছু অনুভূতি ও অভিজ্ঞতা এখানে জড়িয়ে আছে,,, প্রথম বার মালয়েশিয়াতে সরকারি ভাবে কাগজ পাবো,,, এই যে একটি অনুভূতি ছিলো নিজের মনে সেটা বলে বোঝানো যাবে না।
আমার দ্বিতীয় ছবি আমি যখন প্রথম মেডিকেল করতে গিয়েছিলাম,,, তখন মনের মধ্য একটু একটু ভয় কাজ করছিল,,, কারণ নিজের শরীরের মধ্যে কোন রোগ আছে কি না এটাই ভয় লাগার কাজ ছিলো,,, এবং সাথে ছিলো আমার আরও দুটি ভাই তারা আমাকে সাহস দিয়েছিল,,, এবং নিজের মনে অন্যরকম একটি ভয় ভয়ের অনুভূতি ছিলো।
এবং আমার শেষ ছবি ও তৃতীয় ছবি এই ছবিটি ধারণ করা হয়েছিল,,, আমার বড় ভাই যখন বাংলাদেশ থেকে আমার কাছে আসে,,, তখন আমরা চারটি ভাই এক জায়গায় ছিলাম,,, এবং পড়ন্ত বিকালে আমরা চার ভাই একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম,,, এবং পার্কে থেকে যখন ঘুরেফিরে চলে আসি,,, তখন একটি ইন্দোনেশিয়া আমাদের সাথে যোগ হয়,,, তাদের সাথে কিছুটা সময় পার করার একটি আনন্দর অনুভূতি ছিলো নিজের মনে।
জীবনে সব সময় আমরা সুন্দর অনুভূতি বা খারাপ অনুভূতি নিজের মনে রাখি,,, কিন্তু এই গুলো স্মরণ করিয়ে দেয় আমাদের ফটোগ্রাফির মাধ্যমে,,, কারণ ছবির মধ্যে যে অনুভূতি গুলো আমরা খুঁজে পাই স্মৃতি হিসেবে,,, সেটা বলে বোঝানো যাবে না,,, যখন আপনারা নিজেরা পুরনো কিছু দেখবেন তখন সেই অনুভূতিটা অনুভব করতে পারবেন।
যাহোক বন্ধুরা আমি এই প্রতিযোগিতায় আমার তিন জন বন্ধুকে আমন্ত্রিত করতে চাই,,,, @wilmer1988 @dove11 @kouba01 তারা যেনো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,,, এবং তাদের মতামত শেয়ার করে এই প্রত্যাশা রাখি।
আমি জানি না এই প্রতিযোগিতায় আমি সুন্দর ভাবে উত্তর দিতে পেরেছি কি না,,, তবে আমি আশা করি সুন্দর করে উত্তর দিতে পেরেছি,,,, সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।
https://x.com/MDbayez29442036/status/1892367039311782180?t=jmIULhDMSej8GAnVkzSEqA&s=19
আবারো নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আসলে শুধুমাত্র মোবাইল ধরতে পারলেই ক্যামেরাম্যান হয়ে যায় না একটা ছবি তোলা হচ্ছে শিল্প আপনি সেই শিল্পটাকে যত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবেন আপনার ছবির মাধ্যমে আপনার ছবির কোয়ালিটি কতটাই ভালো হবে।
একটা ছবি তোলার জন্য প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন প্রথম অবস্থায় আমরা যখন মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাই তখন অনেক ধরনের সমস্যা দেখা দেয় কখনো জুম হয়ে যায় কখনো জুম ইন হয়ে যায় যেটা দেখে বিশেষ করে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আমি অনেক সময় বিরক্ত হয়ে যায় ছবি তুলতে গেলে।
পরবর্তী সময়ে আবারো ধৈর্য ধরে ছবি তোলার চেষ্টা করি কারণ ছবির মধ্যেও প্রাণ আছে ছবি কথা বলে আজকে আপনি প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
দারুন মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,,, আসলে ফটোগ্রাফি ধারণ করতে হলে ধৈর্যের প্রয়োজন অনেক আছে, আপনি যেগুলো মন্তব্যের মাধ্যমে উল্লেখ করেছেন একদম রাইট কথা,,, এবং আমার কাছে মনে হয় মোবাইল ধরতে পারলেই আসলে ফটোগ্রাফার হওয়া যায় না,,, কারণ বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের প্রত্যেকটি মানুষের কাছে আছে,,, তবে সবাই ধৈর্য ধরে এবং অনেক সুন্দর ছবি তুলতে পারে না। আপনার এই সুন্দর মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আামাদের মাঝে শেয়ার করার জন্য। ছবি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। পারসোনালি আমার কাছে প্রথম ছবিটা কেন জানি না ভালো লেগেছে। এছাড়াও আপনার বন্ধুূদের সাথে তোলা ছবিগুলো বেশ ভালো হয়েছে।
ভালো লাগলো ছবি গুলো দেখে। ভালো থাকবেন দাদা আপনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য।