Incredible India monthly contest of February #2 by @isha.ish|All about Love

in Incredible Indiayesterday

Incredible India কমিউনিটিতে আপনি ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন আমাদের মাঝে। এবং আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। আমি আশা করব আপনার এই প্রতিযোগিতার সব গুলো উত্তর সুন্দর করে দেওয়ার জন্য। ভালোবাসার বিষয় খুব বেশি নিজের অভিজ্ঞতা না থাকলেও চেষ্টা করব সুন্দর করে উত্তর গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

এবং এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিন জন বন্ধুকে আমন্ত্রিত জানাতে চাই। @tanay123 @samima1 @rasel72 আমি আশা করি এই সুন্দর প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে।

  • তাহলে দেরি না করে আমরা মূল কথায় চলে যাই এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে সকল প্রশ্ন গুলো রাখা হয়েছে নিচে আমি উত্তর দেয়ার চেষ্টা করছি।

1000059211.jpgPexels:

What is love? The significance of Valentine's day to you ?

1000016983.png

ভালোবাসা আমার কাছে এক ধরনের অনুভূতি যে অনুভূতি নিজের মন থেকে অনুভব করতে হয়। ভালোবাসা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না। ভালোবাসা নিজের মন থেকে বুঝতে হয় এবং অন্যকে বোঝাতে হয়।ভালোবাসা টাকা বা পয়সা দিয়ে উপার্জন করা যায় না।ভালোবাসা আসে মানুষের ব্যবহারে এবং ভালোবাসা অনুভব মানুষের হৃদয় দিয়ে হয়ে থাকে। যে কোনো একটি মানুষের হৃদয়ে যদি অন্য মানুষের প্রতি বিশ্বাস থাকে তাহলে তার জন্য সব কিছু করতে পারে। এবং একটি মানুষের সাথে চলতে চলতে মায়ায় পড়ে যায়। এমনকি ভালোবাসা ত্যাগ নিঃস্বার্থ দিয়ে অনুভব করতে হয়।

এবং ভালোবাসার মধ্যেও সব চেয়ে বড়ো জিনিসটা হলো বিশ্বাস। যাদের মধ্যে বিশ্বাস থাকে না তাদের মধ্যে কখনো ভালোবাসা থাকে না। বিশ্বাসটা ভালোবাসার মধ্য অনেক বড় ভূমিকা পালন করে। একে অপরের মধ্য বিশ্বাস নিয়ে আসাটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময়ে কাউকে বিশ্বাস করাটা অনেক কষ্টকর। তবে ভালোবাসা বলতে আমার কাছে বিশ্বাস এবং নিঃস্বার্থ ভাবে ত্যাগ স্বীকার এবং একজন মানুষকে আর একজন সম্মান করবে এটাকে মনে হয়।

আমার কাছে ভালোবাসা দিবসের তাৎপর্য কি বলতে গেলে।

ভালোবাসা যে কোন মানুষের প্রতি চলে আসতে পারে।ভালোবাসা নিজের বাবা-মায়ের প্রতি আসতে পারে। ভালোবাসা নিজের স্ত্রী সন্তানের প্রতি আসতে পারে। ভালোবাসা ভাই-বোনদের প্রতি আসতে পারে। এবং আরো আশে পাশে নিজের প্রিয় জন মানুষদের প্রতিও ভালোবাসা আসতে পারে। এমনকি নিজের প্রতিও নিজের ভালোবাসা হতে পারে। কিন্তু বর্তমান সময়ে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটি অনেক ভাবে উদযাপন করে থাকে। যেটা আমার কাছে একদম পছন্দ নয়।

কারণ আমরা কিন্তু আমাদের বাবা মাকে কম ভালোবাসি না। যে দিন Mother's Day বা Father's Day আসবে সেই দিনটি ভালোবাসা প্রকাশ করতে হবে এটা কেমন ভালোবাসা। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটাকে অনেক আনন্দের সাথে উদযাপন করতে হবে। বা নিজের প্রিয় মানুষটির সাথে এই দিনটা সময় দিতে হবে এটা কেমন ভালোবাসা। ভালোবাসা প্রকাশ করার জন্য কোন দিন লাগে না। যাকে আমরা ভালোবাসি তার কাছে নিজের মনের কথা প্রকাশ করার জন্য কোনো সময় লাগে না।

ভালোবাসা সব সময় প্রকাশ করা যায়। যদি ভালোবাসা কথা গুলো সব সময় নিজের প্রিয় মানুষটির সাথে প্রকাশ করা যায়। তাহলে ভালোবাসা দিবসের দিনটি এতো উদযাপন করে পালন করার কি আছে। শুধু একটি দিন নিজের প্রিয় মানুষের সাথে সময় দিয়ে এটাকে ভালোবাসা বলে। আমার তো মনে হয় না কারণ ভালোবাসার মানুষটির জন্য সব সময় নিজের মন থেকে সময় চলে আসে।

এক সাথে ঘুরতে যাওয়া ভালোবাসা দিবস টি পালন করে ঘুরে বেড়ানো এটা কে ভালোবাসা বলে না। ভালোবাসা বাড়াতে হলে নিজের প্রিয় মানুষটির সাথে সব সময় সময় দিতে হবে। মন চাইলে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে তার জন্য কখনো সময় বা দিন ঠিক করা লাগে না।

1000059212.jpg Pexels:

Do you think problems that cannot be solved by fighting can be solved by love?Tell us your opinion.

1000016983.png

জি আমি এটা বিশ্বাস করি যে যুদ্ধ করে যে সমস্যা গুলো সমাধান করা যায় না। কিছু কিছু সময় ভালোবাসা দিয়ে সেই সমস্যা গুলো সমাধান করা যায়। কারণ ভালোবাসার মধ্যেও ত্যাগ এবং নিঃস্বার্থ থাকে। তাই যে কোনো সমস্যা গুলো আমরা সমাধান করতে পারি ভালোবাসা দিয়ে। একটি মানুষ যদি শরীরের বল দেখায়। হয়তো বা অন্য সাইডের মানুষটির ও শরীরের বল কম থাকে না। যখন নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি করবে তখন তাদের আত্মিক দিক থেকেও সমস্যায় পড়বে। এবং তাদের সমস্যা গুলো দিন দিন অধিক ভাবে বাড়তে থাকবে।

ছোট্ট একটি উদাহরণ।

আমরা অনেক বাড়ি ভাই বোনের মধ্যে সমস্যা দেখতে পাই। এবং এই সমস্যা গুলো দেখা দেয় জমি জায়গা নিয়ে। অনেক সময় দেখা যায় পিতার জমি কোনো ছেলে বেশি নিয়েছে তো অন্য ছেলে কম। যদি তাদের মধ্যে ভালোবাসা থাকে এবং কোনো একটি ভাই ত্যাগ করে তাকে খুশি মনে কিছু দেয়। তখন কিন্তু সেই সমস্যাটি অনেক সহজ ভাবে সমাধান হয়ে যায়।

এবং যখন কোন ভাই ত্যাগ করতে চায় না তখন তারা ঝামেলা সৃষ্টি করে। এই সমস্যার মধ্যে হয়তোবা কোনো ভাইয়ের শরীরে আঘাত লাগে। বাহ অনেক সময় গ্রামের মানুষ ডেকে নিয়ে এসে শালিশ করে। তখন একটি সময় দেখা যায় তাদের কে টাকা-পয়সা সেখানে খরচ হয়ে যায়। কিন্তু যখনই তারা নিজেদের মধ্যে ভালোবাসার মধ্য এসে। সেই সমস্যা সমাধান করে তখন হয়তোবা কোন ভাই একটু অল্প পায় তো কোন ভাই একটু বেশি পাই।এটা কে নিঃস্বার্থ ভাবে ত্যাগ বললে ভুল হবে না। তাই যাদের মধ্যে নিঃস্বার্থ ভাবে ত্যাগ করার ধৈর্য ক্ষমতা আছে। তারাই শুধু পারে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে। এবং আমার মনে হয় এটাকে বলা যেতে পারে ভালোবাসা দিয়ে জয় করা।

1000059213.jpg Pexels:

Who is the closest and most loved person in your life? Share your bonding with them.

1000016983.png

মানুষ হয়ে জন্ম গ্রহণ করেছি সুন্দর একটি মন আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেও আছে। এবং এই মনের মধ্য কোন না কোন মানুষ অবশ্যই আমাদের বসে আছে। তাকে আমরা সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষ বলে থাকি। এবং মানুষ আমরা যেমন সমান নাই। ঠিক তেমনি মানুষের পছন্দ এবং প্রিয় মানুষটিও ভিন্ন থাকে।

তবে আমার প্রিয় মানুষটি বলতে হলে আমার মা ছিলো। যে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। মায়ের মতো প্রিয় মানুষ আমি আর কাউকে খুঁজে পাইনি। কারণ আমি আমার মায়ের সাথে সব কিছু শেয়ার করেছি। সে আমার সুখ এবং দুঃখে সব সময় পাশে ছিলো। এবং তার সাপোর্ট আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিলো। হয়তোবা জীবনটা এখন এলোমেলো হয়ে গিয়েছে মাকে হারানোর পরে। তবে মায়ের মতো প্রিয় জন মানুষ হতে পারে বলে আমার মনে হয় না।

1000016983.png

যাই হোক বন্ধুরা এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি চেষ্টা করেছি সব গুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জানিনা কতটুকু পেরেছি তবে আমি আমার মনের ভাবনা চিন্তা গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করব আপনাদের সবার কাছে ভালো লাগবে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

1000016982.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

আপনার লেখা সত্যিই চমৎকার হয়েছে ভাইয়া। ভালোবাসার গভীরতা বিশ্বাস ত্যাগ এবং সম্পর্কের মূল্য আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই, এটি প্রতিদিনের অনুভূতি হওয়া উচিত এই কথাটি সত্যি হৃদয় ছুয়ে গেল। পাশাপাশি ভালোবাসা দিয়ে সমস্যা সমাধানের যে দৃষ্টান্ত আপনি তুলে ধরেছেন তা বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মায়ের প্রতি ভালোবাসার অংশটি ও আবেগময় ও স্পর্শকাতর।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Loading...
 10 hours ago 

ভালোবাসা দিবস নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং চমৎকারভাবে তার উত্তর গুলো আমাদের সাথে শেয়ার করেছেন যেগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আসলে ভালোবাসা প্রকাশ করার কোন দিনক্ষণ ঠিক করতে হয় না যে কোন মুহূর্তে যে কোন মানুষের সাথে সেটা প্রকাশ করার বা তার মনের প্রতি আমাদের অনুভূতি সৃষ্টি হয়ে যায়।

আমার কাছে মনে হয় আমাদের ভাই বোন কিংবা আত্মীয় স্বজনের মধ্যে যদি কোন সমস্যা দেখা দেয় সেটা তৃতীয় ব্যক্তির কান পর্যন্ত না পৌঁছানো অনেক বেশি প্রয়োজন আপনি ঠিকই বলেছেন সালিশের মাধ্যমে কেউ সেটাকে সমাধান করার চেষ্টা করে তবে আমি মনে করি সালিশ না দেখে নিজেদের ভালোবাসা মাধ্যমে সেটা সম্পূর্ণ করা অনেক বেশি উত্তম অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দেয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97417.19
ETH 2673.02
USDT 1.00
SBD 4.49