Incredible India monthly contest of February #1|Things we should maintain to boost moral values!
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে আমাদের Incredible India কমিউনিটিতে @meraindia আইডি থেকে। যে প্রতিযোগিতার আয়োজন চলছে সেখানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। এবং আমি চেষ্টা করব আপনাদের মাঝে এই সুন্দর প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
এবং আমাদের Incredible India কমিউনিটিতে এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আমার কিছু বন্ধুদের আমন্ত্রিত করতে চাই। @jenniferm @dilialy @willeusz আমি আশা করব তারা এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের মতামত শেয়ার করবে।
যাহোক বন্ধুরা দেরি না করে তাহলে মূল কথায় চলে যাওয়া যাক এবং চেষ্টা করি এই সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার।
✅Principals that we should maintain to enhance ourselves.
আমার মনে হয় আমাদের যদি নিজেদের উন্নত করতে হয়। তাহলে আমাদের সর্ব প্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের মধ্যেও সৎ নীতি নিয়ে আসতে হবে। অসৎ পথে সঙ্গী না দিয়ে সৎ পথে চলতে হবে। নিজে ভালো থাকলে পুরো জগৎ ভালো। তাই নিজের মধ্যে আগে নিজেকে পরিবর্তন নিয়ে আসা অনেক জরুরী।
নিজেদের উন্নত করার জন্য আরো কিছু কথা নিচে শেয়ার করছি।
১. আমাদের জীবন উন্নত করার জন্য আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। জীবনে উন্নত করার জন্য লক্ষ্য এবং পরিকল্পনার অনেক প্রয়োজন আছে। যে কোনো কাজ করার আগে নিজের মন থেকে পরিকল্পনা করে নিবেন। এবং সেই লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না দেখবেন একটি সময় সুন্দর কিছু পাবেন।
২. জীবনে উন্নত করার জন্য প্রতি দিন নিত্যনতুন কিছু শিখার অভ্যাস করুন। কারণ আমাদের জীবনে এমন কিছু ঘটনা বা এমন কিছু দৃশ্য আমরা দেখি। সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং নিত্যনতুন কিছু শেখার অভ্যাস আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে অনেক কিছু।
৩. জীবনে উন্নত করার জন্য আমাদের সময়ের মূল্য দিতে হবে। এবং সঠিক সময় সঠিক কাজ করতে হবে তবেই আমরা জীবনে উন্নত করতে পারব। কারন আমরা অনেককেই আছি সঠিক সময় সঠিক কাজটি করতে পারি না। এবং সময়ের মূল্য আমরা ঠিক ভাবে দিতে জানি না তাইতো আমাদের জীবন পিছিয়ে আছে।
৪. নিজের জীবনে উন্নত করতে হলে নিজের মাথা সব সময় ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় যে কোনো একটি কাজ করলে ভুল অনেক কম হয়। এবং যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটি মানুষের। তবেই আমাদের জীবনে আমরা সুন্দর কিছু আনতে পারব এবং জীবন উন্নত হবে।
৫ এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস জীবন উন্নত করার জন্য। যে জিনিসটা সব চেয়ে বেশি প্রয়োজন নিজের শারীরিক এবং মানসিক সুস্থতা থাকা। নিজের শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে যদি আমরা অসুস্থ থাকি। তাহলে আমাদের জীবন কখনো উন্নত করতে পারবোনা। কারণ যে কোন কিছুতে আমাদের মন বসবে না। তাই আমাদের সব সময় নিজের শারীরিক ও মানসিক শান্তির অনেক প্রয়োজন আছে।
![]() |
---|
✅Which things help us to boost our moral values?
একজন মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি হয় তার নিজের পরিবার থেকে। ছোট্টবেলা থেকে আমরা যে পরিবেশে বড় হয়েছি বা যেমন দেখেছি ঠিক তেমন টাই আমরা শিখেছি। সবার সাথে ভালো ব্যবহার বা সবাইকে নিয়ে এক সাথে চলা। এবং একে অপরের কাজে সহযোগিতা করা ইত্যাদি।
নৈতিক মূল্যবোধ তৈরীর কিছু মূল উদাহরণ।
১.সঠিক শিক্ষা ও জ্ঞান অর্জন করা একটি মানুষের মধ্য যখন অধিক ভাবে জ্ঞান অর্জন থাকে। তখন সে অনেক কিছু করতে পারে এবং অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।
২. নিজের পরিবারের কাছ থেকে ভালো কিছু শেখা । আমরা ছোট থেকে যখন অনেক ভালো কিছু দেখি। সেখান থেকে আমাদের মাথায় ভালো কিছুই আসে। তাই নিজের পরিবারের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করি।
৩. ভালো বন্ধু ও ভালো সমাজে চলাফেরা করা। আমরা যখন ভালো মানুষের সাথে চলাফেরা করি তখন আমাদের নৈতিক জীবনে অনেক প্রভাব পড়ে। এবং আমাদের চিন্তা ভাবনা গুলো অনেক সুন্দর হয়ে থাকে।
৪. গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক মূল্যবোধ তৈরি করে। আমাদের আশে পাশে অনেক অসহায় ব্যক্তি আছে। যাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের প্রত্যেকটি মানুষের। তারা ঠিক ভাবে হয়তো বা খাওয়া-দাওয়া করতে পারে না বা ভালো একটি জামা গায়ে দিতে পারে না। তাদের পাশে দাঁড়ানো সত্যি একটি মহান কাজ। আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
![]() |
---|
✅If you got an opportunity to change anything for society, what would you want to change?
যদি সমাজে উন্নতি করার জন্য আমি কখনো সুযোগ পেতাম । তাহলে সর্বপ্রথম আমি শিক্ষা প্রতিষ্ঠান গুলো উন্নত করার চেষ্টা করতাম। কারণ সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই দুটোর মধ্যে অনেক ফাঁক দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে সমান ভাবে সমান অধিকার দিয়ে লেখাপড়া করানো উচিত।
এবং সমাজে উন্নত করার জন্য সমান ভাবে ন্যায্য বিচারের অধিকার সবার আছে। ন্যায্য বিচারের অধিকার সবাইকে সমান ভাবে দেওয়ার চেষ্টা করতাম। তার পাশাপাশি নারী ও পুরুষ সবাইকে সমান অধিকার দিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিতাম। কারণ আমাদের সমাজে এখনো অনেক জায়গা আছে যেখানে নারীদের সমান অধিকার দেওয়া হয়নি।
এবং যুবসমাজ এক হয়ে কাজ করবে সমাজের জন্য এই অধিকারটি দেয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি কখনো সুযোগ পেতাম তাহলে যুবসমাজদের এক হয়ে কাজ করার সুযোগ করে দিতাম। কারণ তারা আগামী দিনের ভবিষ্যৎ তাই তারা নিজেদের মতো করে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। এবং সমাজে অনেক কিছু পরিবর্তন আনা আমাদের দায়িত্ব।
যাইহোক বন্ধুরা আরো অনেক কিছু আছে যে গুলো আমি পরিবর্তন করতে চাই। আমি আজকের মতো এখানে শেষ করছি। এবং জানি না আমি এই প্রতিযোগিতার উত্তর গুলো সঠিক ভাবে দিতে পেরেছি কি না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Un gusto saludarte amigo @baizid123 , agradecida por la invitación la concurso , me gusto machismo tu publicación en ella nos comentan sobre algunos consejos y principio que debemos tener para tratar de buscar la superación en todo aspectos , todo lo que redactar tiene muchísima importancia ya que debemos tener un bienestar físico y mental para lograr nuestros objetivos y metas . Te deseo éxitos en la dinámica del concurso .
নিজের মধ্যে উন্নত করার জন্য নিজের শারীরিক এবং মানসিক শান্তির অনেক প্রয়োজন আছে তাই আমাদের সব সময় নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। এবং আমি আশা করি এই সুন্দর প্রতিযোগিতায় আপনিও অংশগ্রহণ করে আপনার মতামত শেয়ার করবেন। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনার পোস্টটি খুবই চমৎকার এবং প্রেরাদায়ক। জীবনে উন্নতি এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখার জন্য যে প্রস্তাবগুলো আপনি দিয়েছেন তা সত্যিই গুরুত্বপূর্ণ। সঠিক শিক্ষা,ভালো পরিবেশ এবং সবার প্রতি সহানুভূতি প্রদর্শন আমাদের সমাজকে উন্নতি করতে পারে। সমাজে সমান অধিকার নারী পুরুষের সমান মর্যাদা এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি ও অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি যা বলেছেন তা যদি বাস্তবায়িত হয় তাহলে সমাজে অনেক পরিবর্তন আসবে। এই দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ খুবই প্রশংসনীয়।