প্রত্যেকটি মানুষের জীবনে একটি করে আশা থেকেই থাকে,,,
প্রত্যেকটি মানুষের জীবনে একটি করে আশা থেকেই থাকে,,, কারো আশা হতে পারে সে একটি ভালো চাকরি করবে,,, কারো আশা থাকতে পারে সে ভালো একটি গাড়ি কিনবে,,, অথবা কারো আশা থাকতে পারে সে সুন্দর একটি বাড়ি তৈরি করবে,,, আমাদের মধ্য ভিন্ন ধরনের আশা প্রত্যেকটি মানুষের মধ্য আছে।
কিন্তু এই আশা গুলো হয়তো বা কারোর দূরত্ব পূরণ হয়ে যায়,,, অথবা কারো আশা একটু দেরিতে পূরণ হয়,,, তবে কিছু কিছু মানুষ সেই আশা পূরণ না হওয়ার জন্য,,, অনেক মজা আমাদের সাথে নিয়ে থাকে,,, কিন্তু তারা হয়তো বা ভুলে যাই একটি সময় এই আশা টিও পূরণ হতে পারে,,, কারণ মানুষ চাইলে সব কিছু করতে পারে।
যে সকল মানুষ গুলো আশা তার স্বপ্ন পূরণ করতে পারে,,, তার সামনে অনেক মানুষ অনেক ভালো ভালো কথা বলে,,, কিন্তু যে সকল মানুষ গুলো দেরিতে তার স্বপ্ন পূরণ করতে পারে,,, তাদের শুনতে হয় বিভিন্ন ধরনের কথা যে গুলো তার আশে পাশের মানুষ করে থাকে,,, হয়তোবা সেই মানুষটি তার নিজের স্বপ্নটি নিজের কাছে রেখেছিল,,, কিন্তু যখন অন্য মানুষ তাকে নিয়ে মজা করে তখন তাকে অনেক খারাপ লাগে।
কিন্তু এই খারাপ লাগার অনুভব টি সব মানুষ বুঝতে পারে না,,, তারা অল্প সময়ের জন্য মানুষের আশা স্বপ্ন নিয়ে যে মজা করে থাকে,,, তারা হয়তো বা ক্ষণিকের জন্য অনেক শান্তি অনুভব করতে পারে,,, কিন্তু এই খারাপ লাগার কাজটি যে মানুষ টিকে নিয়ে করছে,,, সেই বুঝতে পারছে তার কতটা খারাপ লাগছে,,, কিন্তু এই খারাপ লাগার পরেও হয়তো বা সে কিছু বলতে পারছে না।
তবে আমার যেটা মনে হয় মানুষ যদি এক বার লেগে পড়ে থাকে,,, তাহলে তার এই ছোট ছোট স্বপ্ন গুলো ঠিক একদিন পূরণ হয়,,,, এবং সেই সময় যে সকল মানুষ গুলো আজ তাকে নিয়ে ঠাট্টা বা মজা করছে,,, তারা মাথা নিচু করে থাকবে,,, কেনো এই ভাবে মানুষ কে নিয়ে মজা করতে হবে,,, মজা করার জন্য আরও বিভিন্ন ধরনের পথ আছে,,, চাইলে সে গুলো ব্যবহার করতে পারি আমরা।
তার এই আশা স্বপ্ন নিয়ে মজা করার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না,,, তাকে সহযোগিতা করতে না পারলেও তার ভরসা ভেঙ্গে যায় এই মজার ছলে,,, যে মানুষটি স্বপ্ন আশা নিয়ে বেঁচে আছে,,, আপনার মজা করার জন্য হয়তো বা তার ভরসা নাও থাকতে পারে আর,,, কাউকে অল্প সময়ের জন্য ছোট করে বা মজা করে কোন লাভ আমরা পাই না,,, তবে যে মানুষটিকে আজ আমরা ছোট করে দেখছি তার সাথে,,, একটি সময় তার স্বপ্ন গুলো ভেঙ্গে যায় এই মজার ছলে।
আমাদের সমাজে এই ধরনের মানুষের অভাব নেই,,, তারা মানুষের ইমোশনাল নিয়ে খেলতে বেশি পছন্দ করে,,, কারণ এটা আমি আজ বাস্তবে একটি প্রমাণ পেয়েছি,,, যেটা দেখে আমার কাছে অনেক খারাপ লেগেছিল,,,তাই এই কথা গুলো মনের মধ্যে চলে এসেছে,,, আপনারা কেউ কাউকে কখনো ছোট করবেন না,,, বা কারো স্বপ্ন বা আশা নিয়ে মজা করবেন না,,, কারণ আপনার এই মজার কথা ভাবতে ভাবতে তার ভরসা উঠে যাবে তার স্বপ্নের উপর থেকে।
https://x.com/MDbayez29442036/status/1892956861327929436?t=A923Bo9_-B_Zu1iQJMsIMw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.