আজকে রান্নার সময় আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম নেওয়ার কিছু মুহূর্ত।

in Incredible India11 days ago

আজকে বিকালে রান্না করার সময় চলে আসে আইসক্রিম বিক্রি করার জন্য ‌। রান্না করতে করতে চলে গেলাম আইসক্রিম নিতে। সেই বিষয় নিয়ে আজকে পোস্ট সাজিয়েছি আপনাদের মাঝে। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে । এবং আমি আশা করি আপনারাও আমার মতো আইসক্রিম খেতে সবাই পছন্দ করেন। তাহলে শুরু করা যাক আজকের আইসক্রিম নেওয়ার মুহূর্ত।

1000046625.jpg

আপনারা সবাই জানেন আইসক্রিম আমি কতোটা পছন্দ করি। আমি কিন্তু প্রতি দিন একটি করে আইসক্রিম খেয়ে থাকি। কিন্তু প্রতি দিন তো আর আইসক্রিম খাওয়ার মুহূর্ত শেয়ার করা যায় না। যাইহোক রান্না করার সময় ভাবছিলাম আজকে কোন বিষয়ে নিয়ে লেখা যায়। তখন হঠাৎ করে আইসক্রিম নিয়ে আসার বাইকের শব্দ শুনতে পেলাম। এবং সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজ আইসক্রিম নেওয়ার মুহূর্ত শেয়ার করব।

1000046618.jpg

এমনিতে রান্না করছিলাম মুরগির মাংস এখন প্রায় প্রতি দিন আমার রান্না করতে হয়। প্রতি দিন রান্না করতে খুব বেশি ভালো লাগে না। তবুও কি করার খাওয়া-দাওয়া করতে গেলে রান্না তো করতে হবে। যাই হোক মোটামুটি রান্নার শেষের পথে আইসক্রিম নিয়ে আসে। যে ভাইটি আইসক্রিম নিয়ে আসে আমাদের এই প্রজেক্টে। এই ভাইটি পাকিস্তানি আমি আমার আগের আইসক্রিম খাওয়ার মুহূর্তেও কথাটি উল্লেখ করেছিলাম।

1000046619.jpg

সে আমাদের এখানে প্রতি দিন আসে এবং আমার রান্না ঘরের সামনে এসে দাঁড়াই। তাই বিশেষ করে সব সময় সে আমার চোখের সামনে থাকে। এবং প্রতি দিন তার কাছ থেকে আইসক্রিম নিয়ে থাকি। তাই তার সাথে একটি ভালো সম্পর্ক আছে। সত্য কথা বলতে আজকে আইসক্রিম খাওয়ার কোন ইচ্ছা আমার ছিলো না। কারণ কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। যেহেতু টাকা নেই বলে আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিলো না।

1000046615.jpg

1000046621.jpg

তবুও মোবাইল টি নিয়ে যখন তার এখানে আসি ছবি ধারণ করার জন্য। তখন সে আইসক্রিম নেওয়ার কথা বলে। কারণ সে জানে প্রতি দিন আমি তার কাছ থেকে আইসক্রিম নিয়ে থাকি। আমি তখন তাকে বললাম আমার কাছে আজ টাকা নেই। সে বলল সমস্যা নেই টাকা পরে দিলে হবে। আসলে সে আমাদের সাথে কিন্তু কথা বলে হিন্দি ভাষায়। আমি হিন্দি ভাষা মোটামুটি বুঝি কিন্তু ভালো ভাবে বলতে পারি না।

1000046616.jpg

যাইহোক সে আইসক্রিম বের করে আমার কাছে দিয়ে দিলো। আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা মনে থাকলে ও মুখে মুখে না বলতে হয়েছিল। এবং যেহেতু সে আইসক্রিম বের করে আমার কাছে দিচ্ছে তাহলে না বলে আর কি হবে। যাই হোক আইসক্রিমটি আমি হাতে নিয়েছিলাম এবং নেয়ার সময় একটি ছবি ধারণ করে রেখেছিলাম আইসক্রিম খেতে খেতে আমি রান্নার ওখানে আবারো চলে যাই গিয়ে আবারো রান্নার কাজ শুরু করি এবং টাকা পরে নিবে বলেছিল।

1000046614.jpg

1000046615.jpg

আসলে একটি মানুষের কাছ থেকে প্রতি দিন কোনো জিনিস নিলে তার সাথে পরিচিত হয়ে যায়। তাই সে আমাকে বাকি দিয়েছে অবশ্যই কাছে টাকা নেই বলতে আমি রান্না করছিলাম টাকা আছে রুমে। গতকাল আসলে টাকা টি আমি দিয়ে দেবো এবং রুমে যাওয়ার কোন ইচ্ছা ছিলো না। তাই আজ তার টাকা দিতে পারিনি অবশ্যই কাল আল্লাহ বাঁচিয়ে রাখলে টাকা দিয়ে দেবো‌। যাই হোক আইসক্রিম খেতে আমার অনেক ভালো লাগে। এবং এর কিছু মুহূর্ত বা অংশ আপনাদের মাঝে তুলতে পারলে আরো বেশি ভালো লাগে । সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 11 days ago 

আজকে আপনি রান্না করার মাঝে আইসক্রিম কিনে নিয়ে আসার গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আইসক্রিম খেতে ভালোবাসেন। আপনার মত আমিও আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি। আমি যখনই বাইরে বেরোই তখনই আইসক্রিম খেতে পছন্দ করি। এমনকি শীতকালে কোথাও বেরোলেও আমি আইসক্রিম ই খুজে বেড়াই। কোন অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম দিলে আমার তো খুবই আনন্দ হয়। সমস্ত রকম আইসক্রিম খেতে আমি খুব পছন্দ করি। তবে একজনের কাছ থেকে কোন জিনিস নিজের নিতে সেই লোকটা সত্যি পরিচিত হয়ে ওঠে। আইসক্রিম কিনে আপনি ঘরে গিয়ে টাকা দিতে পারেননি। আসলে পরিচিত হয়ে উঠলে মানুষ এই রকমই হয়। আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 6 days ago 

আপনার মন্তব্য পড়ে এটা বুঝতে পারলাম যে আপনি আইসক্রিম পাগল বললে ভুল হবে না। কারণ আপনি শীতকালে ও আইসক্রিম খোঁজেন। আইসক্রিম আমি তো অনেক পছন্দ করি তবে শীতকালে খোঁজা হয় না। যাই হোক আপনি কোথাও গেলে আইসক্রিম নিয়ে আসেন এটা জানতে পেরে ভালো লাগলো। এবং এটা একদম ঠিক কথা একটি মানুষের কাছ থেকে কিছু নিতে নিতে তার সাথে পরিচিত হয়ে যায়। যেমনটা আমার সাথেও হয়েছে। আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমি আনন্দিত শুভকামনা রইল আপনার জন্য।

 3 days ago 

আমি সাজেস্ট করব এ ধরনের আইসক্রিম খাওয়া আসলে ঠিক না কেননা এগুলো বিভিন্ন কেমিক্যাল দিয়েই তৈরি করা হয় এগুলো কোম্পানি থেকে কিনে নিয়ে আসে তারপর এরা বিক্রি করে অধিক লাভবান হয়।

গরমের সময় আইসক্রিম খেতে ভালই লাগে তবে এর পার্শ্বপ্রতিকরা আমাদের শরীরের মধ্যে রয়ে যায়।

 3 days ago 

আপনার পরামর্শ দেখে ভালো লাগলো কিন্তু ভাই আমরা অনেক সময় জেনেও অনেক কিছু ভুল করে থাকি ঠিক তেমনটাই এই আইসক্রিম। যাই হোক আইসক্রিম খেতে যারা পছন্দ করে তারা এটা দেখে না কোথা থেকে এসেছে এই আইসক্রিম । তবু আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ এবং চেষ্টা করব এবার থেকে এখান থেকে না খাওয়ার জন্য। ভালো এবং সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 97405.88
ETH 3349.98
USDT 1.00
SBD 3.18