আবেগ দিয়ে কখনো জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন।
বাস্তব জীবন এবং আবেগ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। বাস্তবতার কাছে সব সময় হেরে যাই আবেগ তাই আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আবেগে পড়ে আমরা অনেক কিছু বলে থাকি। কিন্তু বাস্তবে আমরা সেই কাজ গুলো কিন্তু করতে পারি না। এবং আবেগের বসে যদি কিছু করে বসি সেটাও হয়ে যায় ভুল। তাই বাস্তব জীবনে দাঁড়িয়ে আবেগের কোন মূল্য নেই।
আবেগে অনেক মানুষ কাছে আসে কিন্তু বাস্তবে তারা অনেক দূরে চলে যায়। মানুষ আবেগে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু বাস্তবে পরে খুঁজে পাওয়া যায় না। তাই বলবো আবেগ দিয়ে কখনো জীবন চলে না। বাস্তবতা অনেক কঠিন এক মুহূর্তে নিয়ে যায় এই জীবনে। কখনো কোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নেবেন না। কারণ আবেগ দিয়ে যে সিদ্ধান্ত গুলো নিবেন। দেখবেন একটি সময় সে গুলো খুবই ভয়ানক রূপ নেবে।
কারণ বাস্তবতার কাছে আবেগের কোন মূল্য নেই। আমরা আবেগে পরে অনেক সময় কারোর প্রেমে পড়ি। কিন্তু বাস্তব জীবনে সেই সংসারটি কিন্তু খুব বেশি দিন টেকে না। আবেগে বলে থাকে ভালোবাসি তোমাকে আমি। খেতে দাও আর না দাও তোমার সাথে সারাটা জীবন পার করবো। কিন্তু বাস্তবে কি এটা সম্ভব আমার তো মনে হয় না এটা সম্ভব। কারণ এটা পুরো আবেগ জুড়ে আছে বলে এমন কথা আছে। কথায় আছে টাকা পয়সা না থাকলে ভালোবাসা পালিয়ে যায় দরজা দিয়ে।
কারণ যখন সংসারে দায়িত্ব আসবে। তখন পুরুষ মানুষ যদি না পালন করতে পারে। তখন দিন শেষে ওই মেয়েটি বলবে জীবনে অনেক বড় ভুল করেছি। তখন বলবে বাবা মায়ের কথা না শুনে অনেক বেশি ভুল করেছি। তখন কিন্তু ওই মেয়েটির আর মনে থাকবে না। বিয়ের আগে যে কথা গুলো বলেছিল। রাস্তায় থাকবে বা গাছ তলায় বাস করবে তার কিছু চাই না। তার শুধু প্রিয় মানুষটাকে চাই। এই কথা গুলো সংসারে যখন অভাব আসবে সব কিছু ভুলে যাবে।
কারণ বাস্তব জীবনে টাকার অনেক প্রয়োজন আছে। টাকা ছাড়া এক পা বর্তমান সময়ে চলা অনেক মুশকিল। যে জায়গায় যাক না কেনো টাকা ছাড়া চলতে পারবে না। পকেটে টাকা না থাকলে কখনো ভালোবাসা সুন্দর হয় না। পকেটে টাকা না থাকলে একটি ভালো স্বামী হওয়া যায় না। পকেটে টাকা না থাকলে একজন ভালো পিতা হওয়া যায় না। পকেটে টাকা না থাকলে একজন ভালো ভাই হওয়া যায় না। পকেটে টাকা না থাকলে একজন ভালো বন্ধু হওয়া যায় না।
তাই বলছি বাস্তবতার কাছে আবেগের কোন মূল্য নেই। বাস্তব জীবন অনেক কঠিন যার যতো টাকা আছে সে তত বেশি সুখে আছে। মানসিক শান্তিতে না থাকলেও মানুষের মুখে মুখে সবাই শান্তিতে আছে। যার কাছে অধিক ভাবে টাকা আছে। তবুও অনেক মানুষ আছে তার প্রিয় মানুষটিকে নিয়ে গাছের নিচে বাস করছে। ভালোবাসা যে মূল্য নেই এ কথা আমি বললে ভুল হবে। ভালোবাসার অনেক মূল্য আছে এই পৃথিবীতে এখনো।
কারণ কিছু কিছু মানুষ আছে সত্যি তাদের টাকার প্রয়োজন হয় না ভালোবাসার জন্য। তবে সেই মানুষ গুলো ১০০ মধ্যে ১ জন পাওয়া যায়। খুবই কম দেখা যায় সেই মানুষ গুলো আমার এই বয়সে আমি এখনো দেখিনি অবশ্যই। তবে কিছু কিছু মানুষের মুখে শুনেছি তাই বলছি। যাইহোক বন্ধুরা আমরা যখন একটি রিলেশনে যাই। তখন আবেগে পড়ে আমরা অনেক কিছু সেখানে বলে থাকি। কিন্তু বাস্তব জীবনে কি সে গুলো করা সম্ভব। টাকা ছাড়া কি জীবন সুন্দর চলে। আমার মনে হয় না চলে।
যাইহোক ভালোবাসা কোনো পাপ নয় ভালোবাসা কোনো অপরাধ নয়। শুধু ভালোবাসার মানুষটি সঠিক হওয়ার প্রয়োজন। তবে বাস্তব জীবনের কাছে আসলেই টাকার অনেক প্রয়োজন আছে। যাইহোক বন্ধুরা প্রেম ভালোবাসা করতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে। এবং বিয়ে করতে হলে টাকা ছাড়া তো বিয়ে করা যাবে বলে আমার মনে হয় না। অবশ্যই এই কথা গুলো শেয়ার করছি কিছু না কিছু কারণ আছে। যদি কোনো দিন সম্ভব হয় সেই কারণটি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং বাস্তব জীবনের সাথে মিলে চলবেন। কখনো আবেগ দিয়ে চলবেন না কারণ এই বাস্তব জীবন অনেক কঠিন।
আপনার পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার সঙ্গে আবেগের পার্থক্য পরিষ্কারভাবে তুলে ধরেছে। আপনি যেভাবে বলেছেন, আবেগ দিয়ে জীবন চলতে পারে না, কারণ বাস্তবতার কঠিনতা তা মেনে নেয় না। সম্পর্ক, ভালোবাসা, এবং জীবনযাত্রায় টাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা অনেক সময় আমাদের আবেগের সঙ্গে মেলে না। তবে, কিছু মানুষ আছেন যারা ভালোবাসার জন্য টাকার প্রয়োজন মনে করেন না, সেটিও একটি সুন্দর দিক। সত্যিই, ভালোবাসা অপরাধ নয়, কিন্তু বাস্তবতা মেনে চলা জরুরি।
ভালোবাসা টাকা ছাড়া সুন্দর হয় না। আবেগে পড়ে আমরা অনেক সময় বলে থাকি। এটা আবেগের কাছে সব সময় ভালো লাগে। কিন্তু বাস্তব জীবনে টাকার প্রয়োজন অনেক বেশি। সব মানুষ সমান নয় কিন্তু বর্তমান সময়ে এসে টাকা ছাড়া ভালোবাসা সুন্দর হয় না। অনেক সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য।
বাস্তব জীবনটা বড় কঠিন, আবেগের কোন খানা নেই এখানে, জীবনে বেঁচে থাকতে হলে নিজেকে একটা পর্যায়ে দাঁড় করাতে হলেও আপনাকে বাস্তবতার সাথে সম্মুখীন হতেই হবে,, আপনি কখনো আবেগ দিয়ে কোনদিন কিছু করতে পারবেন না।।
টাকা আছে তো আপনার সব আছে তবে হ্যাঁ পৃথিবীটা এখনো এত সুন্দর তাই হয়তো এই পৃথিবীর কিছু মানুষ ভালোবাসার মূল্য দিতে জানে তারা কখনো টাকা বা আপনার পিছনে তাকাবে না। তবে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। নিজেকে বাঁচিয়ে রাখতে হলেও সব সময় বাস্তবতা দিয়ে জীবন চলাতে হবে।
আমিও আপনার সাথে সহমত এখনো কিছু মানুষ আছে বলে ভালোবাসা সুন্দর আছে। এবং ভালোবাসার নামটি আমাদের মাঝে এখনো বেঁচে আছে। তবে বর্তমান সময়ে এসে এমন মানুষ খুবই কম দেখা যায়। তার পাশাপাশি যে মানুষটির কাছে এখন অধিক টাকা আছে তার ভালোবাসার মানুষের অভাব হয় না। তবু আবেগে পরে আমরা যে সিদ্ধান্ত নিয়ে থাকি এই সিদ্ধান্ত গুলো সব সময় ভুল হয়ে থাকে এটা আমার মনে হয়। আবেগ থাকা ভালো কিন্তু অতিরিক্ত আবেগ আমাদের মধ্যে কখনো ভালো নয়। শুভকামনা রইল আপনার জন্য সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।