আজকে ডাক্তার দেখানোর জন্য, ক্লিনিকে যাওয়ার কিছু মুহূর্ত।

in Incredible Indiayesterday

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন মোটামুটি সুস্থ আছি । তাই আপনাদের মাঝে লেখার জন্য বসে গেলাম। রাত হলেই সবচেয়ে বেশি সমস্যা বিশেষ করে। রাতেই সবচেয়ে বেশি মাথা যন্ত্রণা করছে এবং জ্বর আসছে। গতকাল ভেবে ছিলাম আজকে কাজে উঠবো। কিন্তু সকালে ভরে অনেক জ্বর এসে যায়। তাই আজকেও কাজে যাওয়া হলো না।

1000047210.jpg

যাই হোক সারাদিন রুমে শুয়ে ছিলাম সারা শরীর অনেক ব্যাথা হয়ে গিয়েছে। কাজে গেলে হয়তো বা এই ব্যথাটা আর অনুভব হবে না। আজকে মামুন ভাই তিন টার দিকে বলছিল ক্লিনিকে যাওয়ার কথা। কিন্তু ক্লিনিকে যাওয়ার কোন ইচ্ছা আমার ছিলো না। আজ দুই দিন এতটাই বেশি শরীর খারাপ লাগছে ক্লিনিকে না গিয়েও পারা গেলো না। যাই হোক পাঁচটার সময় একটি বড় ভাই বলছিল ক্লিনিকে যাওয়ার কথা। তখন বললাম তাহলে মামুন ভাইকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসি।

1000047191.jpg

সে আমাকে বলল একটু পরে মামুন ভাইয়া এবং আর যারা আছে সবাই চলে আসবে। আমি রুম থেকে বের হয়ে ফ্রেস হয়ে গুছিয়ে বসে আছি। কিন্তু মামুন ভাই অনেক দেরি করে আজ কাজ থেকে আসে। তখন সেই ভাইটিকে বললাম কই মামুন ভাই এখনো আসলো না। সে মামুন ভাইয়ের কাছে ফোন দিয়ে রুমে আসতে বলে। কিছু সময়ের মধ্য মামুন ভাই রুমে আসে। মামুন ভাই এসে ফ্রেশ হয়ে আমি ও এক সাথে বেরিয়ে পড়ি ক্লিনিকে যাওয়ার জন্য।

1000047201.jpg

রাস্তার ওখানে গিয়ে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকি গাড়ি আসা পর্যন্ত। তার পাশা পাশি হালকা বাতাস উঠছে পরিবেশটি অনেক ঠান্ডা। এবং যেহেতু আমার শরীরটা খারাপ তাই আমার অনেক ঠান্ডা লাগছিল। যাহোক কিছু সময়ের মধ্য গাড়ি চলে আসে। গাড়িতে উঠে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমরা ক্লিনিকে চলে যাই। আমি এর আগে এই ক্লিনিকে গিয়েছিলাম। তাই সেখানে গিয়ে আমার নাম পাসপোর্ট আর দেওয়া লাগলো না। আগে যে কাগজটি ছিলো সেই কাগজটি দেওয়ার সাথে সাথে আমার সিরিয়াল হয়ে যায়।

1000047200.jpg

সেখানে দুইটি মানুষ সিরিয়ালে আছে কারণ তারা আমার আগে এসেছে। যাই হোক তাদের সিরিয়ালের পরে আমার নাম আসে। আমি এবং মামুন ভাই এক সাথে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের কাছ থেকে সবকিছু শোনার পরে ভাবল হয়তোবা ডেঙ্গু হয়েছে। তাই সে পরীক্ষা করার জন্য। ইনজেকশন এর মাধ্যমে আমার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে ছিলো। এমনিতে ইনজেকশন দিতে আমার একটু ভয় লাগে। কিন্তু কিছু করার নেই সে আমার শরীর থেকে রক্ত নিয়ে বলল কিছু সময় অপেক্ষা করতে।

1000047194.jpg

আমিও মামুন ভাই বাহিরে এসে আবার কিছু সময় বশে আছি। কিছু সময় পরে রিপোর্ট চলে আসে এখানে রিপোর্ট বের হতে খুব বেশি সময় লাগে না। যাইহোক দশ মিনিটের মধ্যে আমাদের আবার ডাকলো। এবং ডাক্তার বলল এমনি কোন সমস্যা না। সাধারণ ভাবে মানুষের যেমন জ্বর আসে ঠিক সেই জ্বর এসেছে। সে আমাদের বলল কিছু ঔষধ আমি দিচ্ছি এগুলো খাওয়া দাওয়া করলে সেরে যাবে। যাই হোক রিসিপশন থেকে আমরা ঔষধ ও তাদের টাকা পরিশোধ করে চলে আসি।

1000047202.jpg

তার মধ্য আজকে আমরা দুটি ভাই ডাক্তারের কাছে গিয়েছি বলে কিছু রান্না হয়নি। যেহেতু আমাদের এখানে কাজ শেষে রান্নার সব কাজ হয়। এবং রান্না করি আমি ও মামুন ভাই আমার সমস্যা বলে আমি তো কাল রান্না করিনি। কাল রান্না করেছিল মামুন ভাই আজকেও রান্না করত মামুন ভাই। কিন্তু মামুন ভাই আমার সাথে ক্লিনিকে যাওয়ার জন্য রান্না আজ কেউ করে নাই। তাই রেস্টুরেন্ট থেকে কিছু তরকারি নিয়ে আসার কথা ছিলো আমাদের। আমরা ক্লিনিক থেকে কিছুটা দূরে হেঁটে একটি রেস্টুরেন্টে যায়।

1000047203.jpg

সেখানে গিয়ে মামুন ভাই কিছু তরকারি প্যাকেট করে দিতে বলে। এবং আমার কাছে জিজ্ঞাসা করল আমি কিছু খাবো কি না। আসলে আজ দুইদিন ধরে আমার খাওয়া দাওয়া নেই। তার পাশাপাশি আজকে দুপুরে ভাত খাওয়া হয়নি। কারণ মুখে খাওয়ার কোন রুচি নাই । কিছুই ভালো লাগছে না। যাহোক রেস্টুরেন্টে গিয়েছি না খেয়ে আসলে কেমন একটু লাগে। তাই সেখান থেকে দুই ভাই চার পিস রুটি অর্ডার দিয়েছিলাম। এটাকে মালয়েশিয়া রুটি ছানা বলে এবং এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে।

1000047204.jpg

আমি কোন একটি রেস্টুরেন্টে গিয়ে রুটি ছানা খেয়েছিলাম সেখানে ডাউল দিয়েছিল তিন রকম। কিন্তু এখানে দুই রকম ডাউল আমাদের দিয়ে যায়। যাইহোক রুটি ছাড়া কিন্তু মালেশিয়ার অনেক ফেমাস একটি খাদ্য। বিশেষ করে এটা পাকিস্তান ও বাংলাদেশি মানুষের কাছে অনেক জন প্রিয় একটি খাদ্য। সাথে মামুন ভাই দুইটি ঠান্ডা অর্ডার দিয়ে ছিলো আমার খাওয়ার ইচ্ছা ছিলো না কারণ আমার ঠান্ডা লেগেছে। কিন্তু মামুন ভাই বলল সমস্যা নাই ঠান্ডায় ঠান্ডা খেলে আরো বেশী ভালো হবে।

1000047205.jpg

যাইহোক খাওয়ার ইচ্ছা না থাকলেও ভাইয়া যখন অর্ডার দিয়েছে। সেটা আমার খেতে হয়েছিল সেখান থেকে আমরা আবারও রুমে চলে আসি । এসে রাতে যে তরকারি নিয়ে এসেছিলাম তাই দিয়ে দুটো ভাত খেয়ে ঔষধ খেয়ে নিলাম ।এখন এই পোস্ট লেখার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেনো খুবই দ্রুত সুস্থ হতে পারি।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 22 hours ago 

মামুন ভাইদের সাথে নিয়ে আপনি ডাক্তার দেখাতে গিয়েছেন তারপর ডাক্তার দেখানো শেষ হলে দুজনের হোটেলে খাওয়া দাওয়া করছেন। মালয়েশিয়ার মামা হোটেলগুলোতে রুটির সাথে এমন তিন ধরনের ডাল দিয়ে থাকে। এগুলো খেতেও বেশ মজাদার।

আপনার জন্য দোয়া রইল আপনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার দেখাতে যাওয়ার কিছু মুহূর্ত আমাদের কাছে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98331.63
ETH 3380.20
USDT 1.00
SBD 3.02