দিন দিন নিজেকে অনেক পরিবর্তন মনে হচ্ছে।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে নিজের মন যেনো কোথাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নিজের মন এক জায়গায় করতে পারছি না। জানি না এটা কিসের জন্য হচ্ছে। তবে এটা অনুভব করতে পারছি আমি নিজেকে দিন দিন হারিয়ে ফেলছি।
আজ কয়েক দিন কোন কিছু ভালো লাগে না। আজ কয়েক দিন ধরে কোন জায়গায় ঠিক ভাবে মন দিয়ে কাজ করতে পারি না। কোন একটি মানুষের সাথে ভালো ভাবে কথা বলতে পারি না। দিন দিন নিজের কাছে নিজেকে অনেক পরিবর্তন মনে হচ্ছে। আমি আমার পুরনো সেই মানুষটি যেনো হারিয়ে ফেলেছি নিজের মধ্য থেকে।
জানি না এমন অনুভব কেনো হচ্ছে আমি মোবাইল নিয়ে সময় দিতেও পারছি না। হাতে কিন্তু অনেক সময় আছে। কিন্তু নিজের মন না বাসার জন্য অনলাইনে ঠিক ভাবে সময় দিতে পারি না। আগে মাঝে মধ্যে একটু খেলার মধ্য দিয়ে সময় পার করতাম। কিন্তু কেনো জানি সেটাও এখন আর ভালো লাগে না।
দিন দিন নিজের মধ্য থেকে নিজেকে এই পরিবর্তন দেখে অনেক চিন্তায় আছি। আগে লিখতে বসলে সব কিছু ভুলে যেতাম। নিজের কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করলে কিছুটা মন হালকা হয়ে যেতো। কিন্তু কেনো জানি লেখার প্রতি আগ্রহটা অনেক কমে যাচ্ছে। কমিউনিটিতে খুব বেশি সময় দিতে পারছি না। কারণ নিজের মন কেমন জানি একটি উড়ো উড়ো হয়ে গেছে।
চার মাস নিজের পরিবারের সাথে যোগাযোগ না থাকলেও এমনটা কখনো হয়নি। তবে আজ কয়েক দিন ধরে নিজের মধ্যে অনেক পরিবর্তন আমি খুঁজে পেয়েছি। কোন মানুষ একটি ভালো কথা বললেও কেমন যেনো রাগ চলে আসছে নিজের কাছে। কোন কাজে গিয়ে ঠিক ভাবে মন দিয়ে কাজ করতে পারছি না। কোন কিছু খাওয়ার প্রতি আগ্রহ আসছে না।
আগে সব সময়ই মানুষের সামনে হেসে খেলে চলতাম। আমি আমার মধ্য থেকে সেই হাসিটা হারিয়ে ফেলেছি। কেনো জানি কোনো একটি বিষয়ে আমার মনের মধ্যে তিলে তিলে শেষ করে ফেলছে সব। এই কথা গুলো হয়তো বা আমি কারো সাথে শেয়ার করতে পারছি না। তবে নিজের মনে লুকানো আছে অনেক কথা। তাই কি এমন হচ্ছে বুঝে উঠতে পারছি না।
তবে ধীরে ধীরে নিজের মন কোথায় যেনো হারিয়ে গেছে। কিছুই ভালো লাগেনা মন এক জায়গায় বসে না। তবে যখনই মাঝে মাঝে কোনো একটি জায়গায়। একা একা বসে থাকি তখন অনেক কিছু মনে পড়ে। ঠিক আজকে যখন আকাশের দিকে তাকিয়ে ছিলাম তখন অনেক কথা মনে পড়লো।
যাইহোক আজকে আকাশের দিকে তাকিয়ে কিছুটা ছবি ধারণ করেছিলাম যে গুলো পোষ্টের মাধ্যমে শেয়ার করেছি। এবং অল্প একটু মন ভালো হয়েছিল এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। তাই দেরি না করে কিছুটা লাইন এখানে লিখলাম। না হলে হয়তোবা কিছু সময় পরে আবার হারিয়ে যাবো কোন এক অজানার দেশে।
যাইহোক বন্ধুরা আপনারা অবশ্যই এই নতুন বছর অনেক উপভোগ করছেন। আপনাদের পরিবারের সাথে আপনারা সবাই অনেক সুখে আছেন। এবং আমি সর্বদাই আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি সব সময় আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠুক। সবাই নিজের বাবা-মায়ের প্রতি খেয়াল রাখবেন। বাবা মায়ের মনে কষ্ট দিবেন না। বিশেষ করে মায়ের মনে কখনো কেউ আঘাত দিবেন না। জীবন থেকে মা এক বার চলে গেলে তখন সেই কষ্টটা সহ্য করতে পারবেন না। এবং মায়ের মতো আপন আর কেউ হয় না আমাদের জীবনে।সবাই ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্টটা আমি খুব মন দিয়ে পড়লাম খুব যে ভালো লেগেছে তা না খানিকটা আপনার সাথে সাথে আঘাত লেগেছে আমার,ও।আমরা যখন খুব বেশি আঘাত পাই,তখন আমরা ওই আঘাতের যন্ত্রণা সইতে পারি না।
নিজেকে খুব একাকীত্ব তার মাঝখান দিয়ে নিয়ে যায়,,আর নিজেকে কখনো একা রাখা ঠিক না এতে একটা মানসিক চাপ অনেক বেশি প্রভাব ফেলে নিজের উপরে। যেটা আমাদের জীবন চলার পথে খুব খারাপ ভাবে প্রভাব ফেলে,
ধীরে ধীরে আমরা নিজেকে এত বেশি পরিবর্তন করে ফেলি খিটখিটে মেজাজে হয়ে যায় , তবে আমার মনে হয় এরকম পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে জীবনে বেঁচে থাকতে হলে প্রতিটা নিহত নিজের সাথে লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
পরিশেষে এটাই বলবো,জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কখনো কখনো ধৈর্য হারাবেন না, পরিবার বা কাছের মানুষ যতই খারাপ হোক না কেন সব সময় সাথে থাকার চেষ্টা করবেন। এবং বিশেষ করে নিজের দুঃখগুলো অন্য সাথে শেয়ার করবেন,এতে করে কিছুটা হলো নিজেকে হালকা করতে পারবেন।
কারণ,আপনাকে সুস্থ রাখা একমাত্র দায়িত্ব আপনার নিজেরই।
সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটি মন্তব্য আমার প্রোস্টেট মাধ্যমে উপহার দেয়ার জন্য। এবং এটা জানতে পেরে আমার খারাপ লাগছে যে আমার কষ্টের কথা শুনে আপনিও কিছুটা আঘাত পেয়েছেন। যাই হোক আসলে পরিবর্তন অতি সহজে কেউ হতে চায় না মানুষ পরিবর্তন হয়ে যায় যখন তার ভেতরে অনেক বেশি আঘাত চলে আসে ঠিক তেমনি আমার হয়েছে যাই হোক ভালো এবং সুস্থ থাকবেন।
মানুষ পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সকল মানুষ পরিবর্তন হবে।। কিন্তু হ্যাঁ আমরা জীবনের সব সময় এক রকম থাকবো না কখনো আনন্দ কখনো কষ্ট সবকিছু মিলিয়ে আমাদের জীবন।। জানি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করতেছেন তবে দোয়া করি সৃষ্টিকর্তা যেন মনের অবস্থাটা ভালো করে দেয়।।
ভাই আপনার সাথে সহমত জানাচ্ছি মানুষ পরিবর্তনশীল এবং সময়ের সাথে সাথে সবকিছু নিজেকে মানিয়ে নিতে হয়। যাই হোক তবুও নিজের অজান্তে নিজের মনে অনেক কথা চলে আসে যে কথাগুলো নিজেকে অনেক বেশি কষ্ট দিয়ে যায়। সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
বরাবরের মতোই আমরা জানি মানুষ পরিবর্তনশীল পরিবর্তন হবে মানুষের এটা স্বাভাবিক তবে আপনার মধ্যে এই অদ্ভুত পরিবর্তন গুলো হয়তো বা আপনার পরিবারের কাছ থেকে কষ্ট পাওয়ার কারণেই হচ্ছে পারিবারিক কষ্ট খুবই জঘন্য একটা কষ্ট যেটা মানুষকে পরিবর্তন হতে বাধ্য করে।
বর্তমান সময়ে আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ রাখছেন না কিন্তু তারপরেও আপনার মনে একটা কষ্ট রয়ে গেছে এ কারণেই হয়তোবা কেউ কোনো ভালো কথা বললেও আপনার রাগ হয় আশা করি আপনি খুব দ্রুত সবকিছু ফিরে পাবেন এবং আপনাদের সমস্যা থেকে মুক্তি পাবেন বেশ কিছু করতে হবে না একা একা থাকার চেষ্টা করো দেখবেন সমস্যাগুলো নিমিষেই দূর হয়ে যাচ্ছে।
সব সময় চেষ্টা করি নিজেকে একা রাখার জন্য এবং আমি সব সময় চেষ্টা করি নিজের মন ভালো রাখার জন্য তবে নিজের মনে এখন অনুভব করতে পারি আমি অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছি দিন দিন যেটা আমার এখন অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তোবা ঠিক কথা বলেছেন নিজের পরিবারের সাথে যোগাযোগ না রাখার জন্য এবং মানসিক টেনশন থাকার জন্য হয়তোবা নিজের কাছে এমন মনে হচ্ছে যাইহোক অনেক সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।