মুরগী ভাজি খাওয়ার অনুভূতি ও তার ফটোগ্রাফি।

in Incredible India18 days ago

হ্যালো বন্ধুরা, নতুন পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।

আশা রাখি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে আমি ও অনেক ভালো আছি। তাইতো আজ আপনাদের মাঝে নতুন আরেক টি পোস্ট নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের মাঝে কথা বলব মুরগী ভাজি খাওয়ার অনুভূতি ও তার ফটোগ্রাফি।

1000034411.jpg

আপনারা অনেকে হয়তোবা জানেন আমি মুরগী ভাজি খেতে অনেক পছন্দ করি। কারণ আমি এর আগেও মুরগি ভাজি নিয়ে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম বলে আমার মনে হয়। যাইহোক আজকে মুরগি ভাজি কি ভাবে তৈরি করে এবং যে মানুষটি তৈরি করছিল তার সাথে কথা বলার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে।

1000034079.jpg

হয়তোবা আমি একটি পোস্টে বলেছিলাম আমি মালয়েশিয়ার ভাষা খুব ভালো জানি না। তবে মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। অনেকটা হয়তোবা ভুল হয়ে যায় বা ঠিক ভাবে বোঝাতে পারি না তবুও চেষ্টা করি। কারণ চেষ্টা না করলে মানুষের সাথে কথা না বললে কখনো মালয়েশিয়ার ভাষা আমি শিখতে পারবো না।

1000034080.jpg

যাই হোক যে দিন আমি শিক কাবাব খেয়ে ছিলাম। ঠিক সেই দিন আমি মুরগি ভাজি ও নিয়ে ছিলাম। আসলে আমার সাথে ছিলো আরো কিছু ভাইয়েরা। তারা বাজার করবে আমি ও বাজার করব এবং যেহেতু গিয়ে ছিলাম যে কাজে সেই কাজ তো আমার মোটে ও হয়নি। আমি তো আগের পোস্টেই বলেছিলাম পায়েল জন্য ঔষধ নিয়ে আসার জন্য গিয়ে ছিলাম মূলত।

যাইহোক সেখানে মুরগি ভাজি দেখতে পেয়ে নিজের মনে আরও বেশি আগ্রহ হলো মুরগী ভাজি খাওয়ার জন্য। কারন আমি মালয়েশিয়ায় আসা পর্যন্ত এই মুরগি ভাজি খেতে পছন্দ করি। মুরগি ভাজি আরো অনেক ধরনের পাওয়া যায় তবে সে গুলো আমার কাছে কেমন একটি লাগে। এটি সবচেয়ে বেশি ভালো লাগার কারণ এর ওপরে গুঁড়া মরিচ এবং অনেক গুলো বিট লবণ তার পাশা পাশি আরো অনেক কিছু দিয়ে থাকে যে গুলোর নাম হয়তো বা আমি জানি না।

1000034081.jpg

একটি মুরগি ভাজি ১২ রিংগিত এবং আরো একটি আছে ১০ রিঙ্গিত করে। আমি সব সময় ১২ রিংগিত মুরগি ভাজি নিয়ে থাকি। আসলে সব মুরগী ভাজি কিন্তু এক তবে একটু ছোট বড় থাকে। যার জন্য দুই রিংগিত করে কম বেশি আছে। যেহেতু আমি ১২ রিঙ্গিত এর মুরগি ভাজি নিয়ে ছিলাম তাই বাংলাদেশ টাকা হিসাব করলে ৩০০ টাকা এবং স্টিম হিসাব করলে আসে ১১ স্টিম।

1000034082.jpg

যাইহোক সেখানে গিয়ে আমি তার কাছে চেয়ে ছিলাম সে প্রথম বলল কতো টাকার নেবো। আমি তখন বলেছিলাম দোয়া প্লাস। মালয়েশিয়ায় ১২ রিঙ্গিতের দোয়া প্লাস বলা হয়ে থাকে। সে তখন দেখতে পেলাম গরম তেল থেকে মুরগী ভাজি উঠিয়ে নিচ্ছে। তার আগে থেকে হয়তো বা আরো অনেক ধরনের মসলা তারা দিয়ে রেখে দেয়। এবং যেহেতু অনেক মানুষ সেখান থেকে মুরগি ভাজি নিয়ে থাকে। যার জন্য আগে থেকে তারা প্রস্তুতি হয়ে থাকে।

1000034078.jpg

আসলে আমি অন্য দিন যখন মুরগি ভাজি নিতে যেতাম তখন বেশির ভাগ লাইনে দাঁড়িয়ে নিতে হতো। আমি অন্য আরেক টি জায়গায় গিয়ে ছিলাম সেখানে অনেক লাইন আছে বলে আমি সেখান থেকে চলে এসেছিলাম। এখানে এসে দেখতে পেলাম খালি দুইজন মানুষ আছে তাই এখান থেকে মুরগি ভাজি নিয়েছিলাম।

1000034076.jpg

আসলে যে কোন জায়গা থেকে ছবি ধারণ করতে হলে তার কাছে জিজ্ঞাসা করে নেয়া অনেক ভালো। তাই আমি এই মানুষের কাছেও জিজ্ঞাসা করেছিলাম তার ছবি ধারণ করব কি না। সে আমার হাতের ইশারায় বলল ছবি ধারণ করতে পারি। সত্য কথা বলতে ছবি ধারণ করে আমি অনেক আনন্দিত। এবং তার পাশে আরো মুরগী ভাজি ছিলো কিন্তু একটু অন্যরকম ভাবে। এটার নাম কি আমি সঠিক জানি না। তবে দেখতে অনেক সুন্দর। ইচ্ছা আছে অন্য আরেক দিন ওই মুরগি ভাজি খাওয়ার এবং খেলে অবশ্যই আপনাদের মাঝে সেটি শেয়ার করব।

আসলে এই মুরগি ভাজি খেতে অনেক সুস্বাদু এবং মুরগি ভাজি খেতে আমার ভালো লাগে। যখন প্রথম মালয়েশিয়ায় এসেছিলাম তখন ভাইয়েরা মুরগি বাজি খাইতো এবং আমি খেতাম না। যাহোক তার জন্য আমার অনেক বকাবকি ও শুনতে হয়েছে। কিন্তু এক বার খাওয়ার পরে নিজের কাছে ভালো লাগার কারণে আমি এখন মুরগী ভাজির প্রেমে পড়ে গিয়েছি। এবং যখন বাইরে যায় তখন মুরগি ভাজি আমি নিয়ে আসি বা খেয়ে আসি।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
 18 days ago 

আপনার এর আগের পোস্ট আমি পড়েছিলাম সেখানে থেকে জানতে পারি যে আপনি মুরগি ভাজি খেতে অনেক পছন্দ করেন আজকেরও তার ব্যতিক্রম নাই মুরগি ভাজি খাবার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করছেন।

যাই হোক আপনি কোন কিছু খাবার খাচ্ছেন এবং তার রিভিউ আমাদের মাঝে উপস্থাপনা করছেন তাই লাইফ স্টাইল তখনই ব্যবহার করা যায় না আপনার জীবন সম্পর্কে ও উল্লেখ করেছেন তবে এখানে দুটো বিষয় একসাথে উল্লেখ করার কারণে অনেকটাই গোলমাল পাকিয়ে গিয়েছ ফুড রিভিউ ও লাইফ স্টাইল।

STEEM DREAM TEAM

Congratulations, your comment has been successfully curated by our team via @steemdoctor1 at 5%



 17 days ago 

Thank you so much sir for supporting me ❤️❤️.

 17 days ago 

এটা জেনে ভালো লাগলো যে আপনি আমার আগের পোস্ট খুবই মনোযোগ সহকারে পড়ে জানতে পেরেছিলেন আমি মুরগী ভাজি অনেক পছন্দ করি। এবং সাথে সাথে সুন্দর একটি পরামর্শ আমার পোষ্টের নিচে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে চেষ্টা করব। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 17 days ago 

ভাই বরাবরই আপনার পোস্ট খুব বেশি পড়ে থাকি অনেক ভালো লাগে আপনি যে বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপনা করেন। অতি সাধারণ হলেও তার গভীরতা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পরামর্শটি সদরে গ্রহণ করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 17 days ago 

এটাকে মনে হয় চিকেন ফ্রাই বলা হয়ে থাকে। যেটা আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। আমার মনে হয় বাংলাদেশের তুলনায় ওখানে চিকেন ফ্রাই এর দাম অনেকটাই কম। কেননা বাংলাদেশে একটা চিকেন প্রায় কিনতে গেলে, আপনাকে অন্ততপক্ষে ৫০০ টাকা খরচ করতে হবে। কিন্তু ওখানে মাত্র 300 টাকা। আপনি পছন্দ করেন তাই নিজের পছন্দ,অনুযায়ী খাবার খেয়ে নিয়ে উপভোগ করেছেন। ধন্যবাদ চিকেন ফ্রাই খাওয়ার মুহূর্ত আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 17 days ago 

আসলে আপু সত্য কথা বলছে একদম আমি বাংলাদেশে মুরগি ভাজি বা চিকেন ফ্রা খাইনি যার জন্য বাংলাদেশে এটাকে কি বলা হয়ে থাকে আমি জানিও না। যাই হোক আপনার কমেন্টের মাধ্যমে এটার নাম জানতে পেরে আমি অনেক আনন্দিত এবং ভালো লাগলো তার পাশাপাশি বাংলাদেশে চিকেন ফ্রা কত করে বিক্রি হয় সেটাও আমি আপনার কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি জেনে অনেক আনন্দিত শুভকামনা রইল সুন্দর মন্তব্য শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

STEEM DREAM TEAM

Your post has been successfully curated by our team via @steemdoctor1 at 35%.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high-quality content for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote later this week in our top selection.



 17 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।

 17 days ago 

আপনার তোলা খাবারের ছবিগুলো দেখে আমারও খেতে ইচ্ছে করছে। আসলে মুরগির মাংস দিয়ে কত কিছুই না তৈরি হয়। এইসব খাবারগুলো খুব টেস্টি হয়। আপনি ছবিগুলো খুব সুন্দরভাবে তুলেছেন। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 17 days ago 

আসলে কি আর বলব আপু আমার ধারণা করা ছবি দেখে আপনার খেতে খুবই ইচ্ছা করছে যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আমি খাওয়ানোর জন্য চেষ্টা করতাম কিন্তু আমি তো অনেক দূরে এবং আপনি অনেক দূরে কিছুই করতে পারলাম না।

যাইহোক আসলেই মুরগির মাংস দিয়ে অনেক কিছু তৈরি করা হয় এবং যেগুলো দেখে খেতে অনেক ইচ্ছা করে এবং এগুলো অনেক সুস্বাদু খাদ্য হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 17 days ago 

চিকেন ফ্রাই গুলো দেখে আমার জিভে জল এসে গেলো ভাই।আসলে খুব লোভনীয় ছিলো খাবার গুলো।অন্য একটি দোকানে ভীড় থাকায় এই দোকানে এসেছেন।আর দোকানদারের অনুমতি নিয়েই এই ছবিগুলো তুলেছেন।এটি সত্যি খুব ভালো বিষয়। বিনা অনুমতিতে কিছু করা ভালো নয়।এতে করে জবাবদিহি করতে হতে পারে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 17 days ago 

আসলে একটি মানুষের ছবি এবং তার ব্যবসার কাজের ছবি ধারণ করার আগে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয়াটা অনেক ভালো বলে মনে হয়েছিল এবং তার কাছ থেকে আমি জিজ্ঞাসা করে এই ছবিগুলো ধারণ করেছিলাম।

যাই হোক আমার ধারণা করা ছবিগুলো মুরগী ভাজি আপনার দেখে জিভে জল চলে এসেছে এটা জানতে পেরে ভালো লাগলো কিন্তু খারাপও লাগছে যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আপনাকে আমি খেতে দিতাম ভাই।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 17 days ago 

পোস্টটি পড়তে পড়তে আমার জিভে পানি চলে আসলো। মুরগি আমার খুবই পছন্দের একটি খাবার। বাংলাদেশে সাধারণত গ্রিলটাই বেশী খাওয়া হয়। মাঝে মাঝে চিকেন চাপও খাওয়া হয়। ১২ রিংগিতে আপনি যে মুরগি ভাজিটি খান সেটি অনেক লোভনীয়। আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতেও সুস্বাদু। আমার অনেক ইচ্ছা বিভিন্ন দেশ ঘোরা এবং সেই দেশের বিখ্যাত খাবারগুলো টেস্ট করা। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্টের অপেক্ষায় রইলাম।

 17 days ago 

এটা দেখতে যেমন সুন্দর খেতেও আসলে অনেক সুন্দর ভাই যদি কখনো সম্ভব হয় এবং আপনার যেহেতু বিভিন্ন দেশে ঘুরে খাবার খাওয়ার ইচ্ছা আছে তাহলে আপনি যদি কখনো মালয়েশিয়াতে আসেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব আমার মতো করে মালয়েশিয়ার কিছু ফেবারেট খাদ্য আপনাকে খাওয়ানোর জন্য।

 17 days ago 

ভাই মুরগী ভাজি খাওয়া নিয়ে আপনার সম্পুর্ণ লিখাটি পড়ে অনেক ভালো লাগলো। মুরগী ভাজি আমি অবশ্য খাইনি কখনো। তবে গ্রিল খেয়েছি। আমাদের এখানে মুরগী পুরিয়ে বিক্রি করে। তবে ভাজা হয় কীনা সেটা আমার জানা নেই। মুরগী খেতে ব্যক্তিগতভাবে আমিও খুব পছন্দ করি। আর মুরগির মাংস এমনিতেই অনেক সুস্বাদু হয়।

মুরগীর মাংসের প্রতি আপনার ভালোবাসা সত্যি অসাধারণ। মাঝে মধ্যে খাওয়া দাওয়ার জন্য বাইরে বিভিন্ন রেষ্টুরেন্টে যান এটিও দেখে ভালো লাগলো। সব মিলিয়ে দারুন উপভোগ করেছেন আজকের দিনটি। আপনার আগামী দিনগুলো সুখের হউক সেই কামনা করছি। ভালো থাকবেন।

 15 days ago 

আসলে আমিও কখনো জানতাম না মুরগি ভাজি বিক্রি হয়ে থাকে। এবং আমাদের গ্রামের দিকে মুরগি পুড়িয়ে বিক্রি করতে আমি কখনো দেখিনি। কিন্তু ঢাকায় এসে একবার দেখেছিলাম মুরগি ভাজি করে বিক্রি করতে। এবং অনেক দিন আগে আমরা একটি সময় পিকনিক করেছিলাম সেখানে আমার একটি বন্ধু মুরগি পুড়িয়ে খেয়েছিল।

যাই হোক মুরগি আপনার খেতে অনেক ভালো লাগে এটা জানতে পেরে ভালো লাগলো। তার পাশাপাশি এখন বর্তমানে আমার নিজেরও অনেক ভালো লাগে মুরগী ভাজি খেতে। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60506.21
ETH 3313.49
USDT 1.00
SBD 2.38