সময় না দেওয়ার কারণ।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। কিন্তু আজ দুই দিন ধরে মনটা আমার অনেক খারাপ আছে। অবশ্যই যাওয়ার কথা ছিলো আমার ভাইদের কাছে। কিন্তু একটি সমস্যার জন্য আমরা আমার ভাইয়ের কাছে যেতে পারছি না। মনে করেছিলাম অনেক দিন পরে ভাইয়ের কাছে গিয়ে থাকব। কিন্তু জানি না আসলে সেখানে যাওয়া হবে কি না।
কারণ বর্তমানে আছি আমি এখন বাসের অফিসে। অবশ্যই এখান থেকে দুই দিন আগে থাকার কথা ছিলো ভাইয়ের কাছে। কিন্তু ভাই যেখানে থাকে সেখানে থাকার অনেক সমস্যা। ভাইদের যে রুম দেওয়া হয়েছে সেখানে দুই থেকে তিন জন মানুষ থাকাই অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু সেখানে আছে চার জন মানুষ। আমরা বর্তমানে বসের আন্ডারে কাজ করছি সাত জন। আমরা তিন জন অন্য জায়গায় ছিলাম। সেখানে কাজ কম থাকার জন্য আমাদের জায়গা পরিবর্তন করতে হয়েছে।
বস বলল আমাদের চলে আসতে আমরাও চলে আসলাম। কিন্তু আসার পরে জানতে পারি ভাইদের ওখানে আমাদের থাকার জায়গার জন্য কথা চলছে। বস বলল দুই দিন পরে নিয়ে যাবে তার মধ্যে থাকার জায়গা ঠিক হয়ে যাবে। কিন্তু এখন জানতে পারছি এখনো ঠিক হয়নি। এবং কবে ঠিক হবে তার কোন ঠিক নেই। আজকে ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম। এখনো কোন কিছু ব্যবস্থা করতে পারে নাই।
তার মধ্য আমরা তিন জন বসের দোকানে আছি অবশ্যই। কিন্তু আমাদের যে সকল প্রয়োজনীয় জিনিস সব কিছু আমার ভাইদের ওখানে রেখে এসেছে। বর্তমানে থাকার জায়গা খাওয়ার সমস্যা এবং জামা প্যান্ট নিয়ে অনেক সমস্যায় আছি। তার পাশা পাশি বস এখন নিজের বাসায় কাজে নিয়ে যাচ্ছে। কারণ দোকানে আমাদের চার জন মানুষ কাজ করার মতো কোন জায়গা নেই।
আসলে চার জন বলতে সব সময় দোকানে এক জন মানুষ এখানে থাকে। সে সব সময় দোকানে কাজ করে এবং মাঝে মধ্যে প্রোজেক্টে আমাদের জিনিস দিতে যায়। বর্তমানে বসের আর কোথাও কাজ না থাকার জন্য। তার নিজের বাড়ি নিয়ে কিছু কাজ করাচ্ছে। অবশ্যই আমাদের এই কাজ গুলো করার কোনো অভ্যাস নেই। তবুও কি করব বাধ্যতা মূলক এখন আমাদের সেই কাজ গুলো করতে হচ্ছে।
যাইহোক তার পাশা পাশি ঘুম থেকে উঠতে হয় এখন বর্তমানে অনেক দূরত্ব। এবং কাজ শেষ হয় অনেক দেরি করে । কারণ বসের দোকানে বা বাসায় থাকলে কাজের কোন সময় থাকে না। অবশ্যই সে আমাদের ঠকায় না যতোটা সময় কাজ করব ততো সময় অনুযায়ী টাকা দিয়ে দেয়। তার এই একটি দিক ভালো বলে সবাই এখনো তার কাজ করছে। কারণ এখানে সব মানুষ পড়ে আছে একটি কারণে। আমাদের বস অনেক ভালো কিন্তু বাসায় কাজ করাচ্ছে প্রজেক্টে কাজ নেই বলে।
যাই হোক সময়ের অভাবে আপনাদের মাঝে কোন কিছু শেয়ার করতে পারছি না। কারণ আমার বাস্তব জীবন আমি এক জন প্রবাসী। এবং নিজের শরীরের প্রতি খেয়াল না রাখলে অনেক সমস্যায় আমার পড়তে হয়। তার পাশাপাশি সব কিছু মেনে আমার চলতে হয় এই বাহিরে দেশে। যাহোক বন্ধুরা আমি আশা করি খুবই দ্রুত আমি এখান থেকে চলে যাবো।
সত্য কথা বলতে এই তিন দিন আমি একটি জেল খানার মধ্য আছি। কারণ এখানে অনেক কিছু মেনে চলতে হচ্ছে আমার। যাইহোক আমি এখান থেকে চলে গিয়ে অবশ্যই আপনাদের মাঝে আবারও ভালো ভাবে সময় দিতে পারব। আর তিন দিন ধরে ঠিক ভাবে খাওয়া-দাওয়া করতে পারছি না। আরো অনেক সমস্যা আমার এখানে আছে যে গুলো আমি সব কিছু বলতে পারছি না। যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা পড়ে খুব দুঃখিত হলাম। জীবনে অনেকসময় বাধার মুখে পড়তে হয়, তবে আমি জানি আপনি অনেক সাহসী এবং সবকিছু মোকাবেলা করার শক্তি রাখেন। আপনার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশা করি শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার ভাইয়ের সাথে থাকার পরিকল্পনা আসলেই একটি সুদূরপ্রসারী অনুভূতি, আর কাজের মধ্যে এতসব চাপ সামলানো সত্যিই কঠিন। তবে আপনার মনোবল এবং সহনশীলতা দেখে মনে হচ্ছে আপনি খুব শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। আল্লাহ আপনার সহায় হোন।
আপনারা বাহিরে থাকেন একজন প্রবাসী হিসেবে দেশের জন্য একজন যোদ্ধা আর আপনারা প্রতিনিয়ত এই যুদ্ধ করে গেছেন শুধুমাত্র নিজের পরিবারকে ঠিক রাখার জন্য আসলে আপনাদের এই যুদ্ধ জানিনা কবে শেষ হবে তবে প্রতিনিয়ত নিজেদের সময় থাকে শুধুমাত্র প্রবাসের মাটিতে শেষ করে দিচ্ছেন।
যেহেতু জায়গাটা পরিবর্তন করেছেন তাই আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে এটা স্বাভাবিক বিশেষ করে আমরাও যখন আমাদের বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট হই তখন কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা হয় আর আপনারা তো এখানে প্রবাসে রয়েছেন।
বর্তমান সময়ে আপনারা আপনাদের বসের বাড়িতে আছেন উনি সিদ্ধান্ত নিয়েছে দুই তিন দিনের মধ্যে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাবে একটা জায়গায় যখন শিফট হবেন তখন কিন্তু কাজ করতে আবার সুবিধা হবে বর্তমান সময়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হচ্ছে দোয়া করি আপনার ঝামেলা খুব দ্রুত শেষ হয়ে যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সমস্যার মাঝেও আপনার একটা লেখা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।