দাদা আমিও আপনার মত মুভি দেখতে খুব ভালোবাসি। নতুন নতুন মুভি আসলে মুভি দেখতে চলে যাই। তবে এখন মোবাইলেই লেখা হয়ে গেছে সব সময়। বেবি জন মুভিটা আমিও দেখেছি। তবে আমি প্রথমে জানতাম না এটা থেরি মুভির রিমিক। যখন মুভি দেখা শুরু করলাম তখন দেখেই বুঝতে পারলাম যে এটা রিমিক মুভি। রিমিক হলেও চরিত্র বেশ ভালোভাবে উপস্থাপন করেছে।
দাদা ভালো লাগলো আজকে আপনার মুভি রিভিউটা। ভালো থাকবেন দাদা।
বেসিক্যালি আমি একজন মুভি প্রেমী মানুষ, এজন্য আমি মোটামুটি নিয়মিত মুভি দেখার চেষ্টা করি এবং এর বিশ্লেষণ করতেও বেশ ভালোবাসি। এমনিতেই মুভিটা খুবই দুর্দান্ত হয়েছে এবং অভিনয় খুব চমৎকার এ নিয়ে কোন কমপ্লেন নেই। কিন্তু যেহেতু রিমেক তাই অনেকের কাছে টাকা দিয়ে টিকিট কেটে মুভিটা দেখার আগ্রহ কমে যাবে সেই প্রেক্ষাপটে দিক বিবেচনা করে রিভিউ করার চেষ্টা করেছি।