ভাই তোর পোস্টটি পড়ে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল। কতই না সুন্দর ছিল আমাদের শৈশব জীবনটা। বন্ধুদের সাথে একসাথে ফুটবল,ক্রিকেট, মার্বেল, গোল্লাছুট আরো কত খেলা একসাথে খেলা হতো। এখন শৈশবের কথা মনে পড়লে আবারো শৈশবে ফিরে যেতে ইচ্ছা হয়।তবে তুই হয়তো ঠিক কথাই বলেছির বর্তমান সময়ের ছেলে মেয়েরা আগের কালের মত বন্ধু-বান্ধবদের সাথে খেলাধুলা না করে ঘরে বসেই মোবাইল ফোন, কম্পিউটারে গেমস খেলে।
তোকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
শৈশবের খেলা ধুলা গুলো হয়তো এখন আর নেই কিন্তু শৈশবের স্মৃতি এখনো আমাদের মনের কোনো এক কোনায় গেথে আছে। শৈশব কাল মানুষের জীবনের শ্রেষ্ঠ কাল। এই সময় না থাকে কোন চিন্তা ভাবনা না থাকে কোন কাজের চাপ।
যাই হোক, তুই তোর মূল্যবান সময় দিয়ে পোস্টটি সম্পূর্ণ পড়েছির এবং এতো সুন্দর একটি কমেন্ট করেছির তার জন্য ধন্যবাদ। সব সময় ভালো থাক এবং এই ভাবে কমেন্ট করতে থাক এই কামনা করি।