প্রথম প্রেম। 🫡

in Incredible India6 days ago

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি এক ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক.......

1000005553.png

Edit by canva

"ভালোবাসা "এই শব্দটির থেকে শুদ্ধ,সত্য এবং পবিত্র আর কোন অনুভূতি নেই। ভালোবাসা এটা কোন শব্দ না। এটা একটি পবিত্র অনুভূতি। এটা কোন নির্দিষ্ট মানুষের প্রতি অনুভূতি এমনটা নয়। এই অনুভূতিটা আমাদের বাবা-মা, ভাই বোন সবার প্রতি থাকে। তবে এই অনুভূতিটার সাথে সম্মান এবং শ্রদ্ধা এই দুটি দায়িত্ব ও চলে আসে।

আমাদের সবার জীবনেই এমন একটি মানুষ থাকে যাকে এই অনুভূতিটা সম্পন্ন অধিকারী করা যায়।এবং এই সম্পর্কটি যেকোনো সময় যেকোনো ব্যক্তির সাথেই তৈরি হতে পারে। অনেকে ভালোবাসার মানুষ খুঁজতে থাকে। কিন্তু আমার মনে হয় ভালোবাসার মানুষ কখনো খুঁজে পাওয়া যায় না। মানে খুঁজলে পাওয়া যায় না। যখন সময় আসে তখন আমাদের সকলের জীবনে সঠিক মানুষটা চলে আসে।

আবার অনেক সময় এমনটাও হয় যে ভালবাসার মানুষটি হলেও তাদের আমাদের জীবনে আসার সময় কি সঠিক নয়। এমন অনেক সম্পর্ক আছে যেগুলো শুধুমাত্র তাদের সঠিক সময়ের অভাবে টিকে থাকতে পারে না। মানুষটি সঠিক হলেও নয়, সাথে সময় কেউ সঠিক হতে হবে।

1000005424.jpg

নীলা তার তার এই বাইশ বছর বয়সে একবারও কারোর প্রেমে পড়েনি। সে ভেবেছিলো আর কোনদিন হয়তো সেটা হবে না। তার জীবনে এই পবিত্র অনুভূতিটা কোনদিন উঁকি দেবে না। কিন্তু সেটা আর হলো না। নীলার জীবনেও প্রেম এসেছিলো। নীলার সেদিন সকাল আটটায় ক্লাস ছিল। খুব দ্রুত সে কলেজ গেট দিয়ে কলেজে প্রবেশ করতেছিল। হঠাৎ সে পা পিছলে একদম আফজালের পায়ের সামনে সটান হয়ে পড়ে গেছিল।

প্রথমে নীলা কিছুই বুঝে উঠতে পারেনি। হঠাৎ সে খুব লজ্জা পেল। নীলা সেই পড়া অবস্থা থেকে না উঠে তেমনি করে পরেই রইল। আর আফজাল তার বন্ধু-বান্ধবদের সাথে বাইরে ঈমান মামার দোকানে চা খেতে যাচ্ছিলো। হঠাৎ ঘটনাটি ঘটায় আফজালরা ও কি করবে বুঝে ওঠে পারতেছিল না। তারপর আফজাল কিছুক্ষণ পর নীলার দুই বাহু ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। এবং নিলাকে তার ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো।

1000005550.jpg

সেদিন কেন জানিনা নীলার প্রথম কেমন কেমন লেগেছিল। তার এমন এক অনুভূতি অনুভূত হয়েছিল যা সে কখনো ভাষায় প্রকাশ করতে পারবেনা। তারপর নীলা এবং আফজালের অনেকবার কলেজে দেখা হয়েছিল। কিন্তু নীলা কোনদিনই আফজাল কে কিছু বলে উঠতে পারিনি। নিলার এই অনুভূতিটার কথা তার বান্ধবী সুমি জানত। সুমিই একদিন আলাদা করে আফজালের সাথে কথা বলেছিল নীলার কথাটি বলবে বলে।

সুমি আফজালকে বলেও ছিল। কিন্তু আফজাল সুমি কে বলেছিল যে তার নীলার প্রতি কোন অনুভূতি নেই। সুমি আর একটি কথাও না বলে চলে এসেছিল। সুমি নীলাকে বুঝিয়ে বলেছিল আফজালের কথাটা। নীলা বুঝেছিল সুমির কথা। নীল আর কখনো আফজালের সাথে কথা বলিনি। নীলা চাইনি যে তার জন্য আফজাল আর কোনদিন কোন বিরক্তিকর পরিস্থিতিতে পড়ুক।

নিলার জীবনের প্রথম ভালবাসার অনুভূতিটা অপূর্ণই থেকে গেল। নিলার এখনো সেই দিনের কথা মনে পড়ে। এখন সে মুচকি হেসে ঘটনাটি মনে রেখে দেয়। আবার মনে মনে.........!

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 6 days ago 

গল্পটা পড়ে ভালো লাগলো। প্রথম ভালোবাসার অপূর্ণতাও এক ধরনের মিষ্টি স্মৃতি হয়ে থাকে, যা সময়ের সাথে মনে গেঁথে যায়। নীলার অনুভূতিটা খুব বাস্তব আর সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Loading...
Loading...
 4 days ago 

আপনার ভালোবাসার গল্পটি সত্যি অসাধারণ ছিল ভালোবাসা সঠিক অর্থ আজও খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার বিভিন্ন রূপ থাকতে পারে। ভালো লাগা ও ভালোবাসা এক নয় আর সকল ভালোবাসা যে পূর্ণতা পায় না।

জীবনের প্রথম প্রেম যখন আসে সেই স্মৃতিটি কখনো ভোলা যায় না সেই প্রেম পূর্ণতা পাক বা না পাক স্মৃতি থেকে যায় সারা জীবন।

 3 days ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দিদি আপনি ঠিকই বলেছেন প্রথম ভালবাসা ভোলার নয়। যদিও প্রথম ভালবাসা সব সময় সফল হয় না। তারপরও আমরা যদি তাকে আগলে রাখতে পারি তাহলে এর পূর্ণতা পায়। ভালোবাসা হলো এমন একটা জিনিস যা আমাদের সব সময় আগলে রাখতে হয় তাকে কখনো অবহেলা করতে হয় না।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.040
BTC 96876.24
ETH 3451.68
SBD 1.58