3D স্কেচ।

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...

1000009248.jpg
ছবিটা দেখে মনে হচ্ছে না, দুইপাশ দিয়ে কাগজ ভাজ করা আছে?

বিগত পোস্টেই আমি আপনাদের জানিয়েছিলাম যে আমার চোখের সমস্যা কারণে ডক্টর দেখাতে গিয়েছিলাম। ডক্টর চোখে কম চাপ দিতে বলেছে। এজন্য আমি আপনাদের মাঝে নিয়মিত পোস্ট করতে পারছি না। কারণ আমি ফোন বেশিক্ষণ দেখতে নিষেধ করেছে। আর যেহেতু আমি স্কেচ করি স্কেচ করারস সময় চোখের উপর খুব চাপ পড়ে।

যার কারণে আমার স্কেচ করতে সময় লেগে যাচ্ছে। আজকে ভাবলাম অল্প অল্প করে আঁকাই। এবং সেটা পোস্ট করি। আজকে নতুন একটা 3d স্কেচ করার চেষ্টা করলাম। আসলে এই স্কেচের কোনো সিমা নেই যে এর পিছনে যেমন সময় সে নতুন নতুন স্কেচ করতে পারবে এবং দিন দিন হাতের কাজ ভালো হবে।

আজকে আমি সকালে কিছুটা আঁকিয়ে রেখেছি। তারপর বিকালে আঁকানো সম্পূর্ণ করে একটু বাইরে গিয়েছিলাম। তারপর রাতে বাড়িতে এসে মার্কার কলম ও স্কেচ করে আমার আঁকানোটা সম্পূর্ণ করলাম।

উপকরণ

1000009250.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি। কারণ 3d স্কেচ করার জন্য মার্কার কলম অত্যাবশ্যক।

১ম ধাপ

1000009182.jpg

প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।

২য় ধাপ

1000009236.png

স্কেল ব্যবহার করে প্রতিপাশে ১২" করে একটা চতুর্ভুজ আঁকায় নিলাম। আজকের আঁকানোয় প্রতিটা মাপই খুব গুরুত্বপূর্ণ। তারপর দুই পাশে ৪" করে মাপ নিয়ে নিলাম। এবং পরে সেই মাপ অনুযায়ী আড়াআড়ি দাগ টেনে নিলাম।

৩য় ধাপ

1000009237.png

তারপর স্কেলের সাহায্যে প্রতি পাশে ১/২" করে মাপ করে নিলাম। এখনে খুব সাবধানতার সাথে মাপ গুলো নিতে হবে, নয়তো আঁকানোয় সমস্যা হতে পারে।

৪র্থ ধাপ

1000009238.png

আগে যে ১/২" করে মাপ নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী প্রথমে দুই পাশে লম্বালম্বি ভাবে দাগ টেনে নিলাম।

৫ম ধাপ

1000009239.png

লম্বালম্বি ভাবে দাগ টানার পর এবার আড়াআড়ি দাগ টেনে নিলাম।

৬ষ্ঠ ধাপ

1000009240.png

তারপর মাঝখানের অংশে প্রথমে লম্বালম্বি এবং পরে আড়াআড়ি দাগ টেনে নিলাম। এখানে সব দাগ টানা হয়েছে আগের মাপ অনুযায়ী।

৭ম ধাপ

1000009241.png

পরবর্তীতে যে অংশ টুকু বাকি ছিল সেই অংশ টুকু আড়াআড়ি ও লম্বালম্বি দাগ টেনে নিলাম।

৮ম ধাপ

1000009242.png

এবার মার্কার দিয়ে কালার করার পালা। প্রথম নিচের অংশ দিয়ে কালার করা শুরু করলাম।

৯ম ধাপ

1000009243.png

তারপর একে একে এক পাশের সব ঘর গুলো ভালো করে মার্কার কলম দিয়ে কালার করে নিলাম।

১০ম ধাপ

1000009244.png

পরবর্তীতে স্কেচের যে অংশ কালার করতে বাকি ছিল সেই অংশ টুকু কালার করে নিলাম।

১১তম ধাপ

1000009245.png

তারপর আঁকানোর পর যে অতিরিক্ত দাগ গুলো ছিলো সেগুলো রাবার দিয়ে মুছে নিলাম।

১২তম ধাপ

1000009246.png

আজকে আঁকানোর সময় ভুল করে এক যায়গায় কার্কার দিয়ে কালার করার সময় বেশি দাগ পড়ে গিয়েছিল। আর মার্কার এর দাগ তো আর মোছা যায় না তাই ওইটা মেকাপ করার জন্য একটা অন্য ডিজাইন করে নিলাম।

১৩তম ধাপ

1000009247.png

তারপর স্কেচটা কিছুটা রিয়েলিস্ট করার জন্য পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম এবং হালকা তুলা দিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।

ফাইনাল লুক

1000009249.jpg

অবশেষে আমর আঁকানো সব কমপ্লিট। দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টা করার পর একটাই আমার ফাইনাল লুক।

আশা করি আপনাদের আমার আঁকানো 3d স্কেচটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।

'সমাপ্ত'

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 yesterday 

বরাবরের মতো আবারো আপনি আমাদের সাথে থ্রিডি স্কেচ তৈরি করে শেয়ার করেছেন যেটা দেখতে অনেকটা কাগজ ভাজ করার মত মনে হচ্ছে আসলে এই ধরনের ডিজাইনগুলো সাধারণত বিভিন্ন ধরনের জামার মধ্যে আমি দেখেছিলাম এই প্রথম থ্রিডি স্ক্রেসে আপনার ফটোগ্রাফিতে দেখতে পেলাম অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে থ্রিডি স্কেচ তৈরি করার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82053.77
ETH 1874.93
USDT 1.00
SBD 0.79