3D স্কেচ।
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...
![]() |
---|
ছবিটা দেখে মনে হচ্ছে না, দুইপাশ দিয়ে কাগজ ভাজ করা আছে? |
---|
বিগত পোস্টেই আমি আপনাদের জানিয়েছিলাম যে আমার চোখের সমস্যা কারণে ডক্টর দেখাতে গিয়েছিলাম। ডক্টর চোখে কম চাপ দিতে বলেছে। এজন্য আমি আপনাদের মাঝে নিয়মিত পোস্ট করতে পারছি না। কারণ আমি ফোন বেশিক্ষণ দেখতে নিষেধ করেছে। আর যেহেতু আমি স্কেচ করি স্কেচ করারস সময় চোখের উপর খুব চাপ পড়ে।
যার কারণে আমার স্কেচ করতে সময় লেগে যাচ্ছে। আজকে ভাবলাম অল্প অল্প করে আঁকাই। এবং সেটা পোস্ট করি। আজকে নতুন একটা 3d স্কেচ করার চেষ্টা করলাম। আসলে এই স্কেচের কোনো সিমা নেই যে এর পিছনে যেমন সময় সে নতুন নতুন স্কেচ করতে পারবে এবং দিন দিন হাতের কাজ ভালো হবে।
আজকে আমি সকালে কিছুটা আঁকিয়ে রেখেছি। তারপর বিকালে আঁকানো সম্পূর্ণ করে একটু বাইরে গিয়েছিলাম। তারপর রাতে বাড়িতে এসে মার্কার কলম ও স্কেচ করে আমার আঁকানোটা সম্পূর্ণ করলাম।
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি। কারণ 3d স্কেচ করার জন্য মার্কার কলম অত্যাবশ্যক।
১ম ধাপ
![]() |
---|
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।
২য় ধাপ
![]() |
---|
স্কেল ব্যবহার করে প্রতিপাশে ১২" করে একটা চতুর্ভুজ আঁকায় নিলাম। আজকের আঁকানোয় প্রতিটা মাপই খুব গুরুত্বপূর্ণ। তারপর দুই পাশে ৪" করে মাপ নিয়ে নিলাম। এবং পরে সেই মাপ অনুযায়ী আড়াআড়ি দাগ টেনে নিলাম।
৩য় ধাপ
![]() |
---|
তারপর স্কেলের সাহায্যে প্রতি পাশে ১/২" করে মাপ করে নিলাম। এখনে খুব সাবধানতার সাথে মাপ গুলো নিতে হবে, নয়তো আঁকানোয় সমস্যা হতে পারে।
৪র্থ ধাপ
![]() |
---|
আগে যে ১/২" করে মাপ নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী প্রথমে দুই পাশে লম্বালম্বি ভাবে দাগ টেনে নিলাম।
৫ম ধাপ
![]() |
---|
লম্বালম্বি ভাবে দাগ টানার পর এবার আড়াআড়ি দাগ টেনে নিলাম।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
তারপর মাঝখানের অংশে প্রথমে লম্বালম্বি এবং পরে আড়াআড়ি দাগ টেনে নিলাম। এখানে সব দাগ টানা হয়েছে আগের মাপ অনুযায়ী।
৭ম ধাপ
![]() |
---|
পরবর্তীতে যে অংশ টুকু বাকি ছিল সেই অংশ টুকু আড়াআড়ি ও লম্বালম্বি দাগ টেনে নিলাম।
৮ম ধাপ
![]() |
---|
এবার মার্কার দিয়ে কালার করার পালা। প্রথম নিচের অংশ দিয়ে কালার করা শুরু করলাম।
৯ম ধাপ
![]() |
---|
তারপর একে একে এক পাশের সব ঘর গুলো ভালো করে মার্কার কলম দিয়ে কালার করে নিলাম।
১০ম ধাপ
![]() |
---|
পরবর্তীতে স্কেচের যে অংশ কালার করতে বাকি ছিল সেই অংশ টুকু কালার করে নিলাম।
১১তম ধাপ
![]() |
---|
তারপর আঁকানোর পর যে অতিরিক্ত দাগ গুলো ছিলো সেগুলো রাবার দিয়ে মুছে নিলাম।
১২তম ধাপ
![]() |
---|
আজকে আঁকানোর সময় ভুল করে এক যায়গায় কার্কার দিয়ে কালার করার সময় বেশি দাগ পড়ে গিয়েছিল। আর মার্কার এর দাগ তো আর মোছা যায় না তাই ওইটা মেকাপ করার জন্য একটা অন্য ডিজাইন করে নিলাম।
১৩তম ধাপ
![]() |
---|
তারপর স্কেচটা কিছুটা রিয়েলিস্ট করার জন্য পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম এবং হালকা তুলা দিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।
ফাইনাল লুক
![]() |
---|
অবশেষে আমর আঁকানো সব কমপ্লিট। দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টা করার পর একটাই আমার ফাইনাল লুক।
আশা করি আপনাদের আমার আঁকানো 3d স্কেচটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বরাবরের মতো আবারো আপনি আমাদের সাথে থ্রিডি স্কেচ তৈরি করে শেয়ার করেছেন যেটা দেখতে অনেকটা কাগজ ভাজ করার মত মনে হচ্ছে আসলে এই ধরনের ডিজাইনগুলো সাধারণত বিভিন্ন ধরনের জামার মধ্যে আমি দেখেছিলাম এই প্রথম থ্রিডি স্ক্রেসে আপনার ফটোগ্রাফিতে দেখতে পেলাম অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে থ্রিডি স্কেচ তৈরি করার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।