Better Life With Steem || The Diary game || 4/1/2025
হ্যালো গায়েজ,,,
সবাইকে আসসালামু আলাইকুম,,
বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি আবার সুন্দর একটি নতুন ভোরের আলো দেখতে পেলাম। প্রতিদিন এর মত দেরি না করে আবারো আপনাদের মাঝে চলে এসেছি আজকে ডাইরি গেম নিয়ে।
আজকে সকালে ঘুম থেকে উঠে খুব ভালো লাগছিল, চারিদিকে মিষ্টি রোদের আলো জানালার ফাঁক দিয়ে রোদ ওকি দিচ্ছে। জানালা দিয়ে চোখে রোদ পরল ; তারপরে ঘুম থেকে উঠে গেলাম তখন সকাল কয়টা তাও জানিনা। আমি ওঠার পর বেচিনে হাত মুখ ধুতে গেলাম, এদিকে ছেলে আমাকে বিছানায় না পেয়ে সে আমার কাছে আসে তারপর ওকেও আমার সঙ্গে মুখ হাত ধুয়ে দিলাম।
মা - ছেলে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে তারপর রান্না ঘরে গেলাম সকালের জন্য নাস্তা বানাতে। আজকে সকালে নাস্তা বানিয়েছি রুটি আর কালকের রান্না বাধাকপি ছিল ওগুলো দিয়ে নাস্তাটা সেরে নিলাম। আমি যখন প্রতিদিন সকালে রুটি বানাতে যাই এমনকি ছেলেও আমার পাশে বসে ও নিজের মতন করে সকালে নাস্তা বানায় যেগুলো খাওয়া যায় না ওর খেলার কাজে দরকার হয়।
এরপরে সকালের নাস্তা করে ছেলের সাথে কিছুক্ষণ বসে কার্টুন দেখি। আসলে কার্টুন দেখার অভ্যাস আমার নেই; ছেলেকে খাওয়াচ্ছি ও কার্টুন দেখছে তার মাঝে আমিও দেখছি। ছেলেকে সকালে নাস্তা খাইয়ে দিয়ে তারপর আমি গেলাম রান্না ঘরে। রান্না ঘরে যেতেও প্রায় এগারোটার মতো ভেজে গেল।
আজকের রান্না করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গেল। রান্না শেষ হলে আগে সাহেবের এবং ছেলে কতগুলো কাপড়-চোপড় ধুয়ে দেই তারপর ছেলেকে গোসল করিয়ে দেই। ছেলেকে গোসল করিয়ে দিয়ে পরিপাটি করে রেখে তারপর আমার গোসল করাটা সেরে নিলাম। গোসল করে জোহরের নামাজ পড়ে তারপর ছেলেকে দুপুরে খাবার খাইয়ে দি।
ছেলের ভাত খাওয়া হয়ে গেলে তারপর সাহেবকে জিজ্ঞেস করি তাকে খেতে দেবো কিনা সে বলছে কিছুক্ষণ পর খাবে। তারপরে আমার খাওয়া আমি খেয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে বেশিক্ষণ আর হাটাহাটি করিনি সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে শুয়ে পড়ি ছেলে ঘুমিয়ে পড়ে তারপর আমিও ঘুমিয়ে যাই।
এরপর চারটার সময় আসরের আজান দিলো আজান শুনে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ওজু করে আসরের নামাজ পড়ি। আসরের নামাজ পড়ে কিছুক্ষণ ফোন ব্যবহার করি ছেলে ঘুমাচ্ছিল ওর পাশে বসে। তারপর আমার খালামণি ফোন দিল তার সাথে ১০-১৫ মিনিটের মতন কথা বলি।
এরপর সন্ধ্যা নেমে আসলো মাগরিবের আজান দেওয়ার নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে কিছুক্ষণ বাদে মা ছেলে মিলে সন্ধ্যায় নাস্তা করি। আজকের লেখাটুকু সন্ধ্যা পর্যন্তই থাক সামনে আর এগোলাম না । এখানেই লেখা শেষ করতে চাই (আল্লাহ হাফেজ)
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
আজ দুদিন হয় ঘুম থেকে উঠেই রোদের দেখা পায় কি যে ভালো লাগে।। সকালের নাস্তা দেখতে বেশ সুন্দর লাগছে আর হ্যাঁ করলা আমার অসহ্য একদম খেতে পারি না।। পরিবারে সন্তানদের বেশ খেয়াল রাখেন আপনি।। ধন্যবাদ একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
আলহামদুলিল্লাহ, আপনার দিনটি খুব সুন্দরভাবে কাটিয়েছেন দেখে ভালো লাগল। ছেলে-মায়ের ছোট ছোট মুহূর্তগুলো যেমন সকালে রুটি বানানোর সময় ছেলের খেলা, কিংবা কার্টুন দেখার সময় মিষ্টি সময়গুলো সত্যিই মনের শান্তি এনে দেয়। আপনার দিনটির বর্ণনা খুবই প্রাণবন্ত এবং সহজে বোঝা যায়। আল্লাহ আপনার ও আপনার পরিবারের ওপর রহমত দান করুন। আগামী দিনগুলোও এমন সুন্দর হোক আমিন। আল্লাহ হাফেজ।
খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে দিনটি কাটিয়েছেন। আপনার পোস্টটি পরে দেখলাম,আপনি আজকে হয়তো বা করল্লা ভাজি করবেন , করল্লা আমার আর মায়ের অনেক পছন্দের একটি সবজি! কাটুন দেখতে আমি অনেক ভালবাসি, এই বয়সে এসেও আমি মাঝে-মাঝে কার্টুন দেখি। সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।