Better Life With Steem || The Diary game || 26/09/2024
এই দুই তিনদিন ধরে রহমতে বৃষ্টি পড়ার কারণে, পরিবেশটা খুব ঠান্ডা। এতদিনে গরমে হাহাকার করেছি তাই আল্লাহ দেওয়া রহমতের বৃষ্টির কারণে খুব ভালো আছি। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আবার আজকে ডাইরি গেম নিয়ে হাজির হলাম।
সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। আমি শোয়া থেকে উঠে পড়েছি সঙ্গে সঙ্গে ছেলে উঠে গেল আর সাহেবও উঠে আবার শুয়ে রইলো। ছেলে উঠার পড়ে দাঁত ব্রাশ করিয়ে মুখ দিলাম তারপর গেলাম রান্নাঘরে সকলের জন্য নাস্তা বানাতে।
আমি নাস্তা বানাতে গেলাম, সাহেব এদিকে বাজারে গেল কিছু মুদি বাজার আনতে। আমার নাস্তা বানানো শেষ হতে না হতেই সাহেব বাজার থেকে এসে হাজির হয়েছে। সে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলো তারপর তাকে সকালের নাস্তা খেতে দিলাম। সে সকালের নাস্তা খেয়ে গোসল করে মার্কেটে বেরিয়ে পড়ল।
সকালে খাওয়া-দাওয়া পর্ব শেষ করে তারপর দুপুরে রান্না করার পর্বে কাজে লেগে পড়ি। আগে ভাতটা চুলায় বসিয়ে দিয়ে তারপর এদিকে আমি মাছ কাটতে বসি। মাছ কাটাকাটি ধুয়ে রেখে তারপর গেলাম ছেলের কাছে দেখি ছেলে একা একা রুমে কি করে। গিয়ে দেখি ছেলে নুডুলস খাচ্ছে আর ফোন দেখছে। আর বিছানাটা একদম পুরো অগোছানো হয়ে আছে। সকালে ঘুম থেকে ওঠার পর বিছানার দুইবার গুছিয়ে রেখেছি তারপর আবার যেয়ে দেখি বালিশ এবং ছেলে খেলনায় সবকিছু এলোমেলো হয়ে আছে।
সবকিছু কাজ আমি যেমন তেমন এড়িয়ে চলতে পারি কিন্তু বিছানা এলোমেলো হয়ে থাকা ঘর নোংরা হওয়া এই জিনিসগুলো আমি একদম ভালো পাই না। শত ব্যস্ত থাকার এবং কাজের চাপের ভিতর এই দুইটা জিনিস আমি সবসময় ঠিক গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে বিছানাটা গুছিয়ে তারপর রুমটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে আবার চলে যাই। রান্নাঘরে গিয়ে দেখি আরেক কান্ড এদেরকে গ্যাসটাও শেষ হয়ে গেছে।
গ্যাস শেষ হওয়ার পর ফোন দিলাম এরপর আধা ঘন্টার ভিতরে গ্যাসওয়ালা সিলিন্ডার নিয়ে আসে। তারপর আস্তে আস্তে করে রান্নাবান্না করা শুরু করে দি তখন বাজে দুপুর ২ টা। রান্নাবান্না শেষ হতে অনেকটা সময় লেগে গেল তারপর ছেলেকে হাতমুখ ধুয়ে আনি আর আমি গোসল করে আসি। গোসল শেষ করে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ছেলেকে দুপুর খাবার খাওয়াতে বসি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেল রান্নায়। ছেলে খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা খেয়ে নিলাম।
খেতে খেতে প্রায় তিনটা ৫০ বাজে গেল,আমার খাওয়া শেষ হলে তারপর ছেলেকে নিয়ে শুয়ে পড়ি। ছেলেকে ঘুম পড়াতে ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়ি, এরপর সেই ঘুম থেকে সন্ধ্যা ছয়টার সময় উঠি। উঠে মুখ ধুয়ে আর নামাজ পড়তে পারিনি সময় ছিল না। হাতমুখ ধুয়ে এসে কিছুক্ষণ বসে তারপর রান্না করে চলে যাই কিছু বাদাম ভাজি।
বাদাম ভেজে রুমে এসে বসি তারপর পাশের বাসায় ভাবি আসে। তারপর কিছু কথা নিয়ে আলোচনা করছি আর বাদাম খাচ্ছি। বাদাম খাওয়ার পর এক গ্লাস পানি খেয়ে তারপর পোস্ট লিখতে বসলাম। পোস্ট লেখার মধ্যে ছেলে আবার বলছে বিস্কুট খাইয়ে দাও তাও আবার কার্টুন দেখে তারপর অল্প কিছু পোস্ট লেখার পর ছেলেকে বিস্কুট খাইয়ে দিলাম। ওর খাওয়া শেষ হলে তারপর বাকি পোস্ট লেখাটা শেষ করি। এইতো এভাবেই করে আজকের সন্ধ্যার মুহূর্তটা পার করি। আজকের মত লেখা এখানেই সমাপ্ত করছি [আল্লাহ হাফেজ]
Thank You So Mrch For Reading My Blog |
---|
আমরা সাধারণত বাজার থেকে বাদাম কিনে খাই অনেক দাম দিয়ে কিন্তু কাঁচা বাদাম কিনে এসে বাড়িতে ভাজলে অর্ধেক দামের ভেতরে অনেক বাদাম আমরা খেতে পারি। অবশ্য বাদাম ভাজা অনেকটাই জটিলতা কেননা বালির মধ্য দিয়ে বাদাম ভাজতে হয়। তাই এই কষ্টটা কেউ করতে চায় না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালো হবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।