Better Life With Steem | | The Diary Game | | 30 june, 2024

in Incredible India6 days ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন।আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি।আজকে আমার অতিবাহিত দিনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


IMG_20240630_204531.jpg


বাসায় আসলেই আমার ঘুম ভাঙে বাবার ডাকে।তখন বাজে ৭টা।ঘুম আমার কোনমতেই ছাড়ছে না।আর এদিকে বাবার ডাকাডাকি।তাই আমি খুব কষ্ট করে ঘুম থেকে ইঠলাম।এরপর আমাকে এবং আমার বড়ভাইকে একটা কাজ দেখাই দিলো।আসলে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে নিই আগে।বিষয়টি হচ্ছে আমার ছোট বোনের বেশ কয়েকদিন আগে বিয়ে হইছে।এখন ওর বিদায় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আগামী ৫ তারিখ তার বিদায় অনুষ্ঠান।

তো আমাদের কার্যক্রম শুরু হবে আগামী ৩ তারিখ থেকে।তাই আমরা আমাদের বাড়ির সকল কাজকর্ম করে নিচ্ছি।আমাদের আজকে উঠানটা পুরোপুরি ক্লিয়ার করতে বলেছিলো।আসলে অনেক জিনিসপত্র এবং গাছপালায় উঠানটি জরাজীর্ণ হয়ে গেছে।এরপর আমরা হালকা নাস্তা করে নিলাম।নাস্তা করার পর কাজে লেগে পড়লাম।টানা ১১ টা পর্যন্ত কাজ করার পর আমরা বিশ্রাম করি।এরপর রান্না হয়ে গেলে খাওয়া করে নিই।খাওয়া শেষে আমরা বাকি কাজ সম্পন্ন করে নিই।


IMG_20240630_200210.jpg


দুপুর হতেই আমি গোসল করে নিই।এরপর আমি আমাদের বাসার বাইরে বের হয়ে টঙে কিছুক্ষন সময় অতিবাহিত করি।আমাদের বাসায় কাঠ কাটার জন্য একজন কাঠুরেকে আনা হয়েছিলো আজকে।সে সারাদিন ধরে কাঠ কেটেছিলো আজকে।আমি অনেক অবাক হয়েছিলাম।একজন মানুষ এতো কঠোর পরিশ্রম করতে পারে।যাই হোক এরপর আমি আবার বাসায় এসে পৌছালাম।এরপর আমি বাসায় এসেই দেখি আমার মামাতো ভাই এসেছে।

আমি তাকে দেখে পুরাই খুশি হয়ে গেছি। কারণ নানাবাড়ি থেকে তেমন মানুষ ঘুরতে আসেনা।কিন্তু বাসায় বিয়ের আমেজে তাকে হয়তো আর বাসায় ভালো লাগতেছিলো না।তাই সে আমাদের বাসায় ঘুরতে এসেছে।এরপর আমরা একসাথে বসে খাওয়া করে নিই।খাওয়া শেষ করে তার সাথ দীর্ঘ সময় ধরে আড্ডা দিই।এরপর সে আমার বড়ভাইয়ের সাথে ঘুরতে চলে যায়।


IMG_20240630_200352.jpg


বিকেল হতেই আমি চলে যাই বাসার বাইরে।গিয়েই দেখি আমার লালু খাবার খাচ্ছে।আসলে লালুর সাথে আমি প্রায় দেখা করি।হয়তোবা আপনাদের সাথে শেয়ার করা হয় না।তবে লালুকে আর আগের মতো সবাই ভালোবাসেনা।লালু এখন একাকিত্ব জীবন যাপন করছে।তাই আমি আসলে সে একটু খুশি হয়েই যায়।

এরপর আমি তার একটা ছবি ক্যামেরাবন্দী করে রাখি।আরো বেশ কিছু জিনিসের ফটোগ্রাফি করলাম।এরপর আমি কিছুক্ষণ একা একা ঘুরাঘুরি করি।ভালো একটা সময় অতিবাহিত করার পর বাসায় চলে আসি।এরপর আমার বাবার কথামতো বেশ কিছু দুরের আত্মীয়দের ফোনের মাধ্যমে আমন্ত্রণ করি।আমার কিছু বন্ধুবান্ধবদেরও ফোনের মাধ্যমে আমন্ত্রণ করি।


IMG_20240630_200313.jpg


রাত হতেই আমি আমার কমিউনিটির চিন্তায় বিভর হয়ে পড়ি।এই সপ্তাহে আমার নানান কর্মব্যাস্ততার কারণে এনগেজমেন্ট একটু খারাপ হয়ে গেছে।তাই আমি কিছু মন্তব্য করা শুরু করি।দশটার মতো মন্তব্য করার পর আমি আমার দিনলিপি লিপিবদ্ধ করা শুরু করি।এরপর আমি কিছুক্ষণের মধ্যেই ডায়েরি গেম লিপিবদ্ধ করি। আজকে আবার টিউটোরিয়াল ক্লাস আছে।বাংলাদেশ সময় রাত ৯ টার সময়। তাই আমি প্রস্তুত হয়ে আছি ক্লাসে উপস্থিত থাকার জন্য।


IMG_20240630_200822.jpg



ধন্যবাদ

Sort:  
Loading...
 5 days ago 

আপনারা সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ৫ তারিখে আপনার বোনের বিদায়ের অনুষ্ঠান আছে ।আসলে বাড়িতে কোন অনুষ্ঠান থাকলে অনেক কাজ থাকে। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ।ভালো থাকবেন।

 5 days ago 

আসলেই কিন্তু বাসায় কোনো অনুষ্ঠান থাকলে অনেক কাজকর্মের চাপ পড়ে যায়।আমি গত কয়েকদিন যাবত একটু শান্তিমতো ঘুমাতে পারছি না। দায়িত্ব অন্য রকমের একটা বিষয়। যতদিন না বাসা থেকে অনুষ্ঠান শেষ হচ্ছে ঠিক ততদিনে আমাকে এভাবেই ব্যাস্ততায় কাটাতে হবে।আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 5 days ago 

মানুষ বলে না পশুপাখি বলেন যদি কারো সাথে আপনার সম্পর্কটা ভালো হয়ে যায় তাহলে দেখবেন সেই পশু কিংবা পাখি আপনাকে ছাড়া কখনই ভালোভাবে থাকতে পারবে না, তাকিয়ে রেখে কোন জায়গায় চলে যান তার মনটা আসলেই খারাপ হয়ে যায়। আপনি যে লালুর কথাটা আপনি বলেছেন এ ঠিক আপনাকে ভালোবাসে বলে আপনি যখন তাকে থুয়ে চলে যান তখন তার মনটা খারাপ হয়ে যায়।

 5 days ago 

লালুর প্রতি আমার মনে অগাধ ভালোভাসা আছে।যতদিন বাসায় থাকি ঠিক ততদিনে লালুর খেয়াল রাখার চেষ্টা করি।আসলে কি জানেন এদের ভালোবাসা কখনোই মিথ্যা হয় না।এরা প্রকৃত ভালোবাসা দিতে জানে।আর হ্যাঁ,, সসংস্পর্শে থাকলে সব কিছুই প্রিয় হয়ে উঠে।এটাই বাস্তবতা।

 3 days ago 

এটুকু খুব ভালোভাবে বুঝতে পারছি যে, বোনের বিয়ের কারনে আপনার উপর কাজের অনেক চাপ পড়েছে। গাছপালায় ঢাকা বাড়ির উঠানটা পরিষ্কার করেছিলেন। দেখতে দেখতে আপনার লালু অনেক বড় হয়ে গিয়েছে। কলা গাছের কাধিটা তো অনেক বড় হয়েছে। আমাদের বাড়িতেও কলা গাছ রয়েছে। একবার কলার ভারে সম্পূর্ণ গাছটা ভেঙ্গে পড়েছিলো৷ ভালো থাকবেন।

 3 days ago 

যেহেতু বাসায় ফিরে এসেছেন তাই বাসার কাজ গুলো সম্পন্ন করতে হবে। আসলে একজনের দ্বারা সরকার সম্পন্ন করা সম্ভব না। তবে আপনারা গাছের কাজ খুব সুন্দরভাবেই করে নিয়েছেন। আপনার মামাতো ভাই আপনাদের বাসায় বেড়াতে এসেছে এটা খুবই ভালো একটা খবর। একেবারেই ঠিক আমরা যখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। তখন কমিউনিটির মধ্যে আমাদের এনগেজমেন্ট একেবারেই কমে যায়। অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 3 days ago 

বাসায় ছোট বোনের বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের অনেক ব্যস্ত থাকতে হবে।। ছোট বোনের বিয়ে অনেক দায়িত্ব ভাইদের উপর থাকে।। যেহেতু বিয়ে তাই মামাতো ভাই এসেছে আর পাঁচ তারিখে বিয়ে হয়তো তার আগে অনেক আত্মীয়-স্বজন চলে আসবে অনেক মজা করি ছোট বোনের বিয়ের অনুষ্ঠান করবেন।। আর হ্যাঁ আমাদের কিন্তু এখনো দাওয়াত দেননি ভাই এটা কিন্তু হবেনা 🤣

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56400.87
ETH 2980.27
USDT 1.00
SBD 2.19