"কতই না আনন্দ হতো যদি আবার শৈশবকাল ফিরে পেতাম:-

in Incredible India11 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের শৈশব নিয়ে কিছু আলোচনা করি।

কতই না আনন্দ হতো যদি আবার শৈশবকাল ফিরে পেতাম:-

pexels-archie-binamira-754769.jpgpexels

শৈশবের স্মৃতি বড় আনন্দ বড় মধুর। এখন এই যুবক বয়সেও মনে পড়ে আবছা আবছা কিছু ঘটনা। মনে পড়ে কি অবাক চোখে তাকিয়ে থাকতাম চাঁদের দিকে, তারাদের মেলার দিকে। আর ভাবতাম আল্লাহ কত ভালো! আমাদের জন্য কি সুন্দর চাঁদ বানিয়েছেন। তাই আল্লাহকে ভালবাসতে হবে এবং আল্লাহর এবাদত করতে হবে।

এক দিনের কথা মনে পড়ে, একটা করে বই স্কুলে নিয়ে যায়। দিনে একটা করে অক্ষর পড়ি আর একটা করে বই ছিঁড়ি। আমার মনে হতো, বইটা না ছিঁড়লে কিছু যে পড়া হয়েছে, তা সবাই বুঝতে পারবে না। মা যখন স্কুলে রেখে আসতেন তখন "এক টাকা দিয়ে চারটি চকলেট" কিনে ম্যাডামের হাতে দিয়ে আসতেন, যখন কান্না করতাম তখন একটি করে চকলেট দিতেন আর বলতেন একটি অক্ষর লিখতে পারলে আরো একটি চকলেট দেবো।

সেই শৈশবের ঘটনা, কিছুটা মনে পড়ে, কিছুটা মনে পড়ে না।

কাদামাটি দিয়ে অনেক সময় নিয়ে, অনেক যত্ন করে একটা ঘর বানালাম। বড়রা বড় বড় ঘর বানিয়ে কেমন আনন্দ পাই তা জানা ছিলো না। কিন্তু আমাদের কাদা মাটির খেলনা ঘর যখন তৈরি হলো তখন যে কত খুশি লাগছে তা বলে বুঝানো যাবে না।

কিন্তু দুদিন পরেই ভেঙ্গে গেল দুদিনের খেলাঘর। কিভাবে ভেঙ্গেছিল আর আমার মনের অবস্থা কেমন ছিল তার কিছুই আজ মনে নেই। অনেক সময় এমন হয়েছে বন্ধুদের সাথে খেলতে খেলতে আবার হঠাৎ করে বন্ধুদের সাথেই একটু কথা কাটাকাটি হতো আর তখনই একে অপরের ঘর ভেঙে ফেলতাম।

pexels-suzy-hazelwood-2855628.jpgpexels

কখনো হয়ত কেঁদেছিলাম আবার কখনো হয়ত কাঁদিনি।

আশ্চর্য! আনন্দের কথাটুকু তো স্পষ্ট মনে পড়ছে, কিন্তু দুঃখের অংশটুকু মনের স্মৃতি থেকে একেবারে হারিয়ে গেছে। মানুষ মনে হয় আনন্দ লোভী তাই আনন্দের স্মৃতি মনে ধরে রাখতে ভুলে না। কিন্তু দুঃখ তার বড় ভয়, তাই দুঃখের কথা ভুলে থাকতে চায়।

এটা হয়তো শুধু আমার বেলা হয়েছে, আপনাদের কথা জানিনা। অন্যদের অভিজ্ঞতা হয়তো অন্যরকম, মানব চরিত্র তো বড়ই বিচিত্র।

শৈশবের দিনগুলো পিছনে ফেলে অনেক দূরে চলে এসেছি। আমার চারপাশে কিশোর ও যৌবনের ভিন্ন এক জগত। এখনতো নিজেকে গড়ে তোলার সময়, যাতে অন্ধকারের ঘেরা এই সমাজে আমি দ্বীনের দাওয়াত নিয়ে দাঁড়াতে পারি এবং হকের আওয়াজকে উঁচু করতে পারি।

কিন্তু আমি কি পারব নদীর স্রোতে ভেসে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে? চারো দিকে যেমন পাপের ছড়াছড়ি নীতি ও নৈতিকতার যেমন টানাটানি তাতে অনেক ভয় হয়। তখন ইচ্ছে করে আবার শৈশবে ফিরে যেতে। আবার যদি হতাম সবার আদরের সেই ছোট্ট শিশু।

আজকের শিশুদের যখন দেখি তখন বড় করুণা হয়। এখন শিশুদের মাঝে কোথায় যেন কি একটা পরিবর্তন এসেছে, যা অনুভব করা যায় কিন্তু বলে বোঝানো যায় না।(অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আজকের শিশুদের কি হলো? তারা আজ কলম কে ছেড়ে দিয়ে মোবাইল ফোন হাতে ধারণ করেছে। তারা আজ বইকে বর্জন করে মোবাইলকে কাছে টেনে নিয়েছে) কিন্তু আমাদের বড়রা তো ছোটবেলায় এমন ছিলেন না, তাহলে আমরা কাদেরকে অনুসরণ করে বই খাতা কে ছেড়ে দিয়ে মোবাইলকে সঙ্গী বানিয়ে নিয়েছি?

1701025800112.jpg মামাতো ভাই
1701026431502.jpg মামাতো ভাই
1701026249836.jpg মামাতো ভাই

কিন্তু আবার নিজে নিজেই চিন্তা ভাবনা করি নাহ শৈশবে ফিরে যাওয়ার কোন দরকার নেই সামনে এগিয়ে যাওয়াই তো জীবনের ধর্ম! আমি আমার কাজ করি আল্লাহ নিশ্চয় আমাকে রক্ষা করবেন।

অবশ্যই সকলেই শৈশবকালের লেখাটি পড়ে আপনাদের শৈশবের কিছু কথা উল্লেখ করবেন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

10% for beneficiary in community @meraindia account

Sort:  
 11 months ago 

মানুষ মনে হয় আনন্দ লোভী তাই আনন্দের স্মৃতি মনে ধরে রাখতে ভুলে না। কিন্তু দুঃখ তার বড় ভয়, তাই দুঃখের কথা ভুলে থাকতে চায়।

খুব ভালো লাগলো আপনার এই বাক্য গুলো। আসলেই,আমরা সহজাতভাবেই দুঃখ কে ভয় পায়।মেনে নিতে কষ্ট হয়। তাই যতটুকু সম্ভব আড়াল করে রাখতে চাই।হ্যাঁ আপনার সাথে একমত পোষণ করছি। শৈশব টা কে যদি ফিরে পাওয়া যেত কোন কিছুর বিনিময়ে, তাহলে আমি আবারও চলে যেতাম।মধু মাখা শৈশবে।
খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

সম্পূর্ণ লেখাটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাকেও সবসময় ভাল রাখুক।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

Loading...

It's truly surprising! The joyous moments are vivid, but somehow, a portion of sorrow appears to have slipped away from memory. People tend to hold onto memories of joy, as they cherish happiness, yet there's a strong inclination to push away the memories of sorrow due to the fear associated with it.

Thank you very much for reading the article and leaving a valuable comment.

You are welcome 😊

Inviting you in my post too 😇

প্রত্যেক মানুষের জীবনেই শৈশবকাল রয়েছে। আর সেই শৈশ্যকালের স্মৃতি সবারই কমবেশি মনে পড়ে। সবারই মনে চায় শৈশবের সেই মধুর স্মৃতি মধুর সময় ফিরে যেতে। কিন্তু আমাদের চাওয়ার শুধু চাওয়াই রয়ে যাবে কখনোই ফিরে যাওয়া সম্ভব হবে না। আপনার পোস্টটি সম্পূর্ণ পড়ে বেশ কিছু বিষয় ভালো লেগেছে। যেমন ঃ আপনি নিজে নেয়নীতি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে জীবনের মন্দ দিকগুলো ছুড়ে ফেলতে চেয়েছেন এটা আমাদের সবারই চাওয়া এবং পাওয়া। কারণ এ পৃথিবীতে আল্লাহতালা আমাদের পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ। তাই আমাদের অবশ্যই এখান থেকে সামানা সংগ্রহ করতে হবে। এখান থেকে যদি আমরা সামানা সংগ্রহ না করি তবে আমাদের পরকালের জিন্দেগি অনেক কঠিন হবে, বিপদ হবে, তাই আপনার পোস্ট পড়ে দ্বীনের প্রতি এবং আখেরাতের প্রতি সজাগ হতে সহায়তা করলো। এইজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সম্পন্ন লেখাটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For November 2023 Curated by - <@goodybest>

Note:Try and engage meaningfully with fellow users, comment and upvote on their post, as this will help you to have good Voting CSI

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

Very nice advice, yes of course from now I will follow your advice regularly.

 11 months ago 

ভালো লাগলো আপনার লেখা পড়ে। আমিও একমত। আসলেই মানুষ আনন্দটাকে বেশি মনে রাখে।

ধন্যবাদ সুন্দর উপস্থাপন এর জন্যে।

 11 months ago 

সত্যিই তাই জীবনে যদি সেই শৈশবটা ফিরে পেতাম। তাহলে হয়তোবা কত আনন্দ উপভোগ করতে পারতাম। না বুঝে শৈশবের দিনগুলো পার করে ফেলেছি। এখন ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে সামনে, তখন নিজের শৈশবের কথা মনে পড়ে।

আজকে আপনার মামাতো ভাই আপনার সাথে বসে খেলাধুলা করছিল। আপনি তার এই বিষয়গুলো দেখে আপনার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল। আপনার পোস্ট পরিদর্শন করতে গিয়ে আমি নিজেও নিজের শৈশবটাকে চোখের সামনে উপলব্ধি করলাম। শৈশব নিয়ে চমৎকার ভাবে এত সুন্দর একটা বিষয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

সম্পূর্ণ লেখাটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে অনেক কষ্ট লাগে।। যদি ফিরে পেতাম সেই শৈশব কতই আনন্দ লাখতো ।। না থাকতো কোন চিন্তা কোন ভাবনা কোন যন্ত্রণা শুধু থাকতো আনন্দ‌ ভরা মুহূর্ত।।

আপনার পোস্টটি পড়ে সেই শৈশবের কথাগুলো খুবই মনে পরছে।। ধন্যবাদ আপনাকে শৈশবের স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য।।

ধন্যবাদ ভাই লেখাটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করার জন্য। আমাদের শৈশবের দিনগুলো কত আনন্দের ছিল। কিন্তু এখন সেই শৈশবের দিনগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68552.89
ETH 2454.37
USDT 1.00
SBD 2.36