Things Happening Around Me Sounds Not Good | My Life Today

in LifeStyle4 years ago

image.png
Source

কিছুই ভাল লাগছে না। দেশের অবস্থা বেশী ভাল না। এক তো করনা আতঙ্ক বিরাজ করছে তার উপর আবার মানুষের মধ্যে হানাহানি,যুদ্ধ-বিগ্রহ।

আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ আছে। আমার খুব কাছের একজন বন্ধু জানালেন যে গোলাগুলি হয়েছে ঢাকা বায়তুল মোকাররম ভবন থেকে চট্টগ্রাম এবং আরও কিছু জায়গায় মানুষ মারা গিয়েছে।

বিক্ষুব্ধ জনতা একজন আরেকজন এর জানের পিপাসু হয়ে ঘুরছে। কি লাভ এগুলো করে আর কেনই বা এগুলো করে মানুষ।

মানুষ হয়ে যদি মনুষ্যত্ববোধ না থাকে তাহলে কি লাভ মানুষ বলে নিজেকে পরিচয় দিয়ে? এর থেকে তো বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ভাল কারণ ওরা নিজ জাতের ক্ষতি করেনা অন্তত আর করলেও সেটা মেনে নেওয়া যায় কারণ ওরা মানুষ হিসেবে জন্ম নেয়নি।

জীবনে সমস্যার কি এতোটাই অভাব পড়ে গিয়েছে যে অন্যের জীবন কেড়ে নিতে হবে? এতো মারামারি, হানাহানি,যুদ্ধ-বিগ্রহ কেন? কি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি আমারা নিজেকে?

আমার মন কষ্টে জর্জরিত আশপাশের এই ধরনের খবর শুনে। অসহায় ভাবে ঘরে বসে থাকা ছাড়া প্রতিবাদ এর কোন পথ নেই আর যেই প্রতিবাদ করবে থাকেই হয়তো তার মহামূল্যবান জীবনটি চিরতরে হারাতে হবে।

এখন আর কেউ বীরপুরুষ নেই যে প্রাণ হারানোর ভয়কে তুচ্ছ করে প্রতিবাদ করে প্রাণ বিসর্জন দিবে, এমনকি আমিও পারবোনা জীবন উৎসর্গ করে দিতে কারণ আমিও আমার জীবনকে ভালবাসি আর এটাকে কোন কারণেই হারাতে চাই না।

মানুষ হিসেবে শুধু বিধাতার কাছে প্রার্থনা এটাই যেন কেউ আর কোন মৃত্যু উৎসবে না মেতে ওঠে। সুন্দর আর নিরাপদ হোক সবার জীবন!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96532.56
ETH 3442.08
SBD 1.55