Story Of Life When Start & When End, No One Can Decide That

in LifeStyle4 years ago

image.png
ছবি সংগ্রহ

'জীবনের গল্পে আছে বাকি অল্প' - এটা একটা গানের লাইন আজ এই গানের কথা নিয়ে কিছু কথা বলে ব্লগটা শেয়ার করব।
কার জীবনের গল্প কতোটুকু বাকি আছে বা কতোটুকু শেষ হয়ে গেছে এটা আমারা কেউই জানিনা কারণ জীবনের শুরু বা শেষ নির্ধারণ আমাদের হাতে নয় একমাত্র বিধাতার হাতে। তাই জীবনের গল্প যতোটুকুই বাকি থাকুক না কেন, আসুন মরার আগে সুন্দরভাবে বেঁচে থাকতে শিখি আমরা।

জীবন সবসময় একগতিতে এগিয়ে যায় না। চড়াই-উতরাই পার করে জীবন অতিবাহিত হয় আর জীবনে ইতিবাচক মনোভাব পোষণ করাই বুদ্ধিমানের কাজ। নেতিবাচক কথা ভেবে জীবনের মহামূল্যবান সময় নষ্ট করা নিতান্তই বোকামি বলে মনে হয় আমার।

সুযোগ সবার জীবনেই কড়া নাড়ে, কেউ সেটার যথাযথ ব্যবহার করতে পারে আর কেউ দুর্ভাগ্যবসত হয়তো পারেনা। এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত। আফসোস করাও এক ধরনের বোকামি কারণ এতেও জীবনের কিছু সুন্দর মূহুর্ত নষ্ট হয়ে যায়।জীবনের হার গুলোকে শিক্ষা আর জিত গুলোকে অর্জন বিবেচনা করে এগিয়ে যান। জীবন সত্যিই অনেক সুন্দর।

জীবনের গল্প বাকি আছে অল্প এটা একটা নেতিবাচক কথা তাই এটাকে ইতিবাচক ভাবে পরিবর্তন করে নিয়ে আমারা বলতে পারি, জীবনের গল্প শুরু হলো এই তো। আর যেটাকে আমার শেষ ভাবছি হতেও তো পারে সেটা একটা নতুন শুরু। তাই সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করাই বুদ্ধিমানের কাজ।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য!

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82586.01
ETH 1883.39
USDT 1.00
SBD 0.79