আজ অফিস ছুটির পর বাজারে ঘুরতে গিয়ে আনন্দ মুহূর্তে

in Account Booster 👍3 years ago (edited)

IMG_20220109_201653.jpg

আশাকরি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি । আমার আজ রাত আটটায় আমার ছুটি হয়েছিল। আমার ছুটির পর আমি একটি বাজারে ঘুরতে গিয়ে ছিলাম কিছু শাখ সবজি কিনার জন্য । আমি বাজারে ঘোরাঘুরি করতে দেখলাম বিভিন্ন রকমের শাক সবজি।

IMG_20220109_201653.jpg

তার মধ্যে আমার প্রিয় খাবার হলো পুঁই শাক আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। তাই আমি আজ রাতে বাজার থেকে পুঁই শাক এনেছিলাম। বাজারে ঘোরাঘুরি করতে আমি বাসায় আসার সময় । সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

IMG_20220109_201539_mfnr.jpg

দেখলাম একটি দোকানে ফুলের ছবি দেখতে অনেক সুন্দর তাই আমি ফুলের কয়েকটি ছবি তুলেছিলাম । কিছুক্ষণ পর আমি আর একটি দোকানে গিয়ে লাল ডিম নিয়ে আসলাম।ডিম আমার প্রিয় খাবার আর এখন শিতের ছিজন ডিম খেতে অনেক মজা ।
IMG_20220109_201653.jpg

IMG_20220109_201539_mfnr.jpg

IMG_20220108_201444_mfnr.jpg

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96057.69
ETH 3426.74
SBD 1.53