রাস্তার পাশে পুকুর পাড়ে একটি বড়ই গাছ

in Account Booster 👍3 years ago (edited)

সালামালেকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি। পুকুর পাড়ে একটি বড়ই গাছ দেখে আমি অবাক হলাম সেই গাছে অনেক বড়ই ধরছে। বড়ই এখনো বড় হয় নাই আরো বড় হবে। বড়ই দেখতে অনেক সুন্দর আমি দেখে খুব অবাক হলাম আমার মনে হয় বড় হলে অনেক ভালো লাগবে এবং আরো লাগবে আমি বড়ই খুব পছন্দ করি।

আমি বড়ই গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। বড়ইগুলো অনেক ভালো লাগলো আমার খুব আনন্দ লাগল আমি কিছু ছবি তুললাম‌ বড়ই গাছের তলে মাছ চাষ করা আছে ফেমাস অনেক বড় মাছের নাম তেলাপিয়া মাছ গুলো দেখতে অনেক সুন্দর মাছগুলো ও আমারও খুব ভালো লাগলো।

আমি পরে একা একা বাসায় চলে আসি বাসায় আসার পর কিছুক্ষণ আমি আমার অফিসের দিকে রওয়ানা । আমি আমার কাজের জন্য প্রস্তুত হই। আমি প্রতিদিন লানচে বাসায় আসি কারণ আমার বাসা আমার অফিসের কাছে। সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এভাবে প্রতিদিন বাসায় আসি আমার দুপুরের লাঞ্চ টাইম 12:30 মিনিট। এবং আমি 1;30, মিনিটে আমি আমার অফিসে চলে যাই।

![
IMG_20211213_125524.jpg

IMG_20211213_125515.jpg

IMG_20211213_125513.jpg

IMG_20211213_125511.jpg

IMG_20211213_125506.jpg

IMG_20211213_125459.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 99218.56
ETH 2819.10
SBD 3.34