আজ ভাইয়ের ফ্ল্যাট এর সরস্বতী পূজার কিছু মুহূর্ত।

in Account Booster 👍3 years ago

IMG_20220205_230132.jpg

প্রিয় বন্ধুরা,
সবাইকে জানাই সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা।
আশাকরি আজকের দিনটি সবাই আনন্দে কাটিয়েছেন।

সাধারণত আজকাল বঙ্গ নর ও নারীরা আজকের দিনটি ভ্যালেন্টাইন দিবসের নামেই পালন করে থাকে।
গার্লস স্কুলের আসে পাশে বয়েস স্কুলের ছাত্রের ভিড় আজকের দিনে সবচাইতে বেশি চোখে পড়ে।

IMG-20220205-WA0011.jpg


IMG_20220205_230116.jpg


IMG-20220205-WA0012.jpg

শাড়ী পরিহিতা জ্যান্ত সরস্বতী দেখার আগ্রহ বেশি চোখে পড়ে। এইদিন বাসন্তী দেবীর আরাধনার চাইতে, উর্তি নায়ক নায়িকার মত করে প্রেম নিবেদন এর সুযোগ খুঁজে বেড়ানো টাই মূল লক্ষ্য।

IMG_20220205_230102.jpg

যাক মোদ্দা কথা যুগের সাথে সব কিছু আধুনিক হলেও প্রেমের অবস্থান আজও অটুট রয়ে গেছে। তাই আজও ভাই এর বাড়িতে যাবার সময় সব শাড়ী পরিহিতা জীবন্ত সরস্বতী দেখছিলাম, সেই মুহূর্তে হারিয়ে গেছিলাম নিজের ছোটবেলার স্কুলের সরস্বতী পূজার দিনগুলোতে।

মনে পড়ে ক্লাস নাইন এ শিক্ষকদের সাথে পুজোর আগের দিন পুজোর বাজার করতে যাবার দিন।
ফিরে আসে না হরিয়ে যাওয়া দিন ও মুহূর্ত। রয়ে যায় কিছু সুমধুর স্মৃতি।

আজ তাই এই সুযোগে কিছু স্মৃতি আওড়ে নিলাম, সবটাই নিয়েছি বলবো না, আমার অনেক রহস্য ফাঁস হয়ে যাবে তাহলে। হাহা।
আজ চললাম, আবার আসবো। ভালো থাকবেন সবাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95665.65
ETH 2816.40
SBD 0.67