নিম গাছ এটি একটি ঔষধি গাছ ||

in Nature & Agriculture22 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।


IMG_20240813_184551.jpg

নিম গাছ একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই মানুষের দৈনন্দিন জীবনে বহুবিধ কাজে ব্যবহার হয়ে থাকে। নিম গাছ মোটাতাজা হলে তার গুঁড়ি দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। জানালা দরজার কাঠামো তৈরিতেও নিম কাঠ ব্যবহার করা হয়ে থাকে । নিমের কাঠ খুব শক্ত হয় থাকে। এই কাঠে কখনো ঘুণ ধরে না। পোকা বাসা বাঁধে না। উইপোকা খেতে পারে না। এই কারণে নিম কাঠের আসবাবপত্রও বর্তমানে তৈরি করা হচ্ছে। এছাড়া প্রাচীনকাল থেকেই বাদ্যযন্ত্র বানানোর জন্য এর কাঠ ব্যবহার করা হচ্ছে। একটি বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ।

IMG_20240813_184615.jpg

নিম গাছের পাতা ও ডাল আমার বিভিন্ন ধরনের ঔষধি কাজে ব্যবহার হয়ে থাকে। নিম গাছের ফল কাঁচা অবস্থাই সবুজ রঙের হয়তো থাকে। নিমের ফল কাঁচা অবস্থা খুব তিতে হয়। আর পাকার পর হলুদ রঙের হয়ে থাকে । এবং এর ফলের থেকে বিজ উৎপন্ন হয়। এই গাছ মাঠে ঘাটে বা বারির পাসে এটা জন্মে থাকে।
নিম গাছে যে রোগ নিরাময় হয় :

১. খোস পাচড়া বা চুলকানি।

২. কৃমিনাশক।

৩. দাঁতের রোগ।

৪.রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ।

৫. উকুন ও খুশকি বিনাশে।

৬. রক্ত পরিষ্কার করে।

৭. অ্যালার্জি।

৮.অজীর্ণ।

৯. ছত্রাকের ইনফেকশন দূর করে।

১০.ম্যালেরিয়া ইত্যাদি।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, এবং আজকে সজনের পাতা সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো মন্তব্য করুন।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62195.97
ETH 2415.56
USDT 1.00
SBD 2.64