Better life with steem. The diary game. 10/10/2024.my busy day.
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালে খাবার খেয়ে আমি আমার মরিচের চারা গুলো দেখতে শুরু করি। এগুলো ঠিকভাবে আছে কিনা সেটা খেয়াল করে দেখতে হচ্ছে। মরিচার চারা গুলো খুবই নরম হয়ে থাকে। তাই খুব সহজেই নানান রকমের রোগ ধরে যায়। রোগ ধরলে রোগ প্রতিরোধ করার বিষ এনে প্রয়োগ করতে হয়।
মরিচের চারা গুলো ভালো করে দেখে তারপর কিছু মরিচের চারা উজা হয়ে গেছে সেগুলোকে কেটে খাটো করে দিচ্ছি। মরিচের চারা লম্বা হয়ে গেলে সেগুলো এখান থেকে তুলে জমিতে রোপন করলে চারাগুলো ছেলে মাটিতে পড়ে যায় বা ঘোড়া থেকে ভেঙে যায়। তাই এখান থেকে কেটে খাটো করে দিলে মরিচের চারা থেকে নতুন ডাল খুব তাড়াতাড়ি গজায়। সেজন্য একটা কেচে নিয়ে মরিচের চারা উচা অংশটুকু পরিমাণ মতো কেটে দিচ্ছি।
মরিচের চারা আর কিছু অংশ কেটে দেওয়ার পর আমি আমার জমিতে চলে আসলাম। এখানে বেশ কিছুদিন আগে মরিচের চারা রোপণ করেছিলাম সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখলাম। সমস্ত ক্ষেত খুব ভালো করে দেখে নিলাম। কিছু অংশ পচে গেছে এবং কিছু খুব ভালো আছে। তাই কিছু নতুন চারা তুলে নিয়ে যে জায়গায় চারা পৌঁছে গেছে সেখানে নতুন যারা নতুন করে দিলাম। বেশ কিছুক্ষণ সময় একটা গাছের নিচে বসে বিশ্রাম নিলাম।
আমার জমির পাশের জমি আমার চাচার। সে এখনো জমিতে চারা রোপণ করেনি। আজকে তারা হাল চাষ করে চারা রোপন করার উপযোগী করে তুলছে। চারা রোপন করার পূর্বে ভালো করে হাল চাষ করতে হয়। তারপর বেশ কিছুক্ষণ সময় সকাল থেকেই তো হয়। শুকাবার পর মই দিতে হয়। সকল কার্যক্রম সম্পন্ন করে আমার কাকা জমিতে আগাছা নিধন করার বিষ প্রয়োগ করিতেছে। এই বিশটা প্রয়োগ করিলে জমিতে আগাছা হয় না। মরিচের চারা গুলো খুব সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে।
বিকেল সাড়ে চারটার দিকে আমি আমার বাড়ির দিকে রওনা শুরু করলাম। বিকেলের সূর্য দেখে মনে হয় শীতকাল চলে এসেছে। সূর্যটা অনেক ঘোলাটে দেখা যাচ্ছে। কাজ শেষ করে বাড়ির দিকে রওনা শুরু করে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে গোসল করে নিলাম। তারপর কিছু খাবার খেলাম। খাবার খেয়ে আবারো বেশি কিছুক্ষণ সময় বিশ্রাম নিলাম। সারাদিন কাজ করলে শরীরে বিভিন্ন অংশে ব্যথা লাগে। তাই এদিকে ওদিকে হাঁটাচলা না করে বাড়িতে শুয়ে রইলাম। এই ছিল আজকে আমার সারাদিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সকলকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
I really enjoyed reading your beautiful post. So thank you very much for such a nice post.
Thank you for read my post.