Vegetable photography

in CCS10 months ago

IMG20231107230601.jpg

IMG20231107230556.jpg

IMG20231107230550.jpg

মানুষের একটি বড় সীমাবদ্ধতা হলো, মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে অন্যের জীবনযাপনকে নির্ধারন করতে চায়। তার কাছে যেটা ভুল, অন্য কেউ সেই কাজটি করলে, সেটাকে ভুল হিসেবেই দ্যাখে।
অথচ, অন্য মানুষের জীবন এবং যাপন যে সবসময় আমাদের নিজের মতন হবেনা, এই জ্ঞানটুকু আমাদের থাকেনা। আমার কাছে যেটা ভুল, অন্যের কাছে সেটাই সঠিক হতে পারে। অামার কাছে যেটা সঠিক, অন্য কারো কাছে সেটাই ভুল হতে পারে।
পৃথিবীটাকে মানুষ নিজের মতন করে সাজাতে চায়; অথচ মানুষ ভুলে যায়- পৃথিবীটা তার একার না। এটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সাজায় বলেই, এটা রঙ্গীন দেখায়।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56832.31
ETH 2344.40
USDT 1.00
SBD 2.43