Flower photography
এত কেঁদে লাভ নেই; বরং কান্নার কারণ থেকে নিজেকে সরিয়ে আনতে হয়। এ পৃথিবী অশ্রুওয়ালাদের জন্য নয়, হাসিওয়ালাদের জন্যও নয়, কেবলই চেষ্টাওয়ালাদের জন্য। সারাক্ষণই কাঁদলে চেষ্টা কখন করবেন? আর চেষ্টা না করলে অবস্থান বদলাবে কেন? আপনি যে-কারণেই কাঁদুন না কেন, তাতে কারও কিছুই এসে যায় না। যার জন্য কাঁদছেন, সে যা করে ভালো আছে, সেই কাজটির কাছে আপনার অশ্রুর সত্যিই কোনো দাম নেই। যে একবার চলে গেছে, সে চলে যেতে শিখে গেছে, তাই সে ফিরে আসতে চাইলেও তাকে আর আসতে দেবেন না। তার কথা ভেবে এমন পাগলের মতন কাঁদছেন, যে আপনাকে সারাদিনে এক বারও মনে করে না! একতরফা ভালোবাসা সুন্দর, তবে একতরফা পাগলামি কুৎসিত। নিজের ব্যর্থতা বা দুর্বলতার কথা ভাবলে যদি কান্না পায়, তাহলে বরং নিজেকে তৈরি করতে নির্ঘুম রাত কাটান---কান্নাকাটি মানেই অহেতুক সময় নষ্ট করা।
নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে ব্যস্ত রাখতে শিখুন। আজাইরা অবসর আজাইরা মানুষের জন্ম দেয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.