হঠাৎ আমার ছোট ভাইয়ের জ্বর আসাতে মুখের রুচি বাড়াতে আমার চেষ্টটা।।

in CCS11 months ago

সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। গত দুই দিন হলো আমার ছোট ভাই হঠাৎ অসুস্থ হওয়াতে ভাইয়ের মুখে খাবারের রুচি নেই। ভাইয়ের মুখে রুচি বাড়াতে আমার চেষ্টটা। আজকে সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করি-

গতকালকে আমার ভাই তার একটু কাজে কুমারখালি আসছিল। কিন্তু গতপরশূদিন রাত থেকে ওর গলা ব্যাথা হয়। গতকালকে কুমারখালি কাজ শেষ করে কুষ্টিয়া ফিরে যাওয়ার পথে জ্বর চলে আসে। তখন কুষ্টিয়া না যেতে পেরে বাড়ী চলে এসেছে। বাড়ী আসার পর থেকে শরীরে জ্বরের মাত্রা বেড়ে গেছে। পরে ডাক্তারকে কল দেওয়া হলো। সে এসে জ্বর মেপে বললো ১০১° জ্বর। এরপর কিছু ঔষুধ দিয়ে গেল। ভাইয়ের মুখে তেমন রুচি ছিল না। মুখ তিতো লাগছিল। এজন্য আমি কিছু খাবার বানায়ে দিলাম।

IMG_20230809_164131.jpg

প্রথমে আমি একটা পেয়ারা চিকন করে পিচ পিচ করে কেটে একটু সামান্য লবণ দিয়ে মেখে দিলাম। যাতে খেলে একটু মুখে রুচি বাড়ে।

IMG_20230809_185911.jpg

এরপর মাকে বললাম কিছু গন্ধভাদালের পাতা তুলে আনতে। সেটা এবং ডাউল দিয়ে আমি ডাউলের বড়া বানিয়ে দিলাম। এটা আমাদের শরীরের অনেক উপকার করে।

IMG_20230810_214010.jpg

আজকে রাতে আবার আমার আব্বু বাজার থেকে পাপড় কিনে এনে দিলেন। খাওয়ার জন্য। বেশ মুচমুচে ছিল। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14