আলু দিয়ে মুলো ভাজি তৈরি রেসিপি।

in CCS11 months ago

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে। গেলাম আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে মুলো ভাজি তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230813_151135.jpg

আলু দিয়ে মুলো ভাজি তৈরি রেসিপি।

উপকরণ -

১।আলু
২।মুলো
৩।পিঁয়াজ রসুন
৪।কাঁচা মরিচ
৫।হলুদগুড়া
৬।লবণ
৭।তেল

ধাপ-১

IMG_20230813_144311.jpg

প্রথমে আলু আর মুলো এক সাথে কেটে নিয়ে তা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230730_131651.jpg

এরপর পিঁয়াজ রসুন ও কাঁচা মরিচ এক সাথে কেটে নিতে হবে।

ধাপ-৩
![IMG_20230813_144534.jpg](UPLOAD FAILED)

IMG_20230727_125704.jpg

IMG_20230719_065743.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। কেটে রাখা পিঁয়াজ রসুন ও কাঁচা মরিচ তেলের উপর ছাড়তে হবে।

ধাপ-৪
IMG_20230813_145327.jpg

IMG_20230813_144659.jpg

IMG_20230813_144628.jpg

ছাড়া পর কেটে রাখা সবজিগুলো তেলের উপর ছেড়ে দিয়ে তাতে হলুদগুড়া ও লবণ দিয়ে নাড়া চাড়া করতে হবে। এরপর ভালো করে নাড়তে হবে।

ধাপ-৫
IMG_20230813_151135.jpg

IMG_20230813_150650.jpg

কিছু সময় পর ভাজি হয়ে গেলে তা নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। আলু দিয়ে মুলো ভাজি তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14