You are viewing a single comment's thread from:
RE: Architectural Photography - Week 75
তুলে ধরা মানে তেমন কিছু না । তবে চেষ্টায় আছি। নিজেকে আড়াল থেকে বের করার।
কেমন আছো তুমি। Serey তেও তোমাকে দেখছি। ভালই পারফর্ম করছ। আশাকরি অনেক দুর এগিয়ে যাবে।
ভাল থেকো।
আমি ইংরেজিতে মন্তব্য করেছিলাম ভেবেছিলাম আপনি ইংরেজিতেই উত্তর দেবেন। কিন্তু আমার ধারণা ভুল আমাদের মাতৃভাষার একটা টান রয়েছে এটা আমি এই মুহূর্তে বুঝতে পারলাম।
হ্যাঁ আমি অবশ্যই serey তে ভালো পারফরম্যান্স করছি কিন্তু সেখানে কোন মূল্য নেই তাই কাউকে তেমন বেশি সাপোর্ট দিতে পারছি না সেখানে।
আমি এখানে আগে থেকে একটিভ থাকলে ভালো কিছু করতে পারতাম কিন্তু তেমন গুরুত্ব দেইনি এখন গুরুত্ব দিচ্ছি আমার জন্য দোয়া করবেন। আমিও আপনার জন্য দোয়া করি আপনিও অনেক এগিয়ে যান।