Announcement: Project Heroism's journey begins.

in HEROISM 💎3 years ago

Polish_20210907_220019656 (1).jpg

An initiative or effort is only able to achieve the face of light or success, when combined strength or unity is attached to it. We care not only about us but also about you and we want to ensure our success through our combined strength or strong unity. If we are able to connect everyone in an effort to move forward collectively, it will undoubtedly transform into a wonderful force and inspire us twice as much.

We want you and all of us to be involved in this endeavor and to make our path and goals easier by establishing a strong unity. Team means unity, team means combined strength and no obstacle can stand in the way of combined strength, history is its witness. Let's join in trying to make more history through strong unity.

We are going to start a great journey with all of you. We have launched a new project. Where you can get voting support with weekly curation rewards by delegating your steem powers. If you have 100 SP in your account, you will not be able to use them to provide valuable votes. But if 100 such users are delegated to one place with 100 Steem power, then a valid vote of 10,000 power will be created. And this is why the journey of our new project is going to start.

What you will do?

Delegate your steem power to the account called @heroism as much as you can.
However, there are some rules and regulations, you have to follow them. The systems are highlighted below:

  1. Minimum Delegation= one hundred steem power.
    Maximum Delegation = Unlimited steem power.

  2. Every Sunday of the week you will receive your Curation Rewards as Liquid Steem.

  3. You will get upvote for a quality post every 24 hours. Only good quality posts will be manually curated.

  4. The value of the up vote will be determined by the amount of your delegation and the quality of the post.

  5. Users who delegate minimum 500 steem power or unlimited, they will be eligible to get upvote with Curation Rewards. But the quality of the post must be good to get votes.

  6. Users with 100-499 SP delegations will only receive curation rewards.

  7. The trx coin that obtained by curation, will not be distributed among the delegators. It will be used in the development of the project Heroism.

How the curation reward will be divided based on the amount of delegation:
  • Users who delegated from 100 SP to 1000 SP will receive 60% of the total curation rewards earned from that SP.
  • Users who delegated from 1001 SP to 5000 SP will receive 65% of the total curation rewards earned from that SP.

  • Users who delegated from 5001 SP to 10,000 SP will receive 70% of the total curation rewards earned from that SP.

  • Users who delegated from 10,001 SP to 15,000 SP will receive 75% of the total curation rewards earned from that SP.

  • Users who delegated from 15,001 SP to 20,000 SP will receive 80% of the total curation rewards earned from that SP.
  • Users who delegated from 20,001 SP to 25,000 SP will receive 85% of the total curation rewards earned from that SP.
  • Users who delegated from 25,001 SP to unlimited SP will receive 90% of the total curation rewards earned from that SP.

How to calculate Curation Reward Distribution?

Polish_20210909_162250320.jpg

The joint participation of all is highly desirable.

If you have any question , please leave a comment in this comment box or contact us on Discord Server .

1434280009285.png

বাংলা

কোন উদ্যোগ বা প্রচেষ্টা তখনই আলোর মুখ কিংবা সফলতা অর্জনে সক্ষম হয়, যখন এর সাথে সম্মিলিত শক্তি বা ঐক্য সংযুক্ত হয়। আমরা শুধু আমাদের না বরং আপনাদের নিয়েও চিন্তা করি এবং আপনাদের সাথে নিয়ে সম্মিলিত শক্তি কিংবা সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আমাদের সফলতা নিশ্চিত করতে চাই । আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসে সবাইকে সংযুক্ত করতে সক্ষম হই, তবে নিঃসন্দেহে তা এক চমৎকার শক্তিতে রূপান্তরিত হবে এবং আমাদের দ্বিগুন অনুপ্রেরণা যোগাবে।

আমরা চাই আমাদের এই প্রচেষ্টা কিংবা উদ্যোগটির সাথে আপনি ও আপনারা সবাই সংযুক্ত হোন এবং সুদৃঢ় একটি ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের পথচলা ও লক্ষ্যকে সহজসাধ্য করে তুলি। টীম মানেই ঐক্য, টীম মানেই সম্মিলিত শক্তি আর সম্মিলিত শক্তির নিকট কোন বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না, ইতিহাস তার স্বাক্ষী। চলুন সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আরো একটি ইতিহাস তৈরীর চেষ্টায় শামিল হই।

আমরা আপনাদের সকলকে নিয়ে একটি মহৎ যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা নতুন একটা প্রজেক্ট চালু করেছি। যেখানে আপনি আপনার স্টিম পাওয়ার গুলো ডেলিগেশন করে সাপ্তাহিক কিউরেশন রেওয়ার্ড সহ ভোটিং সাপোর্ট পেতে পারবেন। আপনার একাউন্টে ১০০ এস.পি যদি থেকে থাকে, তাহলে সেটি ব্যবহার করে আপনি ভ্যালুয়েবল ভোট প্রদান করতে পারবেন না। কিন্তু এরকম ১০০ ইউজার যদি তাদের ১০০ স্টিম পাওয়ার এক জায়গায় ডেলিগেশন করে রাখে, তাহলে ১০,০০০ পাওয়ারের একটি ভ্যালুয়েবল ভোট প্রদানের যোগ্যতা তৈরি হবে । আর এই জন্যই আমাদের নতুন প্রজেক্ট এর যাত্রা শুরু হতে যাচ্ছে।

আপনারা যেটি করবেনঃ @heroism নামের একাউন্টে আপনাদের সাধ্যমত আপনাদের স্টিম পাওয়ার ডেলিগেশন করবেন।
তবে কিছু নিয়ম এবং প্রবিধান রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। নিম্নে বিষয়গুলো তুলে ধরা হলোঃ

১. সর্বনিম্ন একশত স্টিম পাওয়ার ডেলিগেশন করতে পারবেন। সর্বোচ্চ আনলিমিটেড।

২. প্রতি সপ্তাহের রবিবারে কিউরেশন রেওয়ার্ড লিকুইড স্টিম হিসেবে পাবেন ।

৩. প্রতি ২৪ ঘণ্টায় একটি কোয়ালিটি পোস্টে আপভোট পাবেন। শুধুমাত্র ভালো মানের পোস্টগুলোতে মেনুয়াল কিউরেশন করা হবে।

৪. আপ ভোটের ভ্যালু নির্ধারণ হবে আপনার ডেলিগেশনের পরিমাণ ও পোস্টের কোয়ালিটির উপর।

৫. সর্বনিম্ন ৫০০ স্টিম পাওয়ার ডেলিগেটর থেকে শুরু করে আনলিমিটেড স্টিম পাওয়ার ডেলিগেট করা ইউজাররাই সুধুমাত্র কিউরেশন রেওয়ার্ডের পাশাপাশি ভোট পাওয়ার যগ্যতা অর্জন করবে। তবে পোস্টের মান অবশ্যই ভালো হতে হবে।

৬. ১০০-৪৯৯ এস.পি ডেলিগেশন করা ইউজাররা শুধুমাত্র কিউরেশন রেওয়ার্ড পাবে।

৭. প্রাপ্ত কিউরেশন রেওয়ার্ডের সমপরিমাণ TRX ডিস্ট্রিবিউশন করা হবে না । এটি Heroism প্রজেক্টএর উন্নয়নের কাজে ব্যবহার করা হবে ।

ডেলিগেশনের পরিমাণের উপর ভিত্তি করে কিউরেশন রেওয়ার্ড যেভাবে ভাগ করা হবে।
  • ১০০ এস.পি থেকে ১০০০ এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৬০ %

  • ১০০১ এস.পি থেকে ৫০০০ এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৬৫ %

  • ৫০০১ এস.পি থেকে ১০,০০০ এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৭০ %

  • ১০,০০১ এস.পি থেকে ১৫,০০০ এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৭৫ %

  • ১৫,০০১ এস.পি থেকে ২০,০০০ এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৮০ %
  • ২০,০০১ এস.পি থেকে ২৫,০০০ এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৮৫ %
  • ২৫,০০১ এস.পি থেকে আনলিমিটেড এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৯০ %
যেভাবে কিউরেশন রেওয়ার্ড ডিসট্রিবিউশনের ক্যালকুলেশন করা হবেঃ

মনে করুন তিন জন ইউজার ডেলিগেশন করেছেন।
তাদের নাম: @X ,@Y এবং @Z । তারা ৩ জন ডেলিগেশন করেছেন যথাক্রমে ২০,০০০ এস.পি , ৩০,০০০ এস. পি এবং ৫০,০০০ এস.পি । তাহলে মোট এস.পি হলো ১০০,০০০ । আর্থাৎ @X ডেলিগেশন করেছে মোট ডেলিগেশনের ২০,০০০ × ১০০= ২,০০০,০০০
২,০০০,০০০÷১০০,০০০= ২০%
তাহলে মিস্টার @X এর কিউরেশন রেওয়ার্ড হলো মোট কিউরেশনের ২০% ।

এবার ধরুন, গত ৭ দিনের পেন্ডিং কিউরেশন রেওয়ার্ড ৫০ স্টিম। তাহলে মিস্টার @X এর ডেলিগেশন থেকে অর্জিত কিউরেশন রেওয়ার্ড ৫০ স্টিম এর ২০% । অর্থাৎ ১০ স্টিম।

যেহেতু ১৫,০০১ এস.পি থেকে ২০,০০০ এস.পি পর্যন্ত ডেলিগেশন করা ইউজার পাবে ,উক্ত এস.পি থেকে অর্জিত মোট কিউরেশন রেওয়ার্ডের ৮০ %। তাই মিস্টার @X ১০ স্টিমের ৮০%= ৮ স্টিম পাবেন।

সকলের সম্মিলিত অংশগ্রহণ একান্ত কাম্য।
কোন বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা ডিস্কোর্ড সার্ভারে আমাদের সাথে যোগাযোগ করুন।

Polish_20210909_193723692.jpg


JOIN WITH US ON DISCORD SERVER

Shortcut Delegation tools: Delegate easily by clicking on the option of your choice. Good luck to you.
ABCDEFG
100 SP250 SP500 SP750 SP1000SP2000SP5000SP

Sort:  

United we stand, divided we fall....

It's a really nice initiative, a concerted effort by all to make the goal of the initiative even easier. I hope everyone will connect themselves to this wonderful initiative by delegating their power. Good luck

It's a really big project and only those who have a huge attitude can get their hands on such big projects. I think all of us respect this project and stand shoulder to shoulder with them Should work together. I will definitely delegate. All the best.

This is going to be one of the best project in steemit. We all should contribute our level best to make this project a huge success. This is going to be highly profitable for all the delegators. Delegate in this project and make your self strong.

সুন্দর একটি প্রজেক্ট এর ঘোষণা করেছেন। এই প্রজেক্ট কে আমি সাধুবাদ জানাই। আমাদের সকলকেই এখানে কন্ট্রিবিউশন করা উচিত এবং সম্মিলিত একটি পাওয়ার গঠনের মাধ্যমে শক্তিশালী একটি ভোটিং পাওয়ার তৈরি করা সম্ভব। আসুন সবার নিজের পাওয়ার গুলোকে সঠিক স্থানে লাগিয়ে উপযুক্ত ইনভেস্টের মাধ্যমে ইনকাম করুন।

please help I don't know how to earn on this platform......
please help & guide

প্রথমেই বলবো এই ব্যাপারটা অতিরিক্ত ই সুন্দর হইছে,জাস্ট ওয়াও একটা প্রজেক্ট হবে। তবে একে এগিয়ে নিতে হবে আমাদের কেই। আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই নিজের নামটি এই প্রজেক্টের সাথে যুক্ত করবো।জানি তা হবে একেবারে নগণ্য তবে কথায় আছে বিন্দু বিন্দু দিয়েই সাগরে পরিণত হবে। অনেক অনেক সাধুবাদ জানাই এই চিন্তাধারার জন্য।

অত্যান্ত সুন্দর চিন্তাধারা এবং পরিকল্পনা আমরা আশা করবী এই প্রজেক্ট সফল হবে এবংং সবাই তার নিজ নিজ যায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করে যাবে। ধন্যবাদ @rme দাদাকে এতো ভাল একটি প্রজেক্ট বানানোর জন্য

অনেক সুন্দর একটা প্রজেক্ট এবং সুন্দর উদ্দ্যোগ। আমি এই উদ্দ্যোগকে সাধুবাদ জানাই। আমি চেষ্টটা করব, আমার মোট পাওয়ারের বেশির ভাগই এখানে ডেলিগেশন করার। আমরা যদি সকলে সম্মিলিত ভাবে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সামনের পথ চলা এগিয়ে যাবে। আসুন আমরা সবাই এই উদ্দ্যোগে এক সাথে এগিয়ে যায়।

খুবই সুন্দর উদ্যোগ।এটি আমাদের কমিউনিটির জন্য একটি সুরক্ষা দ্বার হিসেবে কাজ করবে।যা ভেদ করে ঢোকার সাধ্য কারো নেই।আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একত্র করে বৃহৎতম প্রচেষ্টা।আমি অবশ্যই এটিতে অংশগ্রহণ করবো সকলের সঙ্গে আমার ক্ষুদ্র প্রচেষ্টাকে কাজে লাগিয়ে।আমি দাদার এই কমিউনিটির কল্যাণকর উদ্যোগকে সাধুবাদ জানাই।ধন্যবাদ দাদাকে এবং ধন্যবাদ কমিউনিটির নিবেদিত সকলকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105501.72
ETH 3331.30
SBD 4.03