হস্তিবাহিনির ঘটনা

Screenshot_20220504-221805.jpg

আবিসিনিয়া'র বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে''আবরাহা
নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল, গােঠা আরবের
লােকেরা মক্কার কাবা শরীফে হজ্জ করতে যায় । বিষয়টি তার
মােটেও পছন্দ হলাে না । তার ইচ্ছা হলাে, মক্কার পরিবর্তে সবাই
আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে সে ভাবল,
কাবাগৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ
মর্যাদাসম্পন্ন গীর্জা নির্মাণ করবে । তাতে বিনােদন ও
চিত্তাকর্ষণের সব ধরনের উপায়-উপকরণ থাকবে । তা হবে
সর্বোচ্চ জাকজমকপূর্ণ । তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই
কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে
আসবে । এতে মক্কার হজ্জ পর্বও বন্ধ হয়ে যাবে । সে এ উদ্দেশ্যে
ইয়ামানের রাজধানী সানআ’য় একটি কৃত্রিম কাবার ভিক্তি
স্থাপন করে । সেখানে সে মন খুলে টাকা-পয়সা ব্যয় করে । কিন্তু
এত কিছুর পরও মানুষ সে দিকে আকৃষ্ট হয়নি
আরবরা, বিশেষ করে কুরাইশ গােত্রের লােকেরা যখন
আবরাহার এ কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম
উত্তেজিত হয়ে উঠল । একজন তাে ঘৃণাভরে উক্ত কাবায় গিয়ে
মলত্যাগ করে । কারাে কারাে মতে, আরবের একজন লােক
আগুন জ্বালিয়েছিল এক সময় ঐ আগুনের একটি স্ফুলিঙ্গ
বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ঐ ভবনে'আবরাহা'এতে ক্রুদ্ধ
হয়ে কাবা শরীফকে ঘূলিসাৎ করার শপথ করে । শপথ অনুযায়ী
বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা
শরীফ ধ্বংস করার উদ্দেশ্য বের হয় । পথে আরবের যে গােত্র
তার প্রতিরােধ করে, তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদের
কে পরাজিত করে । নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন

কুরইশ গােত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লী । তিনি এ
সংবাদ জানতে পেরে বললেন-লােক সকল! তােমরা
নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করা কাবার মালিক-ই কাবাকে
রক্ষা করবেন ।'আবরাহা পথ পরিস্কার দেখে বিশ্বাস করে নিল
যে, এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ, সেদিক
থেকে মােকাবেলা করার কেউ নেই ।
আবরাহা যখন মক্কার নিকটবর্তী মুহাঙ্গার'উপত্যকার নিকট

পৌঁছল, তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙ্গের ক্ষুদ্র
ক্ষুদ্র পখির ঝাক আসতে দেখল । প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায়
ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ঐ পখিগুলাে সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি
বর্ষণ করতে লাগল । আল্লাহর কঙ্করজাতীয় সেই পাথরগুলাে
বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল যারই গায়ে লাগত,
একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতাে । শরীরে
এক আশ্চর্য ধরণের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক
সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় । আর যারা পলায়ন করে, তারা
মহা কষ্ট ভােগ করে মৃত্যুমুখে পতিত হয় ।
এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল, আল্লাহ তাআলা যেমন
অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের
সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লী এবং সবচেয়ে বড় পয়গম্বরের
হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন । তাছাড়া তিনি খ্রিস্টান
বা অন্য কোন ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সত্য
সেবকদের মূলােৎপাটন করার কখনাে সুযােগ দেবেন না পবিত্র
কুরআন এর সূরা ফীল এ এই ঘটনারই উল্লেখ করা হয়েছে।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67