Weekly challenge on Steem! Promo-steem Meetup Photography Contest | 15 Steem in prize pool | Week #02 - Submissions post by @mrnazrul

in Steem Lifestyle4 years ago (edited)

PicsArt_07-14-02.39.24.jpg

বন্ধুরা

সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আজকে আরেকটি পোস্ট লেখা শুরু করছি। আশাকরি সবাই ভালই আছেন। আমিও ভাল আছি

*আমার আজকের পর্বের বিষয়, "চলার পথে কিছু সংখ্যক লোকের সাথে দেখা হলে, তাদের সাথে ছবি তোলার আনন্দে মেতে উঠ"
আসুন

এবার তাদের সাথে আনন্দ করতে করতে এগিয়ে যাই।

Picture-1

PicsArt_07-14-02.59.54.jpg সকাল এগারোটা।একটু আগে বৃষ্টি হয়েছে। এই ছেলে তিনটি একত্রে মিলিয়েছে। রাস্তার জমানো পানিতে খেলা করবে। আমি তাদের কয়টি ছবি তুললাম। ওদের সাথে অনেক আনন্দ করলাম।

Picture-2

PicsArt_07-14-02.58.23.jpg ওদের আরও একটি ছবি।

Picture-3

PicsArt_07-14-02.56.59.jpgওদের আর একটি ছবি

Picture-4

PicsArt_07-14-02.50.53.jpgএরা পাশের গ্রামের জনি ও কামাল।দুজনে ফুটবল খেলয়াড়। এই গরুটি ফুটবল খেলে জিতেছে। আমাকে দেখেই ছবি তোলার কথা বলে। অনেক আনন্দের পর এই দুটো ছবি তুলে নিলাম

Picture-5

PicsArt_07-14-02.49.18.jpg** জনি, কামাল ও তাদের পুরস্কারের গাই বাছুর**।

Picture-6

PicsArt_07-14-02.46.34.jpgভেন্ডাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ছবি তুলতে গেলাম। এখানেই এই পিচ্চি রতনের দেখা। আমার কোলে উঠে, ছাতা মাথায় দিয়া আমার সাথে ছবি উঠাবে। তাই করলাম

Picture-7

PicsArt_07-14-02.44.48.jpgকোল থেকে নেমে শহিদ মিনারের ছবি উঠাতে বলে। তাই করলাম

Picture-8

PicsArt_07-14-02.42.34.jpg এবার গাছের কাছে ছবি উঠাবে। তাই তুললাম।

Picture-9

PicsArt_07-14-02.39.24.jpg এবার গাছে উঠার বায়না ধরে। উঠিয়ে দিলাম, ছবি তুললাম, আবার নামিয়ে দিলাম। অনেক মজা হলো।

এই তিন ঘন্টা আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তীতে আবার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

লেখা ও ছবি @mrnazrul বাংলাদেশ

ক্যামেরা, মোবাইল

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83616.40
ETH 2136.04
USDT 1.00
SBD 0.76