Mass vaccination of Covid starts in Bangladesh.

in Steem Lifestyle3 years ago

images (4).jpeg

Image source

Mass vaccination against Covid 19 virus has been started in Bangladesh for the last seven days. Earlier, only selected people were vaccinated after registration. However, now everyone over the age of 25 can apply and get vaccinated immediately. The minimum age for early tick registration will be 18 years, officials said.

কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে গণ টিকাদান শুরু হয়েছ গত সাত তারিখ থেকে। এর আগে নির্বাচিত মানুষদের রেজিষ্ট্রেশনের পরে শুধুমাত্র তাদেরই টিকা দেওয়া হত। তবে এখন ২৫ বছরের বেশি বয়সী সবাই আবেদন করে সাথে সাথে টিকা নিতে পারবেন। খুব তাড়তাড়ি টিকার রেজিষ্ট্রেশনের সর্বনিম্ন বয়স সীমা আঠারো বছর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Vaccines from a total of four different countries are given in Bangladesh. These are Cinoform from China, Moderna from America, Pfizer-Bioentech from Germany and Tika Kovishield from Oxford-Estrogen from England. All these vaccines are in two doses. A total of one crore eighty six lakh three thousand six hundred and twenty eight people have been vaccinated in Bangladesh so far. On the other hand, the number of people who have completed two doses is 45 lakh 95 thousand 791 people.

বাংলাদেশে মোট চারটি আলাদা আলাদা দেশের টিকা প্রদান করা হচ্ছে। এগুলো হলো চীনের সিনোফার্ম, আমেরিকার মডার্না, জার্মানীর ফাইজার-বায়োএনটেক এবং ইংল্যান্ডের অক্সফোর্ড-এস্ট্রোজেনেকার টিকা কোভিশিল্ড। এই সবগুলো টিকাই দুই ডোজের। বাংলাদেশে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন এক কোটি ছিয়াশি লাখ তিন হাজার ছয়শ আটাশ জন মানুষ। অন্যদিকে দুই ডোজ সম্পন্ন হয়েছে এমন মানুষের সংখ্যা ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

Among the people who have received these vaccines, the Oxford-Estrogena vaccine Covishield has received the most vaccines. About one crore and more people have collected this vaccine. This is followed by Chinese synopharma vaccine.

এসব টিকার গ্রহীতা মানুষদের মধ্যে সব থেকে বেশি টিকা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ড-এস্ট্রোজেনেকার টিকা কোভিশিল্ড। প্রায় এক কোটির ও বেশি মানুষ এই টিকা সংগ্রহ করেছেন। এর পরেই আছে চীনের সিনোফার্মের টিকা।

At first, the general population of Bangladesh was reluctant to get vaccinated due to fear and adverse reactions. But gradually this mistake of theirs is broken and they are now very eager to get vaccinated. This is considered to be a good way to deal with Corona.

প্রথম দিকে বাংলাদেশের সাধারণ মানুষের মনে টিকা নিয়ে ভয় এবং বিরূপ প্রতিক্রিয়া থাকায় তারা টিকা নিতে অনাগ্রহী ছিল। কিন্তু আস্তে আস্তে তাদের এই ভুল ভেঙ্গে যায় এবং তারা এখন টিকা নেওয়ার জন্য খুবই আগ্রহী। এটা করোনা মোকাবেলায় একটা ভাল দিক হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.040
BTC 94006.35
ETH 3379.28
USDT 1.00
SBD 3.47