হস্তমৈথুনের করার ভয়ংকর কুফল ও অপকারীতা!

in #helthtips7 years ago

এমন ছেলে কি খুজে পাওয়া যাবে, যে তাদের জীবনে একবার হস্তমৈথুন বা স্বমেহন করেনি???
পাওয়া গেলেও সেটা খুবই নগন্ন।

প্রায় ২ মাস আগে আমি প্রচন্ড রকম ভাবে হস্তমৈথুন করতাম,
যার জন্য আমি বিভিন্ন শারিরিক সমস্যা অনুভব করতাম!
এটা আমি খুব ভালভাবেই বূঝতে পারতাম যে, এটা হস্তমৈথুন করার কারনেই হচ্ছে।
তাই আমি অনলাইন অনেক ঘাটাঘাটি হস্তমৈথুনের কুফল সম্পর্কে জানতে পারলাম।

অনলাইনে হস্তমৈথুন সম্পর্কে বিভিন্ন হেলথটিপস পড়ে যেটা জানতে পারলাম সেটাই আজকে আপনাদের সাথে সেয়ার করব।

মানুষের মধ্যে স্বমেহনের হার নির্ণয়ের জন্য বিভিন্ন রকমের জরিপ ও গবেষণা হয়েছে।
আলফ্রেড কিনসের ১৯৫০-এর দশকের এক গবেষণায় বলা যায়, মার্কিন নাগরিকদের মাঝে ৯২% পুরুষ ও ৬২% নারী তাঁদের জীবনকালে অন্তত একবার স্বমেহন করেছেন। ২০০৭ সালে যুক্তরাজ্যের মানুষের মাঝে করার একটি জরিপেও কাছাকাছি ফলাফল পাওয়া যায়। জরিপে দেখা যায় ১৬ থেকে ৪৪ বছরের মধ্যে ৯৫% পুরুষ ও ৭১% নারী তাঁদের জীবনের যে-কোনো সময়ে অন্তত একবার স্বমেহন করেছেন। সাক্ষাৎকারের চার সপ্তাহ আগে স্বমেহন করেছেন এমন পুরুষের হার ৭১% ও নারী ৩৭%। অপর দিকে ৫৩% পুরুষ ও ১৮% নারী জানিয়েছেন যে, তাঁরা এই সাক্ষাৎকারের ১ সপ্তাহ আগে স্বমেহন করেছেন।
হস্তমৈথুনের কুফল
প্রথমেই এটা ইসলামের দৃষ্টিতে হারাম।

যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভূক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে সীমালংঘনকারী হবে।
— সূরা মুমিনুন, ৫-৭

নিয়মিত ও অতিরিক্ত হস্তমৈতুনে যৌনশক্তি কমে যাওয়া ও শারির দুর্বল হয়ে যায়। ইহা অভ্যাসে পরিনত হয়ে যায় এবং দীর্ঘদিন এই অভ্যাসের ফলে যৌন আকাঙ্খা কমে যায়।

তাছাড়া বিবাহিত জীবনে যৌন অনীহার সৃষ্টি হতে পারে যা দাম্পত্বেও প্রভাব ফেলবে।

আর শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয়
[১] পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ-বালাইয়ের যাদুঘর হয়ে যায়।
[২] চোখের ক্ষতি হয়।
[৩] স্মরণ শক্তি কমে যায়।
[৪] মাথা ব্যথা হয় ইত্যাদি আরো অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে।
আরেকটি সমস্যা হল সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়।

বেশিরভাগ সময়ই হস্তমৈথুনকারীরা অপবিত্র থাকে। পবিত্র থাকাটা তাদের জন্য কঠিন।
হস্তমৈথুনকারীদের মাথায় সারাদিন Sex সংক্রান্ত বিষয়াদি ঘুরপাক খায়। ফলশ্রুতিতে সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায়। মহান আল্লাহ্ তাকে কেন সৃষ্টি করেছেন সেটা ভুলে যায়।
হস্তমৈথুনকারীরা নিজেদের যৌন উত্তেজনায় উত্তেজিত করার জন্য অশ্লীল ছবি, সাহিত্য, Sex Chat, Sex Games ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে যা তাদের এবং ইসলামের মাঝে লক্ষ লক্ষ কি.মি. এর দূরত্ব সৃষ্টি করে।

তাই এটা থেকে আমরা দুরে থাকবো।
পরবর্তী পর্বে আমি আলোচনা করব, কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।
ধন্যবাদ 😃

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 92090.92
ETH 3207.87
USDT 1.00
SBD 8.18