বেলকোনিতে আগের মত বসতে কেন জানি মন চাই না।

in #heart7 years ago

FB_IMG_1469724958492.jpg

চাঁদ আগের মতই আলো দেয় কিন্তু কেন জানি আমি আলো পাইনা,আমার আকাশ মেঘলা বুঝি???
আগের মত এখনও ভোর হয় কিন্তু শুভসকাল বলার "তুমি" টা কে পাইনা, আমি একলা বুঝি???
আগের মত এখনও মাঝে,মাঝে বৃষ্টি হয় কিন্তু কবিতা লেখার মানুষটাকে পাইনা,আমি যাযাবর বুঝি???
আগের মত এখনও ছাদে যায় কিন্তু মিলে গেছে,মিলে গেছে এই কথা আর শুনা হয়না,আমি অচেনা কেউ হয়েছি বুঝি???
আগের মত এখন ও রাত হয় কিন্তু ঘুমাও কথাটি বলতে সাহস পায়না, আমি শুধুই রাত জাগা পাখি বুঝি???,,,,

Sort:  

Bonito poema amigo.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.036
BTC 99202.15
ETH 3090.40
SBD 3.77