চুল গজানো কি সম্ভব.......................

in #health2 years ago

বন্ধুরা

আগের পোস্টে বলা হয়েছিল মাথার চুল পড়ে যাওয়া নিয়ে চিন্তিত থাকি। আজকের পোস্টে চুল গজানোর নিয়ে কিছু কথা বলা.....................

চুল পড়তে আরম্ভ করলে টেনশন হয় না এমন মানুষ এ দুনিয়ায় আছেন নাকি।তাদের জেনেটিক কারণে চুল পড়ছে তাদের কথা আলাদা কিন্তু বাকিদের ক্ষেত্রে চুলপড়ার কারণটা খুঁজে বের করলে কিন্তু সমাধান হয়ে যায়। মার্কিন ঔষধ কোম্পানির কনসার্ট ফার্মাসিটিক্যালস দাবি করেছে তারা টাক মাথায় চুল গজাতে সক্ষম একটি নতুন ওষুধ আবিষ্কার করেছে।

183617hairfall.jpg

source

ওষুধটি পরীক্ষামূলকভাবে টাক মাথায় মানুষের মাঝে ব্যবহারের ছয় মাসের মধ্যে তাদের পুরো মাথায় চুল গজিয়েছে।কনসার্ট ফার্মাসিউটিক্যালসের দাবি তাঁদের গবেষণায় অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষের পুরো মাথায় চুল গজিয়েছে মাত্র ছয় মাসের মধ্যে।টাক নিয়ন্ত্রণে নতুন ওষুধের আবিষ্কারকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। কনসার্ট ফার্মাসিউটিক্যালসের তৈরি ওষুধ দিনে দুইবার সেবন করতে হয়। এলোপেসিয়া এরিয়াটা হলো একটি অটোইমিউন ব্যাধি। যেখানে চুলের গ্রন্থি কোষ ভুলভাবে ইমিউন সিস্টেম দ্বারা আক্রান্ত হয়। যার ফলে চুল পড়ে যায় এবং কারও কারও মাথায় একাধিক ছোট ছোট টাক পড়ে এবং তাদের চুল স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে।

কিন্তু অন্যদের ক্ষেত্রে মাথায় ত্বকের সব চুল পড়ে যায় এই টাক অবস্থার কোন প্রতিকার নেই। শুধু কিছু ওষুধ পুনরায় চুল গজাতে সাহায্য করতে পারে কিন্তু ওষুধ কোম্পানি কনসার্ট ফার্মাসিটিক্যালস যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের 706 জন মানুষের উপর তাদের পরীক্ষা চালিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সবারই মাঝারি থেকে গুরুতর এলোপেসিয়া এরিয়াটা ছিল। তাদের প্রাথমিকভাবে তিনটি দলের ভাগ করা হয়। একটি দলকে ৮ মিলি গ্রামে দুটি বড়ি দিনে দুবার সেবন করার জন্য দেওয়া হয়। আর একটি দলকে দৈনিক ১২ মিলি গ্রামে দুটি বাড়ি দেওয়া হয়। এছাড়া অপরূপকে দেওয়া হয় প্লেসেগো। পরীক্ষায় দেখা যায় তাদের প্লেসেগো দেওয়া হয়েছিল তাদের তুলনায় যারা বড়িগুলো সেবন করেছিলেন তাদের মাথার ত্বকে চুলের বৃদ্ধি বেশি হয়েছে। ১২ মিলি গ্রাম গ্রহণ করেছিলেন তাঁদের প্রায় ৪২ শতাংশ রোগীর ৮০শতাংশ বা তারও বেশি চুল গজিয়েছে। এছাড়া ৮মিলিগ্রাম ডোজ গ্রহণকারীদের ৩০% চুল আবার গজিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া কিছু রোগীর ক্ষেত্রে মাথা

আমাদের সাথে থাকুন

নতুন সব তথ্য জানুন

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.26
JST 0.040
BTC 97628.16
ETH 3611.02
USDT 1.00
SBD 3.42