সুখ আসলে কি?

in #happiness6 years ago

মানুষের জীবন বড়ই আজব, চাওয়া পাওয়ার ছন্দপতনেই জীবন অতিবাহিত হয়ে যায়। সবাই সুখী হতে চায়, কিন্তু সুখী কি সবাই হতে পারে? না পারেনা। প্রতিটা মানুষই কিছু না কিছু না পাওয়ার যন্ত্রণাবোধ করে। কারো গাড়ি চাই তো কারো বাড়ি চাই, কারো টাকা চাই আবার কেউ কেউ বেশি টাকার কারনে অসুখী। কেউ ভালবাসা চাই, আর কেউ বা ভালবাসার মানুষটিকে পাশে পেয়েও অসুখী।
সুখ আসলে কোথায়? সুখ মানুষের সন্তুষ্টিতে।
যে তার সাধ্য অনুযায়ী সন্তুষ্ট সেই সুখী। image

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55885.64
ETH 2358.26
USDT 1.00
SBD 2.31