শুধুমাত্র জীবন উপভোগ কর (Do not chase happiness, enjoy your life)
এক বৃদ্ব লোক গ্রামে বাস করতো | পুরো গ্রামবাসী তার উপর বিরক্ত ছিল , কারন বৃদ্ব লোকটি সবসময় মনমরা থাকতো , সবসময় অভিযোগ করতো এবং খারাপ মুডে থাকতো |
যতো দিন যায় , বৃদ্ব আরো কর্কশ ও তেতো হয়ে উঠে | তার কথা বার্তা আরো বিষাক্ত হয়ে যায় এবং গ্রামের লোকজন তাকে এড়িয়ে চলা শুরু করে |
কিন্তু যেদিন লোকটি ৮০ বৎসরে পা দিলো , একটি অস্বাভাবিক ঘটনা ঘটলো | তাৎক্ষণিক সবাই বলাবলি শুরু করলো যে , বৃদ্ব লোকটি আজ সুখী দেখাচ্ছে, হাসছে , কোন অভিযোগ নেই এবং তাকে খুব সতেজ দেখাচ্ছে !
গ্রামের সব লোক একত্র হয়ে বৃদ্বকে জিজ্ঞেস করলো ঘটনা কি ?
বৃদ্ব বললো : "বিশেষ কিছুই না | ৮০ বৎসর আমি সুখের তাড়া করেছি কিন্তু ফল কিছুই পাইনি | এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি সুখ ছাড়া বেঁচে থাকার এবং শুধুমাত্র জীবন উপভোগ করার | এজন্য আমাকে সুখী দেখাচ্ছে" !
(Moral of the story: Don't chase happiness, Enjoy your life)