গার্মেন্টস হ্যাং ট্যাগ

in #hangtag3 months ago

হ্যাং ট্যাগ গার্মেন্টস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেটা গার্মেন্টসের প্রিমিয়ামনেস বাড়াতে সাহায্য করে। যেকোনো বড় ব্র্যান্ড থেকে ছোট ব্র্যান্ড বা যেকোনো ধরনের রেডিমেড গার্মেন্টসেক একটি অপরিহার্য ট্রিম বা এক্সেসরিজের মধ্যে পড়ে। তো সর্বপ্রথম জেনে নেয়া যাক আসলে এই হ্যাং ট্যাগ টা কি।
হ্যাংটাগ হলো গার্মেন্টসের এমন একটি এক্সটার্নাল অংশ, যেটা গার্মেন্টসের সঙ্গে একটা স্ট্রিং এর মাধ্যমে ঝোলানো থাকে। একটি হ্যাং থেকে উক্ত গার্মেন্টস এর অনেক ধরনের তথ্য দেওয়া থাকে। সব থেকে বেশি লক্ষ্য করা যায় যে তথ্যগুলো তার মধ্যে হল, গার্মেন্টসের ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের তথ্য, গার্মেন্টস এর সাইজ, মেড ইন অরিজিন, গার্মেন্টসের প্রাইজ, গার্মেন্টসের ফেব্রিক বা অন্য কোন details ইত্যাদি।

1000054358.jpg

ব্র্যান্ড বা কোম্পানির ভেদে বিভিন্ন ধরনের হ্যাং ট্যাগের কোয়ালিটি লক্ষ্য করা যায়। বেশিরভাগ দামি বা বড় ব্র্যান্ডের হ্যাং ট্যাগের কোয়ালিটি একটু প্রিমিয়াম হয়। প্রিমিয়াম বলতে ট্যাগের কাগজের কোয়ালিটি, প্রিন্ট এবং ডিজাইনের কোয়ালিটি ইত্যাদি। অনেক সময় কাগজের পরিবর্তে প্লাস্টিক বা লেদারের হ্যাং ট্যাগ ব্যবহার করা হয়। আবার কোম্পানি ভেদে হ্যাং ট্যাগের পরিমান ভিন্ন হয়। যেমন কোন কোন ক্ষেত্রে একটি থেকে দুইটি বা তিনটি বা চারটি পর্যন্তও হয়। মানে একটা স্ট্রিমের সাথে তিনটি থেকে চারটি হ্যাং ট্যাগ কার্ড ঝোলানো থাকে।

ছবিতে দেখানো যে হ্যাং ট্যাগ গুলো সেগুলো ইউকে এর একটি ফ্যাশন ব্র্যান্ডের। ব্যবসার জন্য আমার কোম্পানি উক্ত ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো তৈরি করি। তো গার্মেন্টস তৈরির জন্য হ্যাং ট্যাগ গুলোও আমরাই তৈরি করি। এখানে আমরা একটা স্ট্রিং এর সাথে দুইটি হ্যাং ট্যাগ কার্ড ব্যবহার করছি। আমাদের কার্ডে প্রধানত কোম্পানির লোগো, গার্মেন্টসের আলফাবেটিক সাইজ, ফেব্রিক কম্পোজিশন, প্রাইজ বক্স ইত্যাদি তথ্য ব্যবহার করছি। এছাড়া আরেকটি কার্ডে আমরা কিছু কেয়ার ইন্সট্রাকশন দিচ্ছি।

সুতরাং দেখতে পারছি একটি প্রিমিয়াম গার্মেন্টসের জন্য একটি হ্যাং ট্যাগ কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদিও আমরা জানি উক্ত গার্মেন্টস টি কেনার পরে আমরা ওই ট্যাগটি ছিঁড়ে ফেলে দিই, তারপরও একটি প্রিমিয়াম গার্মেন্টসের জন্য হ্যাং ট্যাগ অবশ্যই গুরুত্বপূর্ণ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 81820.35
ETH 1776.28
USDT 1.00
SBD 0.67