স্টিমিট নিয়ে আমার কিছু ধারণা
সকল বাংলাদেশী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি যারা স্টিমিট নিয়ে কাজ করছেেন বা করবেন ভাবতেছেন তাদের সবার জন্য আমার আজকের এই পোস্ট আমার নিজের ও তেমন ভাল কোন ধারণা নেয় বললেই চলে।
আমরা বাংলাদেশী ভাইরা যদি একে উপরকে হেল্প না করি তাহলে এখানে কিছু করা সম্ভব না যেখানে আমরা একটা পোস্ট করলে কোন আপভোট বা রিপলে দেয় না সেখানে বাহিরের কেউ একটা পোস্টেই অনেক আয় হয় এতে দয়ী আমরা নিজেরা।
আমাদের যখন কোন বাংলাদেশী ভাই কোন একটা পোস্ট করে তখন আমরা সেটা এরিয়ে চলে যাই একটা কথা মনে রাখবেন ভাই আপনে কিছু দিলেই অবশ্যয় কিছু পাবেন। তাই আমি আশা করবো এখন থেকে যেন আমরা একে অপরকে সাহায্য করতে পারি
হা অবশ্যই